১২১, ১৫৪, ২৭৯ ও ৫৯৪ এর কোন সংখ্যাটি অন্যান্য সংখ্যা হতে ভিন্ন।
Solution
Correct Answer: Option A
১২১ = ১১ × ১১ (পূর্ণবর্গ সংখ্যা)
১৫৪ = ২ × ৭ × ১১ (যৌগিক সংখ্যা)
২৭৯ = ৩ × ৯৩ (যৌগিক সংখ্যা)
৫৯৪ = ২ × ১১ × ২৭ (যৌগিক সংখ্যা)
এখন দেখা যাচ্ছে, ১২১ সংখ্যাটি অন্য সংখ্যাগুলি থেকে ভিন্ন কারণ:
এটি একমাত্র পূর্ণবর্গ সংখ্যা (১১ × ১১)
অন্য সব সংখ্যা শুধু যৌগিক সংখ্যা