বাংলাদেশ জুটমিল কর্পোরেশনের অফিসার (২৭.০৬.২০১৭) (78 টি প্রশ্ন )
- সাইপ্রাসের রাজধানী : নিকোশিয়া
- মাল্টার রাজধানী : ভেলেটা
- অস্ট্রিয়ার রাজধানী : ভিয়েনা
- ক্রোয়েশিয়ার রাজধানী : জাগরেব
- আজারবাইজানের রাজধানী : বাকুত
- মোলদাভিয়ার রাজধানী : চিসিনিউ।
বর্তমানে বাংলাদেশের স্থল বন্দরের সংখ্যা ২৪ টি।
উল্লেখযোগ্য কয়েকটি স্থলবন্দরঃ

১। বাংলাবান্ধা স্থল বন্দর = তেঁতুলিয়া, পঞ্চগড়।

২। বেনাপোল স্থল বন্দর = শারশা, যশোর।

৩। হিলি স্থল বন্দর = হাকিমপুর, দিনাজপুর।

৪। ভোমরা স্থল বন্দর= সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।

৫। সোনা মসজিদ স্থল বন্দর= শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।

৬। বিবির বাজার স্থল বন্দর =কুমিল্লা সদর,কুমিল্লা।

৭। বিরল স্থল বন্দর =বিরল, দিনাজপুর।

৮। টেকনাফ স্থল বন্দর = টেকনাফ,কক্সবাজার।

৯। হালুয়াঘাট স্থল বন্দর= হালুয়াঘাট,ময়মনসিংহ।

১০। আখাউড়া স্থল বন্দর =আখাউড়া, ব্রাম্মণবাড়িয়া।

১১। বুড়িমারী স্থলবন্দর = পাতগ্রাম,লালমনিহাট।

১২। দর্শনা স্থল বন্দর= দামুরহুদা, চুয়াডাঙ্গা।

১৩।। তামাবিল স্থল বন্দর= গোয়াইংনঘাট,সিলেট।
 পৃথিবীর প্রাচীনতম সভ্যতা হলো মেসোপটেমিয়া সভ্যতা। বর্তমান ইরাক, সিরিয়া ও তুরস্কের দক্ষিণাঞ্চলে ইউফ্রেতিস ও তাইগ্রিস নদীর মধ্যবর্তী অববাহিকায় মেসোপটেমীয় সভ্যতা বিকশিত হয়।
- বর্তমান ইরাকে অবস্থিত ‘ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান’ পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। খ্রিস্টপূর্ব ৭ম শতকে নব্য ব্যাবিলনীয় সভ্যতার সময় রাজা নেবুচাদনেজার এটি নির্মাণ করেন।

শিবসা নদী সুন্দরবনের অন্যতম প্রধান নদী। মংলা-তে পসুর নদী দুটি শাখায় বিভক্ত হয়ে পশ্চিম শাখাটি শিবসা নামে সুন্দরবনের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে মোহনার কাছে কুঙ্গা নাম ধারণ করে বঙ্গোপাসাগরে পড়েছে। শিবসা-কুঙ্গার তীরে হিরণ পয়েন্ট অবস্থিত। দৈর্ঘ্য প্রায় ১০০ কিমি। - এটি ডলফিন রক্ষায় সরকার ঘোষিত অভয়ারণ্যে।

বাংলাদেশ পুলিশ একাডেমী উপমহাদেশের শ্রেষ্ঠ পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র। এটি রাজশাহী শহর থেকে ২০ মাইল দূরে পদ্মা নদীর পূর্ব পাড়ে সারদায় অবস্থিত। ব্রিটিশ সরকার কর্তৃক একাডেমীটি প্রতিষ্ঠিত হয়। ১৯১২ সালে এট প্রতিষ্ঠিত হয়।
- ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) বাংলাদেশি সংবাদ সংস্থা, এটি প্রতিষ্ঠিত হয় 1988 সালে।
- বাসস (বাংলাদেশ সংবাদ সংস্থা) বাংলাদেশের জাতীয় সংবাদ সংস্থা।
- এটি ১৯৭২ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়।
- অন্যান্য সংবাদ সংস্থা ইস্টার্ন নিউজ এজেন্সি (এনা), আনন্দ বাংলা সংবাদ (আবাস), মিডিয়া সিন্ডিকেট, নিউজ মিডিয়া, বিএনএস প্রভৃতি।

'টিপাইমুখ বাঁধ' বাংলাদেশ-ভারত সিমান্তের ১০০ কিলোমিটার উজানে ভারতের মণিপুর রাজ্যের 'বরাক' ন্দীর ওপর নির্মিতব্য একটি বাঁধ । টিপাইমুখ গ্রামে অবস্থিত বরাক এবং 'তুইভাই' ন্দীর মিলনস্থলের ১ হাজার ৬০০ ফুট দূরে বরাক নদীতে ৫০০ ফুট উঁচু ও ১ হাজার ৬০০ ফুট একটি বাঁধ টিপাইমুখ । বাংলাদেশ শুরু থেকেই এ বাঁধ নির্মাণের বিরোধিতা করে আসছে ।
ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের ইতিহাসে জাতীয় সংসদের প্রথম নারী ও সর্বকনিষ্ঠ স্পিকার। এর আগে তিনি বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন।
কর্মক্ষেত্রে বাংলাদেশের প্রথম নারীঃ 
- বাংলাদেশে প্রথম নারী পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ঃ ডা. দীপু মনি।
- বাংলাদেশ কাস্টমস এ প্রথম নারী কমিশনার ঃ হাসিনা খাতুন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপ-উপচার্য ঃ ড. জিন্নাতুননেছা তাহমিদা বেগম। 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ইংল্যান্ডের শিল্প বিপ্লব (১৭৬০-১৮৪০) খ্রিষ্টাব্দ এই সময়কালে কৃষি এবং বাণিজ্যিক ব্যবস্থা থেকে আধুনিক শিল্পায়নের দিকে গতি শুরু হওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ডে বিস্ময়কর পরিবর্তন ঘটে. আঠারো শতকের মধ্যভাগে প্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা ঘটে। এরপর তা সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে। শিপ্ল বিপ্লবের ফলে গ্রামীণ কৃষিভিত্তিক সমাজ শহুরে কলকারখানা নির্ভর সমাজে পরিবর্তিত হতে থাকে। এই পরিবর্তন মানবজীবনের অন্যান্য ক্ষেত্রেও প্রভাব ফেলে। আঠারো শতকের দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডের সমাজের এরূপ পরিবর্তনকে আর্নল্ড টয়েনবি ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন হিসেবে অভিহিত করেন।
বাংলাদেশের রাষ্ট্রীয়/জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান।
- এছাড়া বাংলাদেশের মনোগ্রামের ডিজাইনার - এ.এন. সাহা।
- বাংলাদেশের আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী হলেন - শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং
- বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট হলেন - রফিকুন্নবী।
 বাংলাদেশে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের সংখ্যা তিনটি, এর মধ্যে ২টি সাংস্কৃতিক বিশ্ব ঐতিহ্য ও ১টি প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্য।

এগুলো হলো:
✔ নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধ বিহার (১৯৮৫, ৩২২তম)
✔ বাগেরহাট জেলার ষাটগম্বুজ মসজিদ (১৯৮৫, ৩২১তম)
✔ সুন্দরবন (১৯৯৭, ৭৯৮তম)।
প্রশান্ত মহাসাগর পৃৃথিবীর উপরি ক্ষেত্রফল ও গভীরতার বিচারে সবচেয়ে বড় যার আয়তন ১৬,৫২,৫০,০০০ বর্গকিলোমিটার ও গড় গভীরতা ৪২৭০ মিটার।

১৯৭১ সালের ৩ মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 
- ১৯৭১ সালের এই দিনে তৎকালীন পল্টন ময়দানে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র-সংগ্রাম পরিষদের ডাকা ছাত্র জনসভায় আকস্মিকভাবে উপস্থিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- এ সভায় বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দেন।
- ঐদিনই বঙ্গবন্ধুকে 'জাতির জনক' উপাধি দেন ডাকসুর ভিপি আ.স.ম আব্দুর রব।
- -ছাত্রলীগের তৎকালীন সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন।
- সেদিনই সভা থেকে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র-সংগ্রাম পরিষদের চার নেতা নূরে আলম সিদ্দিকী, শাজাহান সিরাজ, আ স ম আবদুর রব ও আবদুল কুদ্দুস মাখন স্বাধীনতা ও মুক্তিসংগ্রামে ঝাঁপিয়ে পড়ার শপথ গ্রহণ করেন।

বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী । এটি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় অবস্থিত । এ দ্বীপটির আয়তন ৩৬২.১৮ বর্গ কিমি । বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ ছেড়াদ্বীপ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অবস্থিত নিঝুম দ্বীপের অবস্থান হাতিয়া, নোয়াখালী । 


At large অর্থ মুক্তভাবে, স্বাধীনভাবে (freely) । 


Abide by অর্থ মেনে চলা । Follow অর্থও মেনে চলা । 


'Come by' phrase টির অর্থ পাওয়া; অর্জন করা । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Run into অর্থ সংঘর্ষ হওয়া বা ধাক্কা লাগা আর collide অর্থ সংঘর্ষ হওয়া । 


Suggestion = নিরদেশনা /উপদেশ


Committee (সমিতি) হলো সঠিক । 


Collateral (সমান্তরাল) 


restaurant /noun/ সাধারণ ভোজনালয়; রেস্টুরেন্ট
An eating establishment in which diners are served food at their tables.


License (অনুমতিপত্র) হলো সঠিক । 


Both the samples অর্থ উভয় samples বা দুটি samples ই । তারা দুটি sample ই ভালোভাবে পরীক্ষা করল কিন্তু তাদের মধ্যে কোনো পার্থক্য করতে ব্যর্থ হলো অর্থাৎ them -এর পূর্বে between বসবে । 


Emphasize on অর্থ কোনো কিছুর উপর জোর দেয়া । 


Concerning something অথবা some one অর্থাৎ concerning -এর পর কোনো preposition বসে না । সুতরাং missing word টি হলো their । 


ডাক্তার আমাকে দিনে দুবার ওষুধ নিতে পরামর্শ দিল । সুতরাং mission word টি হলো me । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

As valuable as হলো সঠিক word choice । একটি আরেকটির মত বোঝাতে as ......... as conjunction টি ব্যবহার হয় । 


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0