পোস্ট মাস্টার জেনারেল (উত্তরাঞ্চল) (পোস্টম্যান) - ০৪.১১.২০২২ (69 টি প্রশ্ন )
- প্রণালি হলো এক ধরনের সংকীর্ণ জলভাগ, যা দুটি বৃহৎ জলভাগকে যুক্ত করে এবং দুটি স্থলভাগকে বিচ্ছিন্ন করে।
- অর্থাৎ প্রণালি একই সাথে দুটি ভূমিকে যেমন পৃথক করে তেমনি আবার দুটি বৃহৎ জলাধারকে সংযুক্তও করে। পক প্রণালি বঙ্গোপসাগর ও আরব সাগরকে সংযুক্ত করেছে। আর ভারত ও শ্রীলংকাকে পৃথক করেছে।

★ বিখ্যাত প্রণালী সমূহ মনে রাখার টেকনিক:
১. পক- (ভারত শ্রীলঙ্কাকাকে পোক দিলো) ভারত হতে শ্রীলঙ্কা পৃথক ।
২. বেরিং- (আমেরিকা হতে এশিয়াতে আসা বোরিং) আমেরিকা হতে এশিয়া পৃথক ।
৩. জিব্রাল্টার-(মরক্কো ও স্পেনে জেব্রা পাওয়া যায়) মরক্কো (আফ্রিকা) হতে স্পেন (ইউরোপ) পৃথক।
৪. ফ্লোরিডা- (ফ্লোরিডা কিবা?) ফ্লোরিডা হতে কিউবা পৃথক ।
৫. মালাক্কা- ( সুমিত্রা মালির মালা)সুমিত্রা হতে মালয়েশিয়া পৃথক ।
৬. হরমুজ- (আমিরাতের ইরানী তরমুজ খায়) আরব আমিরাত ও ইরানের মধ্যে অবস্থিত।
৭. বাব-এল-মান্দেব- ( লোহা এল আরবে ) লোহিত সাগর ও আরব সাগরে অবস্থিত।
৮. ডোভার- ( UK ও FRANCE এর মাঝে ডোবা আছে) যুক্তরাজ্য হতে ফ্রান্স পৃথক।
৯. বসফোরাস- (ইউরেশিয়া BOSS ) ইউরোপ হতে এশিয়া পৃথক।
১০. পানামা খাল- (উত্তর দক্ষিণ আমেরিকায় পান খাওয়া নিষেধ) উত্তর আমেরিকা হতে দক্ষিণ আমেরিকা পৃথক।

নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের স্বীকৃতি এবং নারীর সম-অধিকার প্রতিষ্ঠায় ১৯১৪ সাল থেকে বিভিন্ন দেশে নারী দিবস পালন করে থাকে। ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ ৮ মার্চকে ‘আন্তর্জাতিক নারী দিবস' হিসেবে পালন করে আসছে।
ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG) ভারতে ব্ল্যাক ক্যাট নামে পরিচিত। এটি ভারতের বিশেষ কমান্ডো বাহিনী । ১৯৮৪ সালে এটি গঠন করা হয়। এদের মূলমন্ত্র হলো- সর্বত্র সর্বোত্তম সুরক্ষা। এর সদর দপ্তর নয়াদিল্লিতে অবস্থিত।

আরো কিছু কমান্ডো বাহিনীঃ
- রেড আর্মি : জাপানের কমিউনিস্ট গেরিলা সংগঠন
- লর্ডস রেসিস্টেন্স আর্মি : উগান্ডার বিদ্রোহী গোষ্ঠী।
- গেস্টাপো : হিটলারের গোপন পুলিশ বাহিনী
- সাভাক : ইরানের শাহের গোপন গোয়েন্দা ও ‍পুলিশ বাহিনী
- হিউম্যান রাইটস ওয়াচ যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা।
- এটি ১৯৭৮ সালে হেলসিংকি ওয়াচ নামে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৮ সালে Human Rights Watch নামকরণ করা হয়।
- এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- সংস্থাটির কাজ হচ্ছে মানবাধিকার বিষয়ে গবেষণা, পরামর্শ ও সমর্থন প্রদান করা।
- সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ মে, ১৯৮১ সালে Gulf Co-operation Council (GCC) প্রতিষ্ঠিত হয়।
- এর সদস্য সংখ্যা ৬টি (সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ওমান)।
- এর সদর দপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।
United Nations Educational Scientific and Cultural Organization (UNESCO) ৪ নভেম্বর, ১৯৪৬ সালে প্রতিষ্ঠা লাভ করে। এটি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গ সংগঠন। ১৯৪ সদস্যের এই সংস্থার সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। এর সহযোগী সংস্থা ১২টি।

সর্বশেষ আপডেটঃ ০২ অক্টোবর, ২০২৩
» জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।
» জাতিসংঘের বর্তমান সদস্য ১৯৩ টি।
» জাতিসংঘের নামকরণ করা হয়। - ১ জানুয়ারি, ১৯৪২ (মার্কিন ৩২তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট কর্তৃক)।
» জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র।
» জাতিসংঘের সনদ স্বাক্ষর হয় – ২৬ জুন, ১৯৪৫ (কার্যকর হয়। ২৪ অক্টোবর, ১৯৪৫)।
» জাতিসংঘ গঠনের প্রস্তাবকারী দেশ - ৪টি (সাবেক সোভিয়েত ইউনিয়ন, চীন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য)।
» জাতিসংঘ সনদের মূল স্বাক্ষরকারী দেশ – ৫১টি (যদিও পোল্যান্ড পরে স্বাক্ষর করে)।
» জাতিসংঘের মূল সনদের রচয়িতা - Archibald Macliesh.
» জাতিসংঘ সদর দপ্তরের জমিদাতা - জন ডি, পোর।
» জাতিসংঘের অফিসিয়াল বা কার্যকরী ভাষা - ২টি (ইংরেজি ও ফরাসী)।
» জাতিসংঘের মোট ভাষা – ৬টি (যথা- ইংরেজি, ফরাসী, রুশ, চীনা, আরবী ও স্প্যানিশ)।
» জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
» জাতিসংঘের সর্বশেষ সদস্য- দক্ষিণ সুদান (১৪ জুলাই, ২০১১)
পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ‘ছয় দফা দাবি পেশ করেন। পরবর্তীতে ২৩ মার্চ ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ‘ছয় দফা’ ঘোষণা করা হয়। ‘ছয় দফা বাঙালি জাতির মুক্তির সনদ (ম্যাগনাকার্টা) হিসেবে পরিচিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘ছয় দফা’ দাবিকে ‘পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি' বলে অভিহিত করেন।
লর্ড ক্যানিং ১৮৫৬ থেকে ১৮৬২ সাল পর্যন্ত ভারতে ব্রিটিশ গভর্নর জেলারেল ও ভাইসরয় ছিলেন। তিনি উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা (১৮৬১) চালু করেন; উপমহাদেশে পুলিস সার্ভিস (১৮৬১) চালু করেন; ইন্ডিয়ান সিভিল সার্ভিস (১৮৬১) নামকরণ করেন; উপমহাদেশে প্রথম বাজেট ঘোষণা করেন; বাংলায় 'খাজনা আইন' পাশ করেন; কলকাতা, বোম্বে ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা ও প্রচারের লক্ষ্যে ৩ ডিসেম্বর, ১৯৫৫ (১৭ অগ্রহায়ণ, ১৩৬২) ঢাকার বর্ধমান হাউজে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৭ সালে 'দি বেঙ্গলি একাডেমি অ্যাক্ট’ গৃহীত হলে বাংলা একাডেমি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে।
- বাংলা একাডেমির প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তা (স্পেশাল অফিসার) মোহাম্মদ বরকতুল্লাহ।
- বাংলা একাডেমির প্রথম সভাপতি ছিলেন মওলানা মোহাম্মদ আকরম খাঁ।
- বাংলা একাডেমির প্রথম পরিচালক ড. মুহম্মদ এনামুল হক।
- বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক অধ্যাপক মযহারুল ইসলাম।
৭(১) অনুচ্ছেদ → প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ।
২৮ অনুচ্ছেদ → ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য।
 ৮ অনুচ্ছেদ → রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ।
৪৪ অনুচ্ছেদ → মৌলিক অধিকার বলবৎকরণ
আরব তথা মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে ইরাক ৮ জুলাই ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে জাতিসংঘের ২৯তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশ ১৩৬তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে। এ দিন বাংলাদেশের সাথে গ্রানাডা (১৩৭) ও গিনি বিসাউ (১৩৮) সদস্যপদ লাভ করে।
স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কেন্দ্রীয় শহিদ মিনারের ছবি ছিল। এ ডাকটিকিটের ডিজাইনার বিমান মল্লিক। এটি ২৯ জুলাই, ১৯৭১ সালে একযোগে মুজিবনগর, কলকাতার বাংলাদেশ মিশন ও লন্ডন থেকে প্রকাশিত হয়।
আগরতলা হচ্ছে ত্রিপুরার রাজধানী। এখানে বঙ্গবন্ধু ও সেনাবাহিনীর কিছু সদস্য পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন; এ মর্মে অভিযোগ এনে ৩ জানুয়ারি, ১৯৬৮ সালে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। এ মামলার মোট আসামী ছিলেন বঙ্গবন্ধুসহ ৩৫ জন। বঙ্গবন্ধু ছিলেন ১ নম্বর আসামী এবং লেফটেন্যান্ট আব্দুর রউফ ছিলেন ৩৫ নং আসামী। এ মামলা প্রত্যাহার করা হয় ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে।
৪৫° কোণের সম্পূরক কোণ = (১৮০°- ৪৫ ) = ১৩৫°
এখানে,
        AC বৃত্তচাপের উপর
       ∠AOC কেন্দ্ৰস্থ কোণ
      এবং ∠ABC বৃত্তস্থ কোণ
    .: ∠AOC = 2 ∠ABC
   ⇒ ∠ABC = 2/1 * ∠AOC
.: বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান পরিধীস্থ কোণের মান কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
দেওয়া আছে,
এবং ab = 35
.: a2 + b2 = (a + b)2 - 2ab
               = 12² - 2.35
               = 144-70
               = 74
আমরা জানি, 
       ত্রিভূজের ক্ষেত্রফল = ১/২ × ভূমি × উচ্চতা
                     ⇒ ১৪৪ = ১/২ × ভূমি × ১২
                     ⇒ ২৪ = ভূমি
                     ⇒ ভূমি = ২৪ মি.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ ৮০° হলে
অপর কোণদ্বয়ের সমষ্টি = ১৮০°- ৮০° = ১০০°
.: অপর যে কোন একটি কোণ = ১০০°/২
                                      = ৫০°
দেওয়া আছে,
              Q/P =1/4
           ⇒ p = 4Q
∴ P+Q/P-Q = 4Q +Q / 4Q - Q
                =5Q/3Q = 5/3
logx25 = 2
⇒ x2 = 25
⇒ x2 = 52
⇒ x = 5
দেওয়া আছে,
                a + 1/a = 5
∴ (a-1/a)² = (a + 2/a)²-4. a. 1/a
                = (5)² - 4
 ⇒  (a-1/a)² = 21
 ⇒  (a-1/a) = √21


   3x2 + x - 10
= 3x2 + 6x - 5x - 10
= 3x(x + 2) - 5 (x + 2)
= (x + 2) (3x -5)
মোট দৌড়াল = ৪০০ × ২৪
                = ৯৬০০ মি.
                = ৯.৬ কি.মি.
আমরা জানি,
      I = Prn/১০০
     ⇒ P = I x ১০০/ rn
           =১৫০০ x ১০০/১০ x৫
           = ৩০০০
আমরা জানি,
             ১ হালি = ৪টি
.: ৪টি মাছের ক্রয়মূল্য ১৬০০ টাকা
  ১টি     ,,       ,,   ১৬০০/৪ টাকা
                       = ৪০০ টাকা
আবার, ১টি মাছের বিক্রয়মূল্য = ৩৫০ টাকা
       ক্ষতি = ৪০০ - ৩৫০ = ৫০ টাকা
তাহলে শতকরা ক্ষতি = ৫০/৪০০*১০০%
                         = ১২.৫%
মনেকরি, আকিবের রান = x
         .: নাইমের   ,,  = ২x - ৫
প্রশ্নমতে, x + ২x - ৫ = ৫৮
         ⇒ ৩x = ৫৮ + ৫
         ⇒ ৩x = ৬৩
         ⇒ x = ২১
এখানে, A = {1, 3, 5, 7}
       .: n = 4টি
তাহলে, প্রকৃত উপসেট = 2n - 1
                            = 24 - 1
                            = 16-1
                            = 15

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ক্ষেত্রফল বৃদ্ধি = ২০% + ২০% + (২০ × ২০ / ১০০)%
                  = ২০% + ২০% + ৪%
                  = ৪৪%
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0