সিভিল সার্জনের কার্যালয়, কুমিল্লা (স্বাস্থ্য সহকারী) - ০১.০৩.২০২৪ (80 টি প্রশ্ন )
মনেকরি, 
সমকোণী ত্রিভুজটির একটি বৃহত্তম কোণ = x 
সমকোণী ত্রিভুজটির অপর একটি বৃহত্তম কোণ = x + 6° 

প্রশ্নমতে, 
x + x + 6° + 90° = 180°
⇒ 2x + 96° = 180°
⇒ 2x = 180° - 96°
⇒ x = 84°/2
∴ x = 42°

∴ ক্ষুদ্রতম কোণ 42°
- ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫ট।
- সংখ্যা গুলো হলোঃ (২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭)। 

- ৯০ ও ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা ১টি। 
২/৩ = ০.৬৬
৩১/৫০ = ০.৬২ 
৫/৯ = ০.৫৫ 
৮/১১ = ০.৭২
১৭/২৭ = ০.৬২ 
আসল P = ৫ক  টাকা,
সুদ I = ৫ক এর ১/৫ = ক টাকা
সময় n = ১ বছর,
মুনাফার হার r = ?

আমরা জানি, 
I = Pnr
বা, r = I/Pn
বা, r = {ক/(৫ক × ১)} × ১০০%
বা, r = ২০%

১ম রাশি = a + b

২য় রাশি = a2 + b2
           = (a + b) (a - b)

৩য় রাশি = a3 - b3
           = (a + b) ( a2 - ab + b2)

অতএব নির্ণেয় গ.সা.গু = a + b 




ত্রিভুজ দুইটির কোণ তিনটি সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুইটি সর্বসম নয়।


ধরি,
বেঞ্চ সংখ্যা ক টি

একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩ টি বেঞ্চ খালি থাকে।
ছাত্রসংখ্যা (ক - ৩) × ৪ জন

প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসালে ৬ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়।
ছাত্রসংখ্যা = ৩ক + ৬ জন

(ক - ৩) × ৪ = ৩ক + ৬
⇒ ৪ক - ১২ = ৩ক + ৬
∴ ক = ১৮

ছাত্রসংখ্যা = (ক - ৩) × ৪ জন
             = (১৮ - ৩) × ৪ জন
             = ১৫ × ৪ জন
             = ৬০ জন
১৪)৫৩(৩
     ৪২
     ১১

∴ ৫৩/১৪ এর মিশ্র ভগ্নাংশ = ৩(১১/১৪)  
ত্রিভুজের একটি কোণ ৭৫° হলে, 
অপর দুইটি কোণের সমষ্টি = ১৮০° - ৭৫° = ১০৫°
দেওয়া আছে,
কোণ দুইটির অনুপাত = ২ : ৩

ধরি, কোণদ্বয় ২x ও ৩x

প্রশ্নমতে,
২x + ৩x = ১০৫°
⇒ ৫x = ১০৫°
⇒ x = ২১°
 
অপর কোণদ্বয় = ২ Χ ২১° ও ৩ Χ ২১°
                   = ৪২° ও ৬৩°

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
৬ টি সংখ্যার সমষ্টি = ৮.৫ × ৬ = ৫১
এবং ১ টি বাদে বাকি ৫ টি সংখ্যার সমষ্টি = ৭.২ × ৫ = ৩৬
বাদ দেয়া সংখ্যাটি = ৫১ - ৩৬ = ১৫
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি 
১ মিটার = ১০০ সেন্টিমিটার
১ মিটার = ১০০০ মিলিমিটার
১ কিলোমিটার = ১০০০ মিটার
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার।
(1 - x2) / (1 - x)
= [(1 + x) (1 - x)] / (1 - x)
= (1 + x)
০.১ × ০.০১ × ০.০০১ 
= ০.০০০০০১
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
১০ বছর পূর্বে পুত্রের বয়স x বছর এবং পিতার বয়স 8x বছর হলে-
তাদের বর্তমান বয়স যথাক্রমে (x+১০) বছর
                             এবং (8x + ১০) বছর

শর্তমতে,
(8x+১০+১০)/(x+১০+১০) = ২/১
বা, ২x + ৪০ = 8x + ২০ 
বা, ২x = ২০
বা, x = ২০/২
∴ x = ১০

পুত্রের বর্তমান বয়স (১০ + ১০) = ২০ বছর
পিতার বর্তমান বয়স (৪ × ১০ + ১০) = ৫০ বছর। 
- ২০২৫ সাল থেকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে (EPI) শিশুদের জন্য যুক্ত হবে টাইফয়েড ও মশাবাহিত রোগের নতুন দুই টিকা।
- টাইফয়েডের জন্য যুক্ত হবে ‘কনজুগেটিভ ভ্যাকসিন’ ও মশাবাহিত রোগের জন্য ‘জাপানিজ এনকেফাইলাইটিস ভ্যাকসিন’।
- বর্তমানে EPI’র আওতায় শিশু, কিশোরী ও নারীদের ১১টি মারাত্মক সংক্রামক রোগের বিরুদ্ধে টিকাদান কার্যক্রম চালু রয়েছে।

♦ বাংলাদেশে ১১টি রোগের টিকা কর্মসূচি- 
 রোগের নাম ও  টিকা চালু
• যক্ষ্মা, পোলিও, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার ও হাম → ১৯৭৯ সাল
• হেপাটাইটিস-বি → ২০০৩ সাল
• হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বি → ২০০৯ সাল
• হাম ও রুবেলা → ২০১২ সাল
• নিউমোনিয়া → ২০১৫ সাল
• জরায়ুমুখ ক্যান্সার → ২০২৩ সাল।


♦ 
উল্লেখযোগ্য টিকার আবিষ্কারক
♦ নাম ও আবিষ্কারক
• গুটি বসন্ত ------------ এডওয়ার্ড জেনার
• জলাতঙ্ক ও অ্যানথ্রাক্স -- লুই পাস্তুর
• পোলিও ------------- - জোনাস এডওয়ার্ড সাল্ক
• খাওয়ার পোলিও -------  আলবার্ট সাবিন
• যক্ষ্মা ----------------- আলবার্ট ক্যালমিটি ও ক্যামিলি গিওরিন
• হেপাটাইটিস বি -------- বারুচ স্যামুয়েল ব্লুমবার্গ
• রুবেলা, মাম্পস -------- মরিস হিলেম্যান।



- এডিস (Ades) নামক এক জাতীয় মশা দ্বারা ডেঙ্গু রোগ ছড়ায়।
- এডিস মশা দেখতে নীলাভ কালো, দেহে সাদা ডোরাকাটা দাগ রয়েছে।
- এডিস ইজিপটাই ও এডিস এলবোপিকটাস এ দুই প্রজাতির স্ত্রী মশা আমাদের দেশে ডেঙ্গু ছড়ায়।
- অন্যদিকে, কিউলেক্স জাতীয় স্ত্রী মশার কামড়ে গোদ রোগ হয়।
- আর স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়।
- ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে রক্তের অণুচক্রিকা (প্লেটলেট) পরিবর্তন হয় সবচেয়ে বেশি । 
- 'রাশিয়ার গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট' করোনাভাইরাসের প্রথম টিকা আবিষ্কার করেন।
- রাশিয়া সবার আগে মানব শরীরে করোনা ভ্যাক্সিনের সফল প্রয়োগ করে।
- রাশিয়ার তৈরি করোনা ভ্যাক্সিনটির নাম 'স্পুটনিক-৫।
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র   -  পরিচালক
• ওরা ১১  - জন চাষী নজরুল ইসলাম
• একাত্তরের যীশু -নাসিরউদ্দিন ইউসুফ
• আমার বন্ধু রাশেদ- মোরশেদুল ইসলাম
• অনিল বাগচীর একদিন-  মোরশেদুল ইসলাম
• গেরিলা-   নাসিরউদ্দিন ইউসুফ
আগুনের পরশমণি -  হুমায়ূন আহমেদ
• শ্যামল ছায়া -  হুমায়ূন আহমেদ
• আবার তোরা মানুষ হ - খান আতাউর রহমান
• Stop Genocide, A State is Born (প্রামাণ্য চিত্র)- জহির রায়হান
• ১৯৭১ (প্রামাণ্য চিত্র)-  তানভীর মোকাম্মেল
• রিফিউজি ৭১(প্রামাণ্য চিত্র) -  বিনয় রায়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
অর্থনৈতিক সমীক্ষা - ২০২৪
• মোট জনসংখ্যা : ১৭১.০০ মিলিয়ন বা ১৭ কোটি (শুমারি- ২০২৩ অনুসারে) ।
• জনসংখ্যা বৃদ্ধির হার (২০২৩) : ১.৩৩% ।
• জনসংখ্যার ঘনত্ব (প্রতিবর্গ কিলোমিটার) : ১,১৭১ জন।

• গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ- ৭০.৮ ও নারী- ৭৩.৮) ।

• সাক্ষরতার হার (৭+বয়স) : ৭৭.৯% (পুরুষ- ৮০.১ % ও নারী- ৭৫.৮%) ।
• মোট জাতীয় আয় : ৩,০৬,১১৪৪ কোটি টাকা ।
• মাথাপিছু আয় : ২,৭৮৪ মার্কিন ডলার ।
• অর্থনীতির মোট খাত: ১৯টি (২০১৫-১৬ ভিত্তিবছর)
• পণ্যভিত্তিক আমদানি ব্যয়: ৪৪,১০৮.০ মিলিয়ন মার্কিন ডলার (জুলাই - ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত)
• পণ্যভিত্তিক রপ্তানি আয়: ৩৮,৪৫২ মিলিয়ন মার্কিন ডলার (জুলাই - ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত)
• মোট রপ্তানি আয় ও ব্যয় : (৩৮.৪৫ ও ৪৪.১১) বিলিয়ন মার্কিন ডলার ।
• মোট প্রবাসী/রেমিট্যান্স আয় : ১৫.০৮ বিলিয়ন মার্কিন ডলার (ফেব্রুয়ারি, ২০২৪)
• বৈদেশি মুদ্রা মজুদ : ৩,৫২,৮৫৮.৩ কোটি টাকা।
• মোট কর্মক্ষম জনশক্তি/শ্রমশক্তি (১৫বছর+) : ৭.৩৫ কোটি (পুরুষ - 8.৮০ ও নারী - ২.৫৫ কোটি) [ শ্রমশক্তি ও কর্মসংস্থান সার্ভে, ২০২৩)
• শিশু মৃত্যুর হার (প্রতি হাজারে) : ২৭ জন (১ বছরের কম) [৫ বছরের কম প্রতি হাজারে ৩৩ জন]
• চালু কমিউনিটি ক্লিনিক : ১৪,২৭৫টি ।
• বিনিয়োগের হার : ৩০.৯৮% [সরকারি - ৭.৪৭%, বেসরকারি - ২৩.৫১%]
• আবিষ্কৃত গ্যাসক্ষেত্র : ২৯টি । [উৎপাদনরত - ২০টি , স্থগিত - ০৫টি ও উৎপাদনে যায়নি - ০৪টি]
• মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা : ৪,৭৮,০০০ কোটি টাকা (GDP'এর ৯.৫১%)
• মোট সরকারি ব্যয় : ৭,১৪,৪১৮ কোটি টাকা ।
• মাথাপিছু জিডিপি : ২,৬৭৫ মার্কিন ডলার বা ২,৯৪,১৯১ টাকা ।
• দারিদ্র্যের হার : ১৮.৭% [খানা আয়-ব্যয় জরিপ,২০২২ অনুসারে]
• চরম দারিদ্র্যের হার : ৫.৬%
• জিডিপিতে প্রবৃদ্ধির হার : ৫.৮২% (জিডিপির ১৪.২১%) ।
• জিডিপিতে কৃষি খাতের অবদান : ১১.০২% [নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৫.০০%]
• জিডিপিতে শিল্প খাতের অবদান : ৩৭.৯৫% [নিয়োজিত জনশক্তির পরিমাণ -১৭.০০% ]
• জিডিপিতে সেবা খাতের অবদান : ৫১.০৪% [নিয়োজিত জনশক্তির পরিমাণ -৩৮.০০% ]
• মোট ব্যাংক(তফসিলি) : ৬২টি। 
• ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান : ৩৫ টি
• জাতীয় মহাসড়কের দৈর্ঘ্য : ৩,৯৯১ কি.মি.
- মোনাকো ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র।
- এর রাজধানী মোনাকো সিটি।
- এটি আয়তনে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ এবং পৃথিবীর সর্বোচ্চ জন ঘনত্বপূর্ণ দেশ।

World Population Prospects- 2024 অনুসারেঃ 
প্রকাশঃ জুলাই 2024,
প্রকাশকঃ জাতিসংঘের জনসংখ্যা বিভাগ
শিরোনামঃ Revision of World Population Prospects 2024
 

প্রতিবেদন অনুযায়ীঃ
• জনসংখ্যার ঘনত্বে- 
- শীর্ষ দেশঃ মোনাকো ( প্রতিবর্গ কি.মি. ২৫,৯২৭ জন)।
- সর্বনিম্ন দেশঃ মঙ্গোলিয়া ( প্রতিবর্গ কি.মি. ২ জন)।

• জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশঃ ৬ষ্ঠ। 

• গড় আয়ুতে
- শীর্ষ দেশঃ মোনাকো ( ৮৬.৫০ বছর)।
- সর্বনিম্ন দেশঃ নাইজেরিয়া ( ৫৪.৬৩ বছর)।

• জনসংখ্যার শীর্ষ দেশঃ ভারত । 
• দ্বিতীয়ঃ চীন,
• অষ্টমঃ বাংলাদেশ।

- ২০২৬ সালে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের ২৩তম আসর অনুষ্ঠিত হবে।
- টুর্নামেন্টটি ১১ জুন থেকে ১৯ জুলাই, ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
- এটি উত্তর আমেরিকার তিনটি দেশের ১৬টি শহর যৌথভাবে আয়োজন করবে: কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র
- এই টুর্নামেন্টটি তিনটি দেশ দ্বারা আয়োজিত প্রথম এবং ১৯৯৪ সালের পর প্রথম উত্তর আমেরিকার বিশ্বকাপ হবে।
- আর্জেন্টিনা বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।
- ২৬ জুলাই থেকে ১১ আগস্ট, ২০২৪ সালে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়, যা প্যারিস অলিম্পিক, ২০২৪ নামে পরিচিত।
- এতে ২০৬টি দেশ থেকে অ্যাথলিটরা ৩২টি খেলায় ৩২৯টি পদকের জন্য প্রতিযোগিতা করে।
- এ আসরে সবচেয়ে বেশি পদক লাভ করে যুক্তরাষ্ট্র (১২৬টি) এবং পদকে ২য় স্থানে রয়েছে চীন (৯১টি)।
- চীন ও যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি স্বর্ণপদক পায়।
- দুটি দেশ ৪১টি করে স্বর্ণপদক পায়।
- আর ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের থিমস ছিল সবার জন্য উন্মুক্ত গেমস।
• গুরুত্বপূর্ণ কিছু দিবসঃ
- আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস : ৩ ডিসেম্বর
- বিশ্ব স্বাস্থ্য দিবস : ৭ এপ্রিল
- অটিজম সচেতনতা দিবস : ২ এপ্রিল
- আন্তর্জাতিক শ্রমিক দিবস : ১ মে
- বিশ্ব ধাত্রী দিবস : ৫ মে
- রেড ক্রস / রেড ক্রিসেন্ট দিবস : ৮ মে
- বিশ্ব পরিবেশ দিবস : ৫ জুন
- বিশ্ব নারী দিবস : ৮ মার্চ
- জাতীয় পাট দিবস : ৬ মার্চ।
- জাতীয় গণহত্যা দিবস : ২৫ মার্চ
- বিশ্ব বর্ণবৈষম্য দিবস : ২১মার্চ
- আন্তর্জাতিক পানি দিবস : ২২ মার্চ
- আন্তজার্তিক আবহাওয়া দিবস : ২৩ মার্চ
- বিশ্ব ধরিত্রী দিবস : ২২ এপ্রিল
চা নিলাম কেন্দ্র:
- বাংলাদেশে বর্তমানে তিনটি চা নিলাম কেন্দ্র রয়েছে। 
১) চট্টগ্রাম:
- ১৬ জুলাই ১৯৪৯ চট্টগ্রামে দেশের প্রথম আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র স্থাপিত হয়।
- যা সমুদ্রপথে চা রপ্তানির সুবিধা নিশ্চিত করে।

২) শ্রীমঙ্গল (মৌলভীবাজার):
- ৮ ডিসেম্বর ২০১৭ শ্রীমঙ্গলে দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র উদ্বোধন করা হয়।
- প্রথম নিলাম অনুষ্ঠিত হয় ১৪ মে ২০১৮।

৩) পঞ্চগড়:
- ২ সেপ্টেম্বর ২০২৩ পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র চালু হয়, যা চা-চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সহায়ক।
• বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বা বঙ্গবন্ধু টানেল বা বঙ্গবন্ধু সুড়ঙ্গ বা কর্ণফুলী টানেল হল বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে অবস্থিত একটি সড়ক সুড়ঙ্গ।
• ২০২৩ সালের ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুড়ঙ্গ পথটির উদ্বোধন করেন।
• মূল টানেলের দৈর্ঘ্য – ৩.৩১৫ কিমি
• এপ্রোচ সড়কের দৈর্ঘ্য – ৫.৩৫ কিমি
• টানেলের ধরন – দুই লেনের ডুয়েল টানেল
• প্রবেশপথ – চট্টগ্রাম বিমানবন্দর ও সমুদ্রবন্দরের কাছে, কর্ণফুলী নদীর ভাটির দিকে নেভি কলেজের কাছে।
• বহির্গমন – আনোয়ারা প্রান্তে সার কারখানার কাছে।
- ২০১৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে পোলিওমুক্ত ঘোষণা করে।
- ৫ মে ২০২৩ সালে সংস্থাটি বাংলাদেশকে ফাইলেরিয়ামুক্ত ঘোষণা করে।
- ৩১ অক্টোবর, ২০২৩ বাংলাদেশ সংস্থাটি কর্তৃক কালাজ্বর নির্মূলে বিশ্বের প্রথম দেশ হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশ।
• গুরুত্বপূর্ণ কিছু দিবসঃ
- বিশ্ব শরণার্থী দিবস : ২০ জুন
- আন্তর্জাতিক ডিম দিবস : অক্টোবর মাসের ২য় শুক্রবার
- আন্তর্জাতিক অভিবাসী দিবস : ১৮ ডিসেম্বর
- আন্তর্জাতিক গণহত্যা দিবস : ৯ ডিসেম্বর
- জাতীয় সড়ক দুর্ঘটনা দিবস : ২২ অক্টোবর।
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস : ৯ ডিসেম্বর।
- বিশ্ব ধূমপান বর্জন দিবস : ৩১ মে
- বিশ্ব মাদক বিরোধী দিবস : ২৬ জুন
- বিশ্ব জনসংখ্যা দিবস : ১১ জুলাই
- ন্যাশনাল পাবলিক সার্ভিস ডে : ২৩ জুলাই
- বিশ্ব সাক্ষরতা দিবস : ৮ সেপ্টেম্বর
- আন্তজার্তিক গণতন্ত্র দিবস : ১৫ সেপ্ট
- আন্তর্জাতিক শান্তি দিবস : ২১ সেপ্টেম্বর
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস : ১৩ অক্টোবর
- আন্তর্জাতিক অহিংস দিবস : ২ অক্টোবর
- বিশ্ব শিক্ষক দিবস : ৫ অক্টোবর
- বিশ্ব প্রাণী দিবস : ৪ অক্টোবর

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
কয়েকটি জি আই পণ্যের নাম ও নিবন্ধিত তারিখঃ
১) জামদানি শাড়ি - ১ সেপ্টেম্বর ২০১৫
২) বাংলাদেশ ইলিশ - ১৩ নভেম্বর ২০১৬
৩) চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম - ২ ফেব্রুয়ারি ২০১৭
৪) বিজয়পুরের সাদা মাটি - ৬ ফেব্রুয়ারি ২০১৭
৫) দিনাজপুর কাটারীভোগ - ৬ ফেব্রুয়ারি ২০১৭
৬) বাংলাদেশ কালিজিরা - ৭ ফেব্রুয়ারি ২০১৭
৭) রংপুরের শতরঞ্জি - ১১ জুলাই ২০১৯
৮) রাজশাহী সিল্ক - ২৪ সেপ্টেম্বর ২০১৭
৯) ঢাকাই মসলিন - ২ জানুয়ারি ২০১৮
১০) রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলী আম - ৯ মার্চ ২০১৭ 
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0