সরকারি কর্মকমিশন (পিএসসি) স্টাফ অফিসার - ২৬.১০.২০২৩ (100 টি প্রশ্ন )
- কমনওয়েলথ গেমস একটি আন্তর্জাতিক বহু-ক্রীড়া প্রতিযোগিতা যা কমনওয়েলথভূক্ত দেশসমূহের জন্য।
- প্রতি চার বছর অন্তর এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
- কমনওয়েলথ গেমস প্রথম ১৯৩০ সালে অনুষ্ঠিত হয়েছিল।
- এরপর থেকে প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে, শুধুমাত্র ১৯৪২ এবং ১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অনুষ্ঠিত হয়নি।
- ২০২২ সালের কমনওয়েলথ গেমস বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে।
- পরবর্তী কমনওয়েলথ গেমস ২০২৬ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হবে।
ধরি,
সংখ্যাটি ক
∴ (৬ + ৮ + ১০)/৩ = (৭ + ৯ + ক)/৩
বা, ৬ + ৮ + ১০ = ৭ + ৯ + ক
বা, ক + ১৬ = ২৪
  ∴ ক = ৮
- রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যধর্মী উপন্যাস 'শেষের কবিতা' ।
- এটি ১৯২৮ সালে 'প্রবাসী' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ।
- উপন্যাসের প্রধান চরিত্র অমিত রায় ব্যারিস্টারি পড়তে বিলেতে যায় । তার ছেলে বন্ধুর চেয়ে মেয়ে বন্ধু বেশি । এদের মধ্যে কেতকীর সাথে অমিতের প্রেম হয় এবং অমিতের দেয়া আংটিও পরে। ব্যারিস্টার হয়ে দেশে ফিরে অমিত শিলংয়ে বেড়াতে গেলে উপন্যাসের মূল নায়িকা লাবণ্যের সাথে পরিচয় থেকে প্রেম হয় । কিন্তু লাবণ্য বুঝতে পারে অমিত রোমান্টিক জগতের স্বপ্নাতুর ব্যক্তি । তবুও তাদের বিয়ে ঠিক হলে উপস্থিত হয় কেতকী । ভেঙ্গে যায় বিয়ে ।কেতকীর সাথে অমিতের বিয়ে উপন্যাসকে ভিন্নতর রূপ দান করেছে। লাবণ্য বিয়ে করে শোভনলালকে। 
- যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে।
- একাধিক পদের মিলন বুঝাতে দ্বন্দ্ব সমাস হলে তাকে মিলনার্থক দ্বন্দ্ব বলে।
- যেমন: মা ও বাপ = মা-বাপ; জ্বিন ও পরি= জ্বিন-পরি; ছেলে ও মেয়ে = ছেলে-মেয়ে। 
শুদ্ধ বানান- Encyclopedia এর অর্থঃ বিশ্বকোষ; জ্ঞানকোষ; তথ্যকোষ।
sinθ = 3/5
∴cosθ = √(1 - sin2θ)
         = √( 1 - 9/25)
         = √(16/25)
         = 4/5

∴ tanθ = sinθ/cosθ
          = (3/5)/(4/5)
          = (3/5) × (5/4)
          = 3/4
০.০০০০০১ × (২/৫)
= ০.০০০০০০৪
- W.B. Yeats একজন বিখ্যাত আইরিশ কবি এবং নাট্যকার ছিলেন, কিন্তু তিনি একজন ঔপন্যাসিক (novelist) ছিলেন না।
- বাকি সবাই—Charles Dickens, Thomas Hardy, এবং Virginia Woolf—প্রখ্যাত ঔপন্যাসিক ছিলেন।
 
- William Butler Yeats ছিলেন আয়ারল্যান্ডের জাতীয় কবি। 
- তিনি প্রথম আইরিশ হিসেবে ১৯২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার  লাভ করেন। 
- তিনি Symbolism এবং Mysticism এর জন্য বিখ্যাত ছিলেন। 
- তাঁর উল্লেখযোগ্য কবিতা হল -The Second Coming, Easter, The Lake Isle of Innisfree,The Wild Swans at Coole .
১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল,
= {১০০ × (১০০ + ১)}/২
= (১০১ × ১০০)/২
= ১০১ × ৫০
= ৫০৫০

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
A পারার সম্ভাবনা ০.৪
A না পারার সম্ভাবনা ১ - ০.৪ = ০.৬

B পারার সম্ভাবনা ০.৫
B না পারার সম্ভাবনা ১ - ০.৫ = ০.৫

A এবং B উভয়েই না পারার সম্ভাবনা = ০.৬ × ০.৫ = ০.৩

A ও B এর পারার সম্ভাবনা = ১ - ০.৩ = ০.৭
- পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে, তাকে যৌগিক বাক্য বলে।
- যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, আর, বা, কিন্তু, অথবা, অথচ, বরং, সেজন্য, ফলে, তথাপি প্রভৃতি অব্যয়যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে।
- যেমন: তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি (যৌগিক বাক্য)। তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি (সরল বাক্য)।
- বাংলাদেশের একমাত্র কৃত্রিম হৃদটি অবস্থিত কাপ্তাই উপজেলা, রাঙ্গামাটি জেলায়। এটি কাপ্তাই হ্রদ নামে পরিচিত।

কাপ্তাই হ্রদ সম্পর্কে কিছু তথ্য:
নির্মাণ: ১৯৫৬ সালে কর্ণফুলি নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে এই হ্রদের সৃষ্টি হয়।
আয়তন: ৫৪,০০০ একর
গভীরতা: ১০০ ফুট
ব্যবহার: জলবিদ্যুৎ উৎপাদন, মৎস্য চাষ, পর্যটন
- কাপ্তাই হ্রদ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র।
- হ্রদের চারপাশে পাহাড়, বন, এবং জলপ্রপাতের মনোরম দৃশ্য দেখা যায়।
- হ্রদে নৌকা ভ্রমণ, ট্রেকিং, এবং ক্যাম্পিং জনপ্রিয় পর্যটন কার্যকলাপ।
formula - singular
formulas - Plural

alms, ashes, thanks - Plural
- পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরালিওন ১৯৯১-২০০২ সাল পর্যন্ত গৃহযুদ্ধে বিধ্বস্ত হয়।
- এ সময় দেশটিতে শান্তি ফেরাতে বিপুল পরিমাণ শান্তিরক্ষী নিয়োগ করে জাতিসংঘ।
- তাদের একটি বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশি সেনাবাহিনীর সদস্যরা।
- দেশটির বিদ্রোহীদের পরাজিত করে শান্তি ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ব্যাপক ভূমিকা রাখে।
- বাংলাদেশি সেনা সদস্যদের ভূমিকাকে চিরস্মরণীয় রাখতে কৃতজ্ঞতাস্বরূপ প্রেসিডেন্ট আহমাদ তেজান কাব্বাহ ২০০২ সালে বাংলা ভাষাকে দেশটির অন্যতম সরকারি ভাষার মর্যাদা দেন।
Passive to Active Voice রূপান্তর:
- Passive voice এ object (door) subject হিসেবে থাকে, active voice এ এটি object হবে।
- Passive voice এ hidden subject থাকে, active voice এ এটি প্রকাশ করতে হয়। এখানে "You" ব্যবহার করা হয়েছে।
- Modal verb "should" থাকবে।
- Main verb "kept" কে infinitive form "keep" এ পরিবর্তন করতে হবে।

- তাই সঠিক active voice হবে: "You should keep the door shut."
- বাক্যটি past indefinite tense এ আছে।
- এটিকে interrogative করার নিয়ম হচ্ছে Did+sub+verb এর present form+extension?
বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা ব্যতিক্রম ধর্মী /গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
সচেষ্ট - নিশ্চেষ্ট
প্রসারণ - আকুঞ্চন
মনীষা - নির্বোধ
অলীক - সত্য
অতিকায় - ক্ষুদ্রকায়
উগ্র - সৌম্য
ঈদৃশ - তাদৃশ
আবির্ভাব - তিরোভাব
বিরক্ত - অনুরক্ত
আগমন - প্রস্থান
নিরত - বিরত
আশু - বিলম্ব
অনিষ্ট - ইষ্ট
মৌন - মুখরতা
মৌনী - মুখর । 
- ৭ ফেব্রুয়ারি, ১৯৯২ সালে নেদারল্যান্ডের ম্যাসট্রিচট শহরে ঐতিহাসিক ‘ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ‘ইউরোপিয়ান ইউনিয়ন' প্রতিষ্ঠিত হয়।
- ১ নভেম্বর, ১৯৯৩ সালে চুক্তিটি কার্যকর হয়।
- সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা ২৭। সাইপ্রাস, ইস্টোনিয়া ও মাল্টা ইউরোপীয় ইউনিয়নের সদস্য।
- ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত।
আদমশুমারি থেকে জনশুমারি:
- ২০১৩ সালে প্রণীত পরিসংখ্যান আইনের অধীনে পূর্বে পরিচিত 'আদমশুমারি'কে 'জনশুমারি' হিসেবে অভিহিত করা হয়।
- জনশুমারি ও গৃহগণনা ২০২২, এই শুমারি '৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা' ছিল, যা ২০২২ সালের জুন মাসে অনুষ্ঠিত হয়।
- বাংলাদেশে প্রথম আদমশুমারি পরিচালিত হয় ১৯৭৪ সালে।

২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা:

- ২০২২ সালে অনুষ্ঠিত হওয়া এই শুমারি ছিল দেশের প্রথম ডিজিটাল জনশুমারি।
- শুমারি অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ছিল ১৬,৯৮,২৮,৯১১ জন।
- দেশে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১.২২%।
- প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ছিল ১,১১৯ জন।
- দেশের স্বাক্ষরতার হার ছিল ৭৪.৬৬%।




ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
শুদ্ধ বানান- বুদ্ধিজীবী। 

আরও কিছু শুদ্ধ বানানঃ
- চেষ্টা
- ছন্দ
- জ্ঞান
- ঝুঁকি
- তত্ত্বাবধান
- দক্ষতা
- ধারণা
- নীতি
- পরিশ্রম
- পরিবর্তন
- প্রয়োজন।
♦ নোবেল পুরস্কার ২০২৩__
• মোট বিজয়ী : ১১ জন, পুরুষ ৭ ও নারী ৪।
• পুরস্কার- প্রত্যেক বিভাগের নোবেলজয়ী প্রত্যেকে পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা।

চিকিৎসা বিজ্ঞানঃ
১. ক্যাতালিন ক্যারিকো(হাঙ্গেরি)
২. ডু ওয়াইজম্যান(যুক্তরাষ্ট্র)
করোনা ভাইরাসরোধী কার্যকর mRNA ভ্যাকসিন গবেষণার জন্য।

রসায়নঃ
১. অ্যালেক্সি ইয়াকিমভ(সাবেক সোভিয়েত ইউনিয়ন)
২. মুঙ্গি বাওয়েন্ডি(ফ্রান্স)
৩. লুই ব্রুস(যুক্তরাষ্ট্র)
কোয়ান্টাম ডটের আবিষ্কার ও সংশ্লেষণের জন্য ।

অর্থনীতিঃ
১. অধ্যাপক ক্লডিয়া গোলডিন(যুক্তরাষ্ট্র)
শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে ।

পদার্থবিজ্ঞানঃ
১. পিয়ের আগোস্তিনি(যুক্তরাষ্ট্র)
২. ফেরেন্স ক্রাউজ(হাঙ্গেরি)
৩. অ্যান লিয়ের(ফ্রান্স)
পদার্থের ইলেকট্রন ডাইনামিকস গবেষণায় আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরির পরীক্ষণ লব্ধ প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্য ।

শান্তিঃ
১. নার্গিস মোহাম্মদি(ইরান)
নিপীড়িত নারীদের অধিকার আদায়ের সংগ্রাম এবং সকলের জন্য মানবাধিকার ও স্বাধীনতার প্রচারে অবদানের জন্য ।

সাহিত্যঃ
১. জন ফসে(নরওয়ে)
উদ্ভাবনী নাটক এবং ভাষাহীনের মুখে ভাষা দেওয়া গদ্যের জন্য।
দশক স্থানীয় অংক = x
 একক স্থানীয় অংক = y

সংখ্যাটি = 10x + y
অংক দুটি পরস্পর স্থান বিনিময় করলে সংখ্যাটি = 10y + x
এখন, 
  10y + x = 10x + y - 18
বা, 10y + x - 10x - y = - 18
বা, 9y - 9x = - 18
বা, - 9(x - y) = - 18
বা, x - y = 2 ......................(1)

আবার
x + y = 4..................(2)


(1) + (2) ⇒
x - y + x + y = 2 + 4
বা, 2x = 6
বা, x = 3

(2)⇒
x + y = 4
বা, 3 + y = 4
বা, y = 4 - 3
বা, y = 1

সংখ্যা দুইটি = 31 ও 13
১৯৪৯ সালের ১২ আগস্ট সুইজারল্যান্ডের জেনেভায় 'জেনেভা কনভেনশন' স্বাক্ষর হয়। 
- এর আওতায় স্বাক্ষরিত চুক্তির সংখ্যা - ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল, 
- এই চুক্তিকে “চারটি রেডক্রস কনভেনশন” বলা হয়।
কনভেনশন গুলো হলঃ 
- প্রথম কনভেনশন : ১৮৬৪ সালে।
- দ্বিতীয় কনভেনশন : ১৯০৬ সালে।
- তৃতীয় কনভেনশন : ১৯২৯ সালে।
- চতুর্থ কনভেনশন : ১৯৪৯ সালে।

বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি কবি চণ্ডীদাস। রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে ‘দুঃখবাদী কবি’ বলেছেন।
তাঁর বিখ্যাত পঙ্ক্তি-
- ‘সই কেমনে ধরিব হিয়া / আমার বঁধূয়া আন বাড়ী যায় / আমার আঙিনা দিয়া।'
- ‘সই কেবা শুনাইল শ্যাম নাম।'
- 'শুনহ মানুষ ভাই / সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই।'
- ‘মম একহাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য’ নজরুলের বিদ্রোহী কবিতার চরণ। 

- কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা 'বিদ্রোহী' ১৯২১ সালে 'সাপ্তাহিক বিজলী' পত্রিকায় (২২ ডিসেম্বর, ১৯২১ - জানুয়ারি, ১৯২২) প্রকাশিত হয়।
- এ কবিতার জন্যই তাকে 'বিদ্রোহী কবি' বলা হয়।
- এ কবিতাটির শতবর্ষ উদ্যাপিত হয় ২০২১ সালের ডিসেম্বরে।
- কবিতাটি অসহযোগ আন্দোলনের (১৯২০-২২) প্রেক্ষাপটে লেখা।

- বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় ১৯৭২ সালে।

কাজী নজরুল ইসলামের কবিতা সমূহ:
- প্রলয়োল্লাস,
- বিদ্রোহী,
- রক্তাম্বর-ধারিণী মা,
- মানুষ,
- খেয়াপারের তরণী,
- কুলি-মজুম,
- আগমণী,
- ধূমকেতু , 
- কাউকে/ কোনো কিছুকে পরাভূত করা বা জয় করা অর্থে- Triumphed এর পরে preposition হিসেবে over বসে। 
- I triumphed over Troubles - আমি সমস্যা জয় করেছি। 
  ক এর ৭৫% = ৯০
⇒ ক এর ৭৫/১০০ = ৯০
⇒ ক এর ৩/৪ = ৯০
⇒ ৩ক/৪ = ৯০
⇒ ৩ক = ৯০ × ৪
⇒ ক = (৯০ × ৪)/৩
  ∴ ক = ১২০
- যদি দুইটি সরলরেখা সমান্তরাল হয়, তাহলে তারা কোনো বিন্দুতে ছেদ করবে না।
- দুইটি সরলরেখা আড়াআড়িভাবে কেবল ১টি বিন্দুতে ছেদ করতে পারে।
- যদি দুইটি সরলরেখা পরস্পরের উপর আপতিত হয়, তাহলে তারা অসংখ্য বিন্দুতে মিলিত হয়।
- যখন একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা আপতিত হয়, তখন সরলরেখা দুটি কার্যত এক হয়ে যায়। এ ধরনের অবস্থায় অসংখ্য সমাধান পাওয়া যায়।
Article "An" সাধারণত
- সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর যদি Vowel (a,e,i,o,u) এর মত উচ্চারিত হয় (an egg, an apple)
- কোন Word- এর শুরুতে Consonant 'h' থাকলে এবং উচ্চারণ যদি 'হ'/h এর মত না হয় (an hour, an honest)
- o দিয়ে গঠিত সমস্ত শব্দের আগে ‍an বসে (an opera, an open field)
(শুধুমাত্র One যুক্ত শব্দে ‍a বসে - a one taka note)
- সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর Vowel এর মতো উচ্চারিত হলে বসে (an M.A, an F.R.C.S)

তাই এখানে শূণ্যস্থানে an বসবে। অর্থাৎ,
- He is an MBBS.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে।
- যেমন - লাফ > ফাল; ইংরেজি বাক্স> বাংলা বাস্ক ; জাপানি রিক্সা> বাংলা রিস্কা; পিশাচ> পিচাশ।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0