কোনটি আহসান হাবীবের কাব্যগ্রন্থ ?

A মানচিত্র

B বিধ্বস্ত নীলিমা

C সোনালী কাবিল

D রাত্রিশেশ

Solution

Correct Answer: Option D

আহসান হাবীবের প্রথম প্রকাশিত কাব্য 'রাত্রিশেষ ' ।এতে গ্রাম ও নগর উভয়কেন্দ্রিক কবিতা বিদ্যমান ।তাঁর কবিতায় ব্যঙ্গের মাধ্যমে বস্তুনিষ্ঠতা ও বাস্তব জীবনবোধ ফুটে উঠেছে ।আলাউদ্দিন আল আজাদের কাব্যগ্রন্থ 'মানচিত্র' 'শামসুর রাহমানের কাব্যগ্রন্থ 'বিধ্বস্ত নীলিমা'; আল মাহমুদের কাব্যগ্রন্থ 'সোনালী কাবিন ' ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions