আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার (IHO) বর্তমান সদস্য কত?
Solution
Correct Answer: Option D
- আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা (IHO) সমুদ্র, নদী ও জলাশয়ের শারীরিক বৈশিষ্ট্য পরিমাপ ও বর্ণনা করে নিরাপদ নেভিগেশন নিশ্চিত করার জন্য কাজ করে।
- প্রতি বছর ২১ জুন পালিত হয় বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস।
- মোট সদস্য দেশ: ১০২
- স্থগিত সদস্য: ২ (অর্থনৈতিক কারণে)
- কার্যালয়: মোনাকো প্রিন্সিপালিটি
- সদস্য দেশগুলো জাতীয় হাইড্রোগ্রাফিক অফিস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রতিনিধিত্ব করে।