বাংলাদেশ সরকারী কর্ম কমিশন -২০১৬ (পার্সোনাল অফিসার) (92 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
বিভক্তিহীন নাম-প্রকৃতি বা সাধিত শব্দকে এবং বিভক্তিহীন অথচ প্রত্যয়যুক্ত ধাতু বা ক্রিয়া-প্রকৃতিকে প্রাতিপাদিক বলে। সংক্ষেপে বল্‌লে, প্রকৃতির সাথে প্রত্যয়ের যোগে যে শব্দ বা ধাতু গঠিত হয় তার নাম প্রাতিপাদিক।
- প্রতিপাদিক তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি বলে প্রতিপাদিককে নাম প্রকৃতি ও বলা হয়।
- ধাতু যেমন কৃৎ প্রত্যয়ের প্রকৃতি তেমনি প্রাতিপাদিকও তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি।
i
ব্যাখ্যা (Explanation):
এটি একটি simple sentence এর উদাহরণ ।complex বা compound sentence কে simple করার সময় am,is,are,was,were এর পরিবর্তে being বসে । Having যদি subordinate close এ বসে তবে principal clause past perfect form এ হয় ।
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
Misanthrope অর্থ মনুষ্যবিদ্বেষী ।
Foe অর্থ শত্রু
Hatred- ঘৃণা
Condemner এর অর্থ নিন্দুক
i
ব্যাখ্যা (Explanation):
Put up with এর অর্থ হল 'to tolerate' বা সহ্য করা । অন্যগুলোর মধ্যে put off -খুলে ফেলা , put out -নিভিয়ে ফেলা এবং put down -মাটিতে নামানো
i
ব্যাখ্যা (Explanation):
Theoretical শব্দের অর্থ 'তত্ত্বগত ' ।প্রদত্ত চারটি অপশন এর মধ্যে (ক) Experimental অর্থ পরীক্ষামূলক , (খ) bookish অর্থ বইপোকা , (ঘ) impractical অর্থ অবব্যবহারিক । সুতরাং experimental শব্দটিই theoretical শব্দের antonym
i
ব্যাখ্যা (Explanation):
এখানে It is quarter to eleven এ Quarter এর আগে article 'a' বসাতে হবে
i
ব্যাখ্যা (Explanation):
obey এর adjective হচ্ছে -obedient
i
ব্যাখ্যা (Explanation):
of my appointment remind verb এর পরে of বসে

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
English একটি বস্তুবাচক বিশেষ্য যা নিজে সাধারণত কাজ করতে পারে না । English একটি ভাষা যা নিজে বলে না একে বলা হয় তাই is spoken হবে
i
ব্যাখ্যা (Explanation):
যে ব্যক্তি নিজেই নিজের জীবন কাহিনী লিখে তাকে বলে autobiography বা আত্মজীবনী । যে অপরের জীবনী লিখে তাকে biography -জীবনী বলে । play অর্থ নাটক ,diary অর্থ দিনলিপি
i
ব্যাখ্যা (Explanation):
'in the long run' একটি idiom, যার অর্থ অবশেষে 'বা' পরিণামে । বাক্যটির অর্থ পাপীকে পরিণামে শাস্তি ভোগ করতে হবে
i
ব্যাখ্যা (Explanation):
এটি একটি affirmative sentence এর উদাহরণ
i
ব্যাখ্যা (Explanation):
Had he studied regularly । এটি 3rd conditional এর উদাহরণ । যেখানে প্রথম অংশে if এর পরিবর্তে had বসানো হয়েছে এবং এটাকে perfect conditinal করা হয়েছে ।তাই এর পরের clause এ would have succeeded হয়ছে ।
i
ব্যাখ্যা (Explanation):
Affirmative statement - এর ক্ষেত্রে যদি have verb main clause - এ ব্যবহৃত হয় তাহলে Parallelism হিসেবে and এর পরেও have হবে এবং
Inversion of verb নিয়মানুযায়ী এই বাক্যে have(verb) এর পর I(subject) বসেছে।
i
ব্যাখ্যা (Explanation):
preferable শব্দের পর appropriate prepostion এর নিয়মানুযায়ী to বসে ।
i
ব্যাখ্যা (Explanation):
বাক্যটিতে প্রত্যেক মানুষকে তার ভেতরের পশুবৃত্তিকে নিয়ন্ত্রণ রাখার কথা উল্লেখ করা হয়ছে ।সুতরাং preposition হিসেবে in বসবে
i
ব্যাখ্যা (Explanation):
Too.......to যুক্ত বাক্যে দুটি subject ভিন্ন হলে ২য় subject টি to এর আগে for যোগে objective form বসে
i
ব্যাখ্যা (Explanation):
Uneasy lies the head that wears a crown এটি একটি প্রবাদ যার অর্থ যে শিরে মুকুট থাকে ,সে শিরে স্বস্তিতে থাকে না

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
বাক্যে look forward to ,with a view to ,feel ,like ইত্যাদি থাকলে তার পরের verb এর সাথে ing যুক্ত করতে হয়
i
ব্যাখ্যা (Explanation):
- বাক্যের passive form হচ্ছে She was made to recite a poem .
- Make,help,see ইত্যাদি verb সমূহের ক্ষেত্রে Active Voice এ এদের পরে infinitive 'to' বসে না ।কিন্তু passive forms এ রুপান্তর করতে গেলে বাক্যের পরের verb টির পূর্বে 'to' infinitive বসাতে হয় ।
- এছাড়া এখানে দুটি object আছে । এর মাঝে ব্যক্তিবাচক 'her' object টি subject হিসেবে কাজ করে এবং বস্তুবাচক a poem,object টি অবশিষ্ট রয়ে যায় যাকে retained object বলে
i
ব্যাখ্যা (Explanation):
Quotation টি হবে 'Heard melodies are sweet but those unheard sweeter' . এটি ইংরেজ কবি John Keats এর বিখ্যাত কবিতা 'Ode on a Grecion Urn' এর অন্তর্ভুক্ত ।
i
ব্যাখ্যা (Explanation):
মানবদেহে হাড় ও দাঁত গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে ফসফরাস ও ক্যালসিয়াম । অস্থি বা হাড়ের প্রায় ৬০% হল ক্যালসিয়াম ফসফেট ।এছাড়া প্রাণীদেহে ফসফোপ্রোটিন বা ফসফোলিপিড হিসেবেও ফসফরাস থাকে
i
ব্যাখ্যা (Explanation):
একক ভরকে বলতে 1kg ভরকে বুঝায় ।ওজন হল ভর ও অভিকর্ষয ত্বরণের গুনফল । একক ভরের বস্তুর ওজন বিষুবীয় অঞ্চলে ৯.৭৮ নিউটন
i
ব্যাখ্যা (Explanation):
স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহগুলো ভুপৃষ্ঠের সমান্তরালে একটি নির্দিষ্ট গতিতে চালনা করা হয় ।কিন্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ফলে ঐ গতি নিয়েই সে বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করে ।কারণ ঐ বলের প্রভাবে পৃথিবী তাকে কেন্দ্রের দিকে টানে তাই সে ঐ সমান্তরাল অবস্থায় থাকতে পারে না
i
ব্যাখ্যা (Explanation):
DNA হল - জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্রোমোজোমে RNA ও থাকে । তবে সাধারণত বংশানুক্রমে বংশগতির ধারক ও বাহক DNA ।যে সকল জীবে DNA থাকে না তাদের ক্ষেত্রে RNA -ই DNA এর কাজ করে । RNA ভাইরাস এর RNA ই বংশগতির ধারক । DNA কে জীনও বলা হয়.
i
ব্যাখ্যা (Explanation):
চাল একটি শ্বেতসারজাতীয় পদার্থ । সিদ্ধ চাল সহজপাচ্য একটি শর্করা / শ্বেতসার উৎস । সিদ্ধচালের ৭৯% শ্বেতসার পদার্থ থাকে ।
i
ব্যাখ্যা (Explanation):
সমুদ্রের পানিতে ভাসমান বিশালকায় বরফখণ্ডগুলোকে হিমশৈল বলে। এগুলো সমুদ্রের স্রোতের সাথে ভেসে বেড়ায় .১৯১২ সালে বিলাসবহুল টাইটানিক জাহাজটি আটলান্টিক মহাসাগরে এরুপ একটি হিমশৈলের আঘাতে বিধ্বস্ত হয়েছিল
i
ব্যাখ্যা (Explanation):

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
মরিচ এ বিদ্যমান একটি সক্রিয় যৌগ হল -ক্যাপসিসিন ।এটি মানুষ ও অন্যান্য প্রাণীর দেহে জ্বলুনি সৃষ্টিকারী পদার্থ । মানবদেহের যেকোন টিস্যুর সংস্পর্শে এটি জ্বলুনি সৃষ্টি করে ।তাই মরিচ খেলে ঝাল লাগে ।এটি একটি ফেনোলজাতীয় পদার্থ ।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0