- কমনওয়েলথ গেমস একটি আন্তর্জাতিক বহু-ক্রীড়া প্রতিযোগিতা যা কমনওয়েলথভূক্ত দেশসমূহের জন্য। - প্রতি চার বছর অন্তর এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। - কমনওয়েলথ গেমস প্রথম ১৯৩০ সালে অনুষ্ঠিত হয়েছিল। - এরপর থেকে প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে, শুধুমাত্র ১৯৪২ এবং ১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অনুষ্ঠিত হয়নি। - ২০২২ সালের কমনওয়েলথ গেমস বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে। - পরবর্তী কমনওয়েলথ গেমস ২০২৬ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হবে।
- রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যধর্মী উপন্যাস 'শেষের কবিতা' । - এটি ১৯২৮ সালে 'প্রবাসী' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় । - উপন্যাসের প্রধান চরিত্র অমিত রায় ব্যারিস্টারি পড়তে বিলেতে যায় । তার ছেলে বন্ধুর চেয়ে মেয়ে বন্ধু বেশি । এদের মধ্যে কেতকীর সাথে অমিতের প্রেম হয় এবং অমিতের দেয়া আংটিও পরে। ব্যারিস্টার হয়ে দেশে ফিরে অমিত শিলংয়ে বেড়াতে গেলে উপন্যাসের মূল নায়িকা লাবণ্যের সাথে পরিচয় থেকে প্রেম হয় । কিন্তু লাবণ্য বুঝতে পারে অমিত রোমান্টিক জগতের স্বপ্নাতুর ব্যক্তি । তবুও তাদের বিয়ে ঠিক হলে উপস্থিত হয় কেতকী । ভেঙ্গে যায় বিয়ে ।কেতকীর সাথে অমিতের বিয়ে উপন্যাসকে ভিন্নতর রূপ দান করেছে। লাবণ্য বিয়ে করে শোভনলালকে।
- যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। - একাধিক পদের মিলন বুঝাতে দ্বন্দ্ব সমাস হলে তাকে মিলনার্থক দ্বন্দ্ব বলে। - যেমন: মা ও বাপ = মা-বাপ; জ্বিন ও পরি= জ্বিন-পরি; ছেলে ও মেয়ে = ছেলে-মেয়ে।
- W.B. Yeats একজন বিখ্যাত আইরিশ কবি এবং নাট্যকার ছিলেন, কিন্তু তিনি একজন ঔপন্যাসিক (novelist) ছিলেন না। - বাকি সবাই—Charles Dickens, Thomas Hardy, এবং Virginia Woolf—প্রখ্যাত ঔপন্যাসিক ছিলেন।
- William Butler Yeats ছিলেন আয়ারল্যান্ডের জাতীয় কবি। - তিনি প্রথম আইরিশ হিসেবে ১৯২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। - তিনি Symbolism এবং Mysticism এর জন্য বিখ্যাত ছিলেন। - তাঁর উল্লেখযোগ্য কবিতা হল -The Second Coming, Easter, The Lake Isle of Innisfree,The Wild Swans at Coole .
- পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে, তাকে যৌগিক বাক্য বলে। - যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, আর, বা, কিন্তু, অথবা, অথচ, বরং, সেজন্য, ফলে, তথাপি প্রভৃতি অব্যয়যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে। - যেমন: তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি (যৌগিক বাক্য)। তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি (সরল বাক্য)।
- বাংলাদেশের একমাত্র কৃত্রিম হৃদটি অবস্থিত কাপ্তাই উপজেলা, রাঙ্গামাটি জেলায়। এটি কাপ্তাই হ্রদ নামে পরিচিত।
কাপ্তাই হ্রদ সম্পর্কে কিছু তথ্য: নির্মাণ: ১৯৫৬ সালে কর্ণফুলি নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে এই হ্রদের সৃষ্টি হয়। আয়তন: ৫৪,০০০ একর গভীরতা: ১০০ ফুট ব্যবহার: জলবিদ্যুৎ উৎপাদন, মৎস্য চাষ, পর্যটন - কাপ্তাই হ্রদ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। - হ্রদের চারপাশে পাহাড়, বন, এবং জলপ্রপাতের মনোরম দৃশ্য দেখা যায়। - হ্রদে নৌকা ভ্রমণ, ট্রেকিং, এবং ক্যাম্পিং জনপ্রিয় পর্যটন কার্যকলাপ।
- পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরালিওন ১৯৯১-২০০২ সাল পর্যন্ত গৃহযুদ্ধে বিধ্বস্ত হয়। - এ সময় দেশটিতে শান্তি ফেরাতে বিপুল পরিমাণ শান্তিরক্ষী নিয়োগ করে জাতিসংঘ। - তাদের একটি বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশি সেনাবাহিনীর সদস্যরা। - দেশটির বিদ্রোহীদের পরাজিত করে শান্তি ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ব্যাপক ভূমিকা রাখে। - বাংলাদেশি সেনা সদস্যদের ভূমিকাকে চিরস্মরণীয় রাখতে কৃতজ্ঞতাস্বরূপ প্রেসিডেন্ট আহমাদ তেজান কাব্বাহ ২০০২ সালে বাংলা ভাষাকে দেশটির অন্যতম সরকারি ভাষার মর্যাদা দেন।
Passive to Active Voice রূপান্তর: - Passive voice এ object (door) subject হিসেবে থাকে, active voice এ এটি object হবে। - Passive voice এ hidden subject থাকে, active voice এ এটি প্রকাশ করতে হয়। এখানে "You" ব্যবহার করা হয়েছে। - Modal verb "should" থাকবে। - Main verb "kept" কে infinitive form "keep" এ পরিবর্তন করতে হবে।
- তাই সঠিক active voice হবে: "You should keep the door shut."
- ৭ ফেব্রুয়ারি, ১৯৯২ সালে নেদারল্যান্ডের ম্যাসট্রিচট শহরে ঐতিহাসিক ‘ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ‘ইউরোপিয়ান ইউনিয়ন' প্রতিষ্ঠিত হয়। - ১ নভেম্বর, ১৯৯৩ সালে চুক্তিটি কার্যকর হয়। - সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা ২৭। সাইপ্রাস, ইস্টোনিয়া ও মাল্টা ইউরোপীয় ইউনিয়নের সদস্য। - ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত।
আদমশুমারি থেকে জনশুমারি: - ২০১৩ সালে প্রণীত পরিসংখ্যান আইনের অধীনে পূর্বে পরিচিত 'আদমশুমারি'কে 'জনশুমারি' হিসেবে অভিহিত করা হয়। - জনশুমারি ও গৃহগণনা ২০২২, এই শুমারি '৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা' ছিল, যা ২০২২ সালের জুন মাসে অনুষ্ঠিত হয়। - বাংলাদেশে প্রথম আদমশুমারি পরিচালিত হয় ১৯৭৪ সালে।
২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা:
- ২০২২ সালে অনুষ্ঠিত হওয়া এই শুমারি ছিল দেশের প্রথম ডিজিটাল জনশুমারি। - শুমারি অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ছিল ১৬,৯৮,২৮,৯১১ জন। - দেশে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১.২২%। - প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ছিল ১,১১৯ জন। - দেশের স্বাক্ষরতার হার ছিল ৭৪.৬৬%।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
♦ নোবেল পুরস্কার ২০২৩__ • মোট বিজয়ী : ১১ জন, পুরুষ ৭ ও নারী ৪। • পুরস্কার- প্রত্যেক বিভাগের নোবেলজয়ী প্রত্যেকে পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা।
চিকিৎসা বিজ্ঞানঃ ১. ক্যাতালিন ক্যারিকো(হাঙ্গেরি) ২. ডু ওয়াইজম্যান(যুক্তরাষ্ট্র) করোনা ভাইরাসরোধী কার্যকর mRNA ভ্যাকসিন গবেষণার জন্য।
রসায়নঃ ১. অ্যালেক্সি ইয়াকিমভ(সাবেক সোভিয়েত ইউনিয়ন) ২. মুঙ্গি বাওয়েন্ডি(ফ্রান্স) ৩. লুই ব্রুস(যুক্তরাষ্ট্র) কোয়ান্টাম ডটের আবিষ্কার ও সংশ্লেষণের জন্য ।
অর্থনীতিঃ ১. অধ্যাপক ক্লডিয়া গোলডিন(যুক্তরাষ্ট্র) শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে ।
পদার্থবিজ্ঞানঃ ১. পিয়ের আগোস্তিনি(যুক্তরাষ্ট্র) ২. ফেরেন্স ক্রাউজ(হাঙ্গেরি) ৩. অ্যান লিয়ের(ফ্রান্স) পদার্থের ইলেকট্রন ডাইনামিকস গবেষণায় আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরির পরীক্ষণ লব্ধ প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্য ।
শান্তিঃ ১. নার্গিস মোহাম্মদি(ইরান) নিপীড়িত নারীদের অধিকার আদায়ের সংগ্রাম এবং সকলের জন্য মানবাধিকার ও স্বাধীনতার প্রচারে অবদানের জন্য ।
সাহিত্যঃ ১. জন ফসে(নরওয়ে) উদ্ভাবনী নাটক এবং ভাষাহীনের মুখে ভাষা দেওয়া গদ্যের জন্য।
বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি কবি চণ্ডীদাস। রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে ‘দুঃখবাদী কবি’ বলেছেন। তাঁর বিখ্যাত পঙ্ক্তি- - ‘সই কেমনে ধরিব হিয়া / আমার বঁধূয়া আন বাড়ী যায় / আমার আঙিনা দিয়া।' - ‘সই কেবা শুনাইল শ্যাম নাম।' - 'শুনহ মানুষ ভাই / সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই।'
- ‘মম একহাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য’ নজরুলের বিদ্রোহী কবিতার চরণ।
- কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা 'বিদ্রোহী' ১৯২১ সালে 'সাপ্তাহিক বিজলী' পত্রিকায় (২২ ডিসেম্বর, ১৯২১ - জানুয়ারি, ১৯২২) প্রকাশিত হয়। - এ কবিতার জন্যই তাকে 'বিদ্রোহী কবি' বলা হয়। - এ কবিতাটির শতবর্ষ উদ্যাপিত হয় ২০২১ সালের ডিসেম্বরে। - কবিতাটি অসহযোগ আন্দোলনের (১৯২০-২২) প্রেক্ষাপটে লেখা।
- বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। - তাঁকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় ১৯৭২ সালে।
- যদি দুইটি সরলরেখা সমান্তরাল হয়, তাহলে তারা কোনো বিন্দুতে ছেদ করবে না। - দুইটি সরলরেখা আড়াআড়িভাবে কেবল ১টি বিন্দুতে ছেদ করতে পারে। - যদি দুইটি সরলরেখা পরস্পরের উপর আপতিত হয়, তাহলে তারা অসংখ্য বিন্দুতে মিলিত হয়। - যখন একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা আপতিত হয়, তখন সরলরেখা দুটি কার্যত এক হয়ে যায়। এ ধরনের অবস্থায় অসংখ্য সমাধান পাওয়া যায়।
Article "An" সাধারণত - সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর যদি Vowel (a,e,i,o,u) এর মত উচ্চারিত হয় (an egg, an apple) - কোন Word- এর শুরুতে Consonant 'h' থাকলে এবং উচ্চারণ যদি 'হ'/h এর মত না হয় (an hour, an honest) - o দিয়ে গঠিত সমস্ত শব্দের আগে an বসে (an opera, an open field) (শুধুমাত্র One যুক্ত শব্দে a বসে - a one taka note) - সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর Vowel এর মতো উচ্চারিত হলে বসে (an M.A, an F.R.C.S)
তাই এখানে শূণ্যস্থানে an বসবে। অর্থাৎ, - He is an MBBS.
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। - যেমন - লাফ > ফাল; ইংরেজি বাক্স> বাংলা বাস্ক ; জাপানি রিক্সা> বাংলা রিস্কা; পিশাচ> পিচাশ।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।