বাংলাদেশ সরকারী কর্ম কমিশন -২০১৬ (পার্সোনাল অফিসার) (92 টি প্রশ্ন )
বিভক্তিহীন নাম-প্রকৃতি বা সাধিত শব্দকে এবং বিভক্তিহীন অথচ প্রত্যয়যুক্ত ধাতু বা ক্রিয়া-প্রকৃতিকে প্রাতিপাদিক বলে। সংক্ষেপে বল্‌লে, প্রকৃতির সাথে প্রত্যয়ের যোগে যে শব্দ বা ধাতু গঠিত হয় তার নাম প্রাতিপাদিক।
- প্রতিপাদিক তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি বলে প্রতিপাদিককে নাম প্রকৃতি ও বলা হয়।
- ধাতু যেমন কৃৎ প্রত্যয়ের প্রকৃতি তেমনি প্রাতিপাদিকও তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি।
এটি একটি simple sentence এর উদাহরণ ।complex বা compound sentence কে simple করার সময় am,is,are,was,were এর পরিবর্তে being বসে । Having যদি subordinate close এ বসে তবে principal clause past perfect form এ হয় ।

Misanthrope অর্থ মনুষ্যবিদ্বেষী ।
Foe অর্থ শত্রু
Hatred- ঘৃণা
Condemner এর অর্থ নিন্দুক
Put up with এর অর্থ হল 'to tolerate' বা সহ্য করা । অন্যগুলোর মধ্যে put off -খুলে ফেলা , put out -নিভিয়ে ফেলা এবং put down -মাটিতে নামানো
Theoretical শব্দের অর্থ 'তত্ত্বগত ' ।প্রদত্ত চারটি অপশন এর মধ্যে (ক) Experimental অর্থ পরীক্ষামূলক , (খ) bookish অর্থ বইপোকা , (ঘ) impractical অর্থ অবব্যবহারিক । সুতরাং experimental শব্দটিই theoretical শব্দের antonym
এখানে It is quarter to eleven এ Quarter এর আগে article 'a' বসাতে হবে
obey এর adjective হচ্ছে -obedient
of my appointment remind verb এর পরে of বসে

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
English একটি বস্তুবাচক বিশেষ্য যা নিজে সাধারণত কাজ করতে পারে না । English একটি ভাষা যা নিজে বলে না একে বলা হয় তাই is spoken হবে
যে ব্যক্তি নিজেই নিজের জীবন কাহিনী লিখে তাকে বলে autobiography বা আত্মজীবনী । যে অপরের জীবনী লিখে তাকে biography -জীবনী বলে । play অর্থ নাটক ,diary অর্থ দিনলিপি
'in the long run' একটি idiom, যার অর্থ অবশেষে 'বা' পরিণামে । বাক্যটির অর্থ পাপীকে পরিণামে শাস্তি ভোগ করতে হবে
এটি একটি affirmative sentence এর উদাহরণ
Had he studied regularly । এটি 3rd conditional এর উদাহরণ । যেখানে প্রথম অংশে if এর পরিবর্তে had বসানো হয়েছে এবং এটাকে perfect conditinal করা হয়েছে ।তাই এর পরের clause এ would have succeeded হয়ছে ।
Affirmative statement - এর ক্ষেত্রে যদি have verb main clause - এ ব্যবহৃত হয় তাহলে Parallelism হিসেবে and এর পরেও have হবে এবং
Inversion of verb নিয়মানুযায়ী এই বাক্যে have(verb) এর পর I(subject) বসেছে।
preferable শব্দের পর appropriate prepostion এর নিয়মানুযায়ী to বসে ।
বাক্যটিতে প্রত্যেক মানুষকে তার ভেতরের পশুবৃত্তিকে নিয়ন্ত্রণ রাখার কথা উল্লেখ করা হয়ছে ।সুতরাং preposition হিসেবে in বসবে
Too.......to যুক্ত বাক্যে দুটি subject ভিন্ন হলে ২য় subject টি to এর আগে for যোগে objective form বসে
Uneasy lies the head that wears a crown এটি একটি প্রবাদ যার অর্থ যে শিরে মুকুট থাকে ,সে শিরে স্বস্তিতে থাকে না

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
বাক্যে look forward to ,with a view to ,feel ,like ইত্যাদি থাকলে তার পরের verb এর সাথে ing যুক্ত করতে হয়
- বাক্যের passive form হচ্ছে She was made to recite a poem .
- Make,help,see ইত্যাদি verb সমূহের ক্ষেত্রে Active Voice এ এদের পরে infinitive 'to' বসে না ।কিন্তু passive forms এ রুপান্তর করতে গেলে বাক্যের পরের verb টির পূর্বে 'to' infinitive বসাতে হয় ।
- এছাড়া এখানে দুটি object আছে । এর মাঝে ব্যক্তিবাচক 'her' object টি subject হিসেবে কাজ করে এবং বস্তুবাচক a poem,object টি অবশিষ্ট রয়ে যায় যাকে retained object বলে
Quotation টি হবে 'Heard melodies are sweet but those unheard sweeter' . এটি ইংরেজ কবি John Keats এর বিখ্যাত কবিতা 'Ode on a Grecion Urn' এর অন্তর্ভুক্ত ।
মানবদেহে হাড় ও দাঁত গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে ফসফরাস ও ক্যালসিয়াম । অস্থি বা হাড়ের প্রায় ৬০% হল ক্যালসিয়াম ফসফেট ।এছাড়া প্রাণীদেহে ফসফোপ্রোটিন বা ফসফোলিপিড হিসেবেও ফসফরাস থাকে
একক ভরকে বলতে 1kg ভরকে বুঝায় ।ওজন হল ভর ও অভিকর্ষয ত্বরণের গুনফল । একক ভরের বস্তুর ওজন বিষুবীয় অঞ্চলে ৯.৭৮ নিউটন
স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহগুলো ভুপৃষ্ঠের সমান্তরালে একটি নির্দিষ্ট গতিতে চালনা করা হয় ।কিন্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ফলে ঐ গতি নিয়েই সে বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করে ।কারণ ঐ বলের প্রভাবে পৃথিবী তাকে কেন্দ্রের দিকে টানে তাই সে ঐ সমান্তরাল অবস্থায় থাকতে পারে না
DNA হল - জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্রোমোজোমে RNA ও থাকে । তবে সাধারণত বংশানুক্রমে বংশগতির ধারক ও বাহক DNA ।যে সকল জীবে DNA থাকে না তাদের ক্ষেত্রে RNA -ই DNA এর কাজ করে । RNA ভাইরাস এর RNA ই বংশগতির ধারক । DNA কে জীনও বলা হয়.
চাল একটি শ্বেতসারজাতীয় পদার্থ । সিদ্ধ চাল সহজপাচ্য একটি শর্করা / শ্বেতসার উৎস । সিদ্ধচালের ৭৯% শ্বেতসার পদার্থ থাকে ।
সমুদ্রের পানিতে ভাসমান বিশালকায় বরফখণ্ডগুলোকে হিমশৈল বলে। এগুলো সমুদ্রের স্রোতের সাথে ভেসে বেড়ায় .১৯১২ সালে বিলাসবহুল টাইটানিক জাহাজটি আটলান্টিক মহাসাগরে এরুপ একটি হিমশৈলের আঘাতে বিধ্বস্ত হয়েছিল

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
মরিচ এ বিদ্যমান একটি সক্রিয় যৌগ হল -ক্যাপসিসিন ।এটি মানুষ ও অন্যান্য প্রাণীর দেহে জ্বলুনি সৃষ্টিকারী পদার্থ । মানবদেহের যেকোন টিস্যুর সংস্পর্শে এটি জ্বলুনি সৃষ্টি করে ।তাই মরিচ খেলে ঝাল লাগে ।এটি একটি ফেনোলজাতীয় পদার্থ ।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0