প্রাচীনতম/প্রথম (71 টি প্রশ্ন )
- ভারতীয় প্রজাতন্ত্রের ইতিহাস সূচিত হয় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি।
- ১৯৪৭ সালের ১৫ অগস্ট ভারত ব্রিটিশ কমনওয়েলথের অন্তর্গত একটি স্বাধীন অধিরাজ্য রূপে আত্মপ্রকাশ করেছিল।
- ১৯৫০ সালে প্রজাতন্ত্র ঘোষিত হওয়ার পূর্বাবধি ষষ্ঠ জর্জ (অ্যালবার্ট ফ্রেডেরিক আর্থার জর্জ) ছিলেন এই দেশের রাজা।
- একই সঙ্গে ভারত বিভাগের ফলে ব্রিটিশ ভারতের উত্তর-পশ্চিম ও পূর্বাংশ নিয়ে পৃথক পাকিস্তান অধিরাজ্য স্থাপিত হয়।
- দেশভাগের ফলে ভারত ও পাকিস্তানের প্রায় ১ কোটি মানুষকে দেশান্তরী হতে হয় এবং প্রায় ১০ লক্ষ মানুষের মৃত্যু ঘটে। প্রথমে লর্ড লুই মাউন্টব্যাটেন ও পরে চক্রবর্তী রাজাগোপালাচারী ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হন।
- জওহরলাল নেহেরু হন দেশের প্রথম প্রধানমন্ত্রী এবং সর্দার বল্লভভাই প্যাটেল হন ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রাচীন এশিয়া মাইনরে (বর্তমানে তুরস্কের আনাতোলিয়া রাজ্য) ঐতিহাসিক ট্রয় নগরী অবস্থিত।
-এ নগরীর রাজা-রাণী প্রিয়াম ও হেকবার পুত্র প্যারিসই ছিলেন ঐতিহাসিক ট্রয় যুদ্ধের মূল হোতা। রাজপুত্র প্যারিস গ্রিসের স্পার্টা রাজ্যের রাজা মেনেলেস এর স্ত্রী হেলেন এর প্রেমে পড়ে যান। তারপর হেলেনকে নিয়ে ট্রয়ে পালিয়ে আসলে শুরু হয় স্পার্টা আর ট্রয় নগরীর মধ্যে যুদ্ধ। আর এ যুদ্ধেই ধ্বংস হয়ে যায় ট্রয় নগরী।

-১৮৭০ সালে জার্মান প্রত্নতত্ত্ববিদ হেইনরিখ শ্লিম্যান ট্রয় নগরীর ধ্বংসাবেষ আবিষ্কার করেন।
-ইউনেস্কো ১৯৯৮ সালে ট্রয় নগরীকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে।
- 'সেমেটিক' ভাষা হলো আফ্রো-এশিয়াটিক ভাষা পরিবারের একটি শাখা, যা প্রাচীন এবং আধুনিক অনেক ভাষার অন্তর্ভুক্ত।
- ফিনিশীয় সভ্যতার প্রধান ভাষা ছিল সেমেটিক ভাষার একটি শাখা।
- ফিনিশীয়রা তাদের বাণিজ্যিক কার্যক্রম এবং সাংস্কৃতিক প্রভাব বিস্তারের জন্য এই ভাষা ব্যবহার করত।
- ফিনিশীয় ভাষা থেকে উদ্ভূত বর্ণমালা পরবর্তীতে গ্রীক এবং ল্যাটিন বর্ণমালার ভিত্তি স্থাপন করে।
- মিশরীয় ভাষা (প্রাচীন মিশরীয়) সেমেটিক ভাষার সাথে সম্পর্কিত হলেও এটি সরাসরি সেমেটিক ভাষা নয়; এটি আফ্রো-এশিয়াটিক পরিবারের আরেকটি শাখা।
- গ্রীক ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্ভুক্ত, যা সেমেটিক নয়।
- পারস্য ভাষা (ফার্সি) ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্ভুক্ত এবং এটি সেমেটিক ভাষা নয়।
- ফিনিশীয় সভ্যতার পতন ঘটে খ্রিস্টপূর্ব ৩৩২ সালে, যখন মেসিডোনিয়ার বীর আলেকজান্ডার (Alexander the Great) টায়ার নগরী আক্রমণ করেন এবং সম্পূর্ণ ধ্বংস করে দেন।
- টায়ার ছিল ফিনিশীয় সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর ও শক্তিশালী নগর।
- আলেকজান্ডারের নেতৃত্বে গ্রিক বাহিনী দীর্ঘ অবরোধের পর টায়ার দখল করে।
- ফিনিশীয়রা তাদের নৌবাণিজ্য এবং উপনিবেশ স্থাপনের জন্য বিখ্যাত ছিল। তবে আলেকজান্ডারের আক্রমণের ফলে তাদের সামরিক ও বাণিজ্যিক শক্তি ধ্বংস হয়ে যায়।
- এর ফলে ফিনিশীয় সভ্যতা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় এবং গ্রিক সভ্যতার প্রভাব বিস্তার লাভ করে।
- সুযোগ ব্যয় হলো এমন একটি ব্যয়, যা তখন ঘটে যখন আমরা একটি নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করি এবং সেই সিদ্ধান্তের ফলে অন্য বিকল্পগুলো ত্যাগ করতে হয়।
- সহজভাবে বলা যায়, একটি বিকল্প বেছে নেওয়ার জন্য যে সর্বোত্তম বিকল্পটি ত্যাগ করতে হয়, সেটিই হলো সুযোগ ব্যয়।
- অর্থনীতিতে ‘সুযোগ ব্যয়’ (Opportunity Cost) ধারণাটি প্রবর্তন করেন বিখ্যাত অর্থনীতিবিদ লিওনেল রবিন্স (Lionel Robbins)।
- তিনি তার বিখ্যাত গ্রন্থ "An Essay on the Nature and Significance of Economic Science" (1932) এ এই ধারণাটি বিশদভাবে ব্যাখ্যা করেন।
- ভূমির খাজনা তত্ত্বের (Theory of Rent) প্রবক্তা হলেন প্রখ্যাত ক্লাসিক্যাল অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো।
- তিনি তার বিখ্যাত গ্রন্থ "The Principles of Political Economy and Taxation" (প্রকাশিত ১৮১৭ সালে) এ এই তত্ত্বটি উপস্থাপন করেন।
- রিকার্ডোর খাজনা তত্ত্ব জমির উর্বরতা এবং চাহিদার তুলনায় জমির সীমিত যোগানের উপর ভিত্তি করে গঠিত।
নোরা আল-মাতরুশি সংযুক্ত আরব আমিরাতের প্রথম নারী নভোচারী এবং প্রথম মুসলিম নারী হিসেবে মহাকাশ অভিযানের জন্য নির্বাচিত হয়েছেন। তিনি নাসার প্রশিক্ষণ প্রোগ্রাম সম্পন্ন করেছেন এবং আরব বিশ্বের মহাকাশ অভিযানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করেছেন। তার এই অর্জন মুসলিম নারীদের জন্য একটি অনুপ্রেরণার উৎস।

- দক্ষিণ কোরিয়া: 2006 সালের ডিসেম্বরে 'WiBro' (Worldwide Interoperability for Microwave Access) নামে 4G মোবাইল টেলিযোগাযোগ ব্যবস্থা চালু করে।
- সুইডেন: 2009 সালের ডিসেম্বরে TeliaSonera 'Telia 4G' নামে 4G LTE (Long-Term Evolution) ব্যবস্থা চালু করে।
- মার্কিন যুক্তরাষ্ট্র: 2010 সালের বছরের শেষের দিকে Verizon '4G LTE' নামে 4G LTE ব্যবস্থা চালু করে।
- বাংলাদেশে 4G নেটওয়ার্ক কবে চালু হয়- ১৯ ফেব্রুযারী, ২০১৮ সালে প্রথমবারের মত বাণিজ্যিক ভিত্তিতে চালু করে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন, রবি ও বাংলালিংক।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

অর্থনীতি বিষয়ক প্রতিষ্ঠান--
- অর্থনীতির জনক ও ক্লাসিক্যাল অর্থনীতির প্রবক্তা হলেন এডাম স্মিথ।
- আধুনিক অর্থনীতির জনক বলা হয় পল স্যামুয়েলসনকে।
- পুঁজিবাদী অর্থনীতির নিয়ন্ত্রক হলো মূল্য।
- বিশ্বের প্রথম ব্যাংকের নাম ব্যাংক অব শাস্ত্রী।
- বিশ্বের প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয় চীনে৷
- বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় ইংল্যান্ডে।
- বিশ্বের প্রথম সরকারি ব্যাংকের নাম ব্যাংক অব ভেনিস।
- ব্যাংক অব সুইডেন বিশ্বের প্রথম সনদপ্রাপ্ত ব্যাংক।
- হিন্দুস্থান ব্যাংক উপমহাদেশে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক। হাবিব ব্যাংক লিঃ উপমহাদেশে প্রথম মুসলিম ব্যাংক
অস্ট্রালোপিথেকাস অ্যাফারেনসিস হল প্রাচীনতম পরিচিত মানব পূর্বপুরুষ। এটি পূর্ব আফ্রিকায় 3.9 থেকে 2.9 মিলিয়ন বছর আগে বাস করত। এটি একটি ঢালু কপাল, বড় চোয়াল এবং ছোট ক্যানাইন দাঁত সহ একটি ছোট, দ্বিপদ প্রাণী ছিল।
- আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর প্রথম নারী মহাসচিব হলেন অ্যামি ই. পোপ (Amy E. Pope)।
- তিনি ২০২৩ সালে এই পদে নির্বাচিত হন এবং সংস্থার ইতিহাসে প্রথম নারী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
WMO:

- WMO বা বিশ্ব আবহাওয়া সংস্থা জাতিসংঘের বিশেষায়িত একটি সংস্থা।
- WMO এর পূর্ণরূপ The World Meteorological Organization (WMO)।
- সংস্থাটির প্রথম নারী মহাসচিব আর্জেন্টিনার সেলেস্তে সাওলো
- প্রতিষ্ঠা - ২৩মার্চ, ১৯৫০ সালে।
- সংস্থাটির সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বিশ্ব আবহাওয়া সংস্থার বর্তমান সদস্য সংখ্যা মোট ১৯৩টি।


- আর্যদের ধর্মগ্রন্থের নাম ছিল বেদ।
- বেদকে অপৌরুষেয় অর্থাৎ ঈশ্বরের বাণী বলা হয়।
- এটি প্রাচীন ভারতের সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ হিসেবে বিবেচিত।
- বেদ চার ভাগে বিভক্ত—ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। এই ধর্মগ্রন্থে প্রধানত প্রকৃতি, দেবতা, যজ্ঞ এবং আধ্যাত্মিক জ্ঞানের বর্ণনা আছে।
• ‘বিট কয়েন’ আবিষ্কার করেন—সাতোশি নাকামাতো।
• ১ নভেম্বর, ২০২২ পাইলট প্রকল্প হিসেবে ডিজিটাল মুদ্রা ই-রুপি চালু করে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (RBI)।
• বর্তমানে বিশ্বে সর্বোচ্চ মূল্যস্ফীতির দেশ–ভেনেজুয়েলা
• ‘কয়েনবেস—একটি ডিজিটাল মুদ্রা সিস্টেম।
• মির পেমেন্ট কার্ড—রাশিয়াভিত্তিক।
• মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ‘স্বর্ণমুদ্রা’ চালু করেছে–জিম্বাবুয়ে ।
• ব্রাজিল-আর্জেন্টিনার প্রস্তাবিত অভিন্ন মুদ্রার নাম—Sur
• প্রথম দেশ হিসেবে বিট কয়েনকে বৈধ মুদ্রা হিসেবে স্বীকৃতি দেয়–এল সালভাদর।
• সমুদ্র অর্থনীতি (Blue Economy) ধারণাটির প্রথম প্রবর্তক–গুন্টার পলি।
The Emirates Lunar Mission is the first mission to the Moon from the United Arab Emirates. The mission by Mohammed bin Rashid Space Centre (MBRSC) is sending a lunar rover named Rashid to the Moon aboard Espace's Hakuto-R Mission 1 lander. It was launched on 11 December 2022 on a Falcon 9 Block 5 rocket, and the rover will land in Atlas crater.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- আইএমএফ-এর এই ঋণ গ্রহণকারী বিশ্বের প্রথম দেশ হচ্ছে বার্বাডোস, এর পরের স্থানেই আছে কোস্টা রিকা ও রুয়ান্ডা।
যুক্তরাজ্যের লন্ডন শহরকে কেন্দ্রের সঙ্গে সংযুক্ত করার জন্য ১৮৩০ সালে বিশিষ্ট নাগরিক চার্লস পিয়ারসন লন্ডন সিটি করপোরেশনের কাছে একটি ভূগর্ভস্থ রেলপথের প্রস্তাব করেন। করপোরেশনের কর্তাব্যক্তিরা তার এই অদ্ভুত এবং অনেকটা ‘অবাস্তব’ প্রস্তাবে প্রথমে বেশ গড়িমসি দেখালেও, নাছোড়বান্দা পিয়ারসনের উপর্যুপরি চাপের কাছে নতি স্বীকার করে এমন প্রকল্পে অর্থায়নে সম্মতি দেন। ১৮৫৪ সালে মেট্রোপলিটন রেলওয়েকে এ ধরনের লাইন নির্মাণের অনুমতি দেওয়া হয়। ১৮৫৫ সালে নির্মাণের প্রস্তুতির জন্য লন্ডনের অনুরূপ ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের একটি ছোট শহর কিবলেসওয়ার্থে একটি ছোট টেস্ট টানেল তৈরি করা হয়। ১০ জানুয়ারি ১৮৬৩ বাষ্পচালিত লোকোমোটিভ ইঞ্জিনযুক্ত রেলের মাধ্যমে প্যাডিংটন এবং ফ্যারিংডনের মধ্যে চালু হয় লন্ডন আন্ডারগ্রাউন্ড ট্রেন। এর মাধ্যমে বিশ্বের প্রথম মেট্রোরেল ব্যবস্থার যাত্রা শুরু হয় । এটি ‘দ্য আন্ডারগ্রাউন্ড’ এবং ‘দ্য টিউব’ নামেও পরিচিত। ১৮৯০ সালে এ পথে প্রথম ইলেকট্রিক্যাল ট্রেন চলাচল শুরু করে। ৪০২ কিলোমিটার দীর্ঘ লন্ডন আন্ডারগ্রাউন্ড বর্তমানে ২৭টি স্টেশনের মাধ্যমে বছরে ১১৭ কোটি যাত্রী পরিবহন করছে। এশিয়ার প্রথম দেশ হিসেবে জাপান ১৯২৭ সালে মেট্রোরেল চালু করে। প্রতিবেশী দেশ ভারতে প্রথম মেট্রোরেলের সূচনা হয় ২৪ অক্টোবর ১৯৮৪ কলকাতা নগরীতে। বর্তমানে বিশ্বের ৬০টি দেশের ১৯২টি শহরে মেট্রোরেল ব্যবস্থা চালু রয়েছে ।

- বিশ্বের গভীরতম মেট্রোরেল স্টেশন ইউক্রেনের রাজধানী কিয়েভের ‘আর্সেনালনা’ । স্টেশনটি ভূগর্ভের ১০৫.৫ মিটার বা ৩৪৬ ফুট নিচে অবস্থিত।
- বিশ্বের দীর্ঘতম সাংহাই মেট্রো চীনে অবস্থিত ।
কাজী নজরুল ইসলাম বিমানবন্দর হল পশ্চিমবঙ্গের দুর্গাপুর শহরে অবস্থিত একটি বেসরকারি বিমানবন্দর। এই বিমানবন্দর দুর্গাপুর বিমানবন্দর নামেও পরিচিত।
দেশব্যাপী ধূমপানমুক্ত আইন প্রয়োগকারী প্রথম দেশ ছিল ভুটান, যেটি ২০০৪ সালে তামাক বিক্রি, চাষ এবং উৎপাদন নিষিদ্ধ করেছিল।
The Shanghai Cooperation Organization (SCO) হল একটি রাজনৈতিক, অর্থনৈতিক, এবং সামরিক জোট যা ২০০১ সালে গঠিত হয়। এটি প্রাথমিকভাবে মধ্য এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং এর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার প্রচারের উপর দৃষ্টি নিবদ্ধ করে। চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান উজবেকিস্তান ও ইরান সহ ৯টি সদস্য দেশ নিয়ে গঠিত এই সংস্থা।
দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউ গিনির কফিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন জো কুলি। গত মঙ্গলবার দেশটির নতুন মন্ত্রীসভায় তাঁকে কফি মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। ফলে তিনিই বিশ্বের প্রথম কফিবিষয়ক মন্ত্রী হলেন। এর আগে জো কুলি দেশটির কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক উপমন্ত্রী ছিলেন
বিভিন্ন ধরনের হারিকেন ও ঘূর্ণিঝড়ের নামকরণের মতো এবার তাপপ্রবাহেরও নামকরণ করেন বিজ্ঞানীরা। তারা এটাকে ‘জো’ (Zoe) বলে চিহ্নিত করেন। চরম তাপমাত্রার বিষয়ে জনসাধারণকে সতর্ক করা এবং তাদের বিপদ সম্পর্কে সতর্ক করার জন্য এটি একটি নতুন প্রচেষ্টা। ১৫ আগস্ট ২০২২ বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন লাইভসায়েন্স-এর প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। প্রথম নামকৃত তাপ তরঙ্গ ‘জো' হলেও এখানেই শেষ নয়। হারিকেনগুলোর মতোই ভবিষ্যৎ তাপপ্রবাহগুলোর জন্য বিপরীত বর্ণানুক্রমিক নাম রাখার পরিকল্পনা করা হয়।
সম্প্রতি বিজ্ঞনীরা প্রথমবারের মত তা প্রবাহকে 'Zoe' নামকরণ দিয়েছে।
ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু। তিনি দেশটির প্রথম আদিবাসী রাষ্ট্রপতি।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
জুনকো তাবেই (২২ সেপ্টেম্বর, ১৯৩৯ ‌- ২০ অক্টোবর, ২০১৬) একজন জাপানি পর্বতারোহী। তিনি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট আরোহণকারী প্রথম নারী।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0