ইসলামী ব্যাংক হাসপাতাল (রিসিপশনিস্ট) - ০১.০৮.২০২৫ (25 টি প্রশ্ন )
সন্ধিজাত শব্দে ঈ-কার বসে।
যেমন:
• ই+ঈ = ঈ : প্রতীক্ষা (প্রতি+ঈক্ষা), পরীক্ষা, সমীক্ষা, ক্ষিতীশ, মনীশ।

• ই+ই =ঈ : রবীন্দ্র (বরি+ইন্দ্র), অভীষ্ট, অতীষ্ট, অধীন, অতীব, অতীত।
• ঈ+ই = ঈ : রথীন্দ্র (রথী+ইন্দ্র), সতীন্দ্র, সুধীন্দ্র, ফণীন্দ্র, শচীন্দ্র, মহীন্দ্র।
• ঈ+ঈ = ঈ : শ্রীশ (শ্রী+ঈশ), দিল্লীশ্বর, অবীনশ্বর, মহীশ।
[মূল প্রশ্নের অপশনে সঠিক উত্তর ছিল না]

দেয়া আছে ,
x + y = 6 এবং xy = 4
∴ (x - y)² = (x + y)² - 4xy
= (6)² - 4 × 4
= 36 - 16
= 20
- ১৮ সেপ্টেম্বর ২০২৪ এ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আলী রীয়াজ
- প্রথমে এই পদের জন্যে ড. শাহদীন মালিকের নাম উল্লেখ করা হয়েছিল, পরবর্তীতে অধ্যাপক আলী রীয়াজ কে নির্বাচিত করা হয়।
- রাষ্ট্রবিজ্ঞানী আলী রীয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর, আটলান্টিক কাউন্সিলের সিনিয়র অনাবাসিক ফেলো ও আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (এআইবিএস) প্রেসিডেন্ট।
- তিনি বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।
- তার গবেষণার বিষয়গুলোর মধ্যে আছে গণতন্ত্র, সহিংস উগ্রবাদ, ধর্ম ও রাজনীতি, দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের রাজনীতি।

অন্যদিকে, 
- নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হলেন ড. বদিউল আলম মজুমদার
- স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হচ্ছেন অধ্যাপক তোফায়েল আহমেদ
- গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান হলেন কামাল আহমেদ
- সরকারি মুদ্রা: ১, ২ ও ৫ টাকার নোট এবং ১, ৫, ১০, ২৫ ও ৫০ পয়সার মুদ্রা। সরকারি নোটে স্বাক্ষর থাকে অর্থ সচিবের
- ব্যাংক নোট: ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকা মূল্যমানের ৭টি নোট। ব্যাংক নোটে স্বাক্ষর থাকে বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের।
- সম্প্রতি ইরান কর্তৃক ইসরাইলে চালানো হামলার নাম দেওয়া হয়েছে "অপারেশন ট্রু প্রমিজ"
- এটি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) কর্তৃক পরিচালিত একটি প্রতিশোধমূলক সামরিক অভিযান।
- ইসরাইলের সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়।
- ইরান এই নামটি দিয়ে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে তাদের প্রতিশ্রুতি ও প্রতিরোধের বার্তা দিয়েছে।

- এই অভিযানের লক্ষ্য ছিল ইসরাইলের সামরিক ঘাঁটি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা।
- ইরান দাবি করেছে, এই হামলা তাদের সামরিক সক্ষমতার একটি প্রদর্শনী এবং ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করেছে।

অন্যান্য অপশন:
অপারেশন রাইজিং লায়ন:
- এটি ইসরাইল কর্তৃক ইরানের উপর চালানো সাম্প্রতিক হামলার কোডনাম। ইসরাইল এই অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক ঘাঁটিতে আঘাত হানে। এটি ইরান-ইসরাইল সংঘাতের একটি গুরুত্বপূর্ণ পর্ব।

অপারেশন সিদুর:
- এটি হচ্ছে ২০২৫ সালের এপ্রিল এ ভারতের একটি সামরিক অভিযান, যা পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসবাদী অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছিল।

অপারেশন বুনিয়ানুম মারসুস:
- এটি ২০১৫ সালে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযানের নাম। এর সঙ্গে ইরান-ইসরাইল সংঘাতের কোনো সম্পর্ক নেই।
- শহীদ আবু সাঈদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (রংপুর) ইংরেজি বিভাগের ছাত্র।
- তিনি ২০২০ সালে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
- আবু সাঈদ ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের একজন সক্রিয় কর্মী ও রংপুর অঞ্চলের সমন্বয়ক ছিলেন।
- ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে তিনি শহীদ হন
- তার সাহসিকতা এবং আত্মত্যাগ তাকে আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিতি এনে দেয়।
জনশুমারি ও গৃহগণনা ২০২২ : চূড়ান্ত প্রতিবেদন

- ১৫ থেকে ২১ জুন ২০২২ অনুষ্ঠিত হয় দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা।
- ২৭ জুলাই ২০২২ ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়।
- এরপর ১৫ নভেম্বর ২০২৩ জনশুমারি ও গৃহগণনার চূড়ান্ত প্রতিবেদনের ‘ভলিউম-১’ প্রকাশ করা হয়।

প্রশাসনিক কাঠামো:
• আয়তন  ১,৪৭,৫৭০ (বর্গ কি.মি) ।
• বিভাগ : ৮টি  • জেলা : ৬৪টি 
• সিটি কর্পোরেশন : ১২টি
• উপজেলা : ৪৯৫টি  • মেট্রো থানা : ১০৫টি
• পৌরসভা : ৩২৭টি [বর্তমানে ৩৩০টি]
• সিটি ওয়ার্ড : ৪৬৫টি  • পৌর ওয়ার্ড : ৩,০৭৫টি
• ইউনিয়ন : ৪,৫৯৬টি  • মৌজা : ৫৮,৮৪৬টি
• গ্রাম : ৯০,০৪৯টি  • মহল্লা : ১৫,১৫৩টি ।

জনসংখ্যা ঃ

• গণনাকৃত জনসংখ্যা ১৬,৫১,৫৮, ৬১৬(সমন্বয়কৃতঃ ১৬,৯৮,২৮,৯১১)।
• গণনাকৃত জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২%(সমন্বয়কৃতঃ ১.১২%)।
• ক্ষুদ্র নৃ-গোষ্ঠীঃ ১৬,৫০,৪৭৮ । সর্বোচ্চ-৪,৯৪,২২৫(চট্টগ্রাম) ও সর্বনিম্ন-৪,১৯০(বরিশাল)
• জনসংখ্যা ঘনত্ব(প্রতি কিমি) ঃ ১,১১৯ ।
• লিঙ্গ অনুপাত ঃ ৯৮.০৭(পল্লীঃ ৯৫.৩০ ও শহরঃ ১০৪.৩৫)
• দেশে পুরুষ ও নারীর অনুপাত: ৯৯.০৮ : ১০০.৯০।
• সাক্ষরতার হার(৭ বছর বা তার বেশি) ঃ ৭৪.৮০% (পুরুষ-৭৬.৭১% ও নারী-৭২.৯৪)।
• প্রতিবন্ধী শতকরাঃ ১.৩৭(পল্লীঃ ১.৫০ ও শহরঃ ১.০৮)
• খানা সংখ্যাঃ ৪,১০,০৮,২১,৭২০ 
• পানীয় জলের প্রধান উৎস শতকরাঃ ট্যাপ/পাইপ(সাপ্লাই)-১১.১৪ এবং টিউবওয়েল-৮৬.৫১
• বিদ্যুৎ সুবিধার প্রধান উৎস ঃ জাতীয় গ্রিড- ৯৭.৫৯; সৌর বিদ্যুৎ- ১.৪৬; অন্যান্য-০.১৮; বিদ্যুৎ সুবিধা নেই-০.৭৬  

জনসংখ্যা শীর্ষ এবং সর্বনিম্ন জেলা ও বিভাগঃ 

• জনসংখ্যা শীর্ষঃ জেলা (ঢাকা-১,৪৭,৩৪,৭০১) ও বিভাগ (ঢাকা-৪,৪২,১৫,৭৫৯)
• জনসংখ্যা সর্বনিম্নঃ জেলা (বান্দরবান-৪,৮১,১০৬) ও বিভাগ (বরিশাল-৯১,০০,১০৪)
• শীর্ষ জনসংখ্যা বৃদ্ধির হারঃ জেলা (গাজীপুর-৩.৮৭%) ও বিভাগ (ঢাকা-১.৭২%)
• সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির হারঃ জেলা (ঝালকাঠি-০.২৮%) ও বিভাগ (বরিশাল-০.৭৯%)
• শীর্ষ ঘনত্বঃ জেলা ঢাকা (১০,০৬৭) ও বিভাগ ঢাকা  (২,১৫৬)
• সর্বনিম্ন ঘনত্বঃ জেলা রাঙ্গামাটি(১০৬) ও বিভাগ বরিশাল(৬৮৮)
• শীর্ষ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীঃ  জেলা রাঙ্গামাটি(৩,৭২,৮৭৫) ও বিভাগ চট্টগ্রাম(৯,৯১,০১৩)
• সর্বনিম্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীঃ  জেলা লালমনিরহাট(১১৮) ও বিভাগ বরিশাল(৪,১৯০)
• সাক্ষরতার হার(৭ বছর বা তার বেশি) শীর্ষঃ  জেলা পিরোজপুর (৮৫.৫৩%) ও বিভাগ ঢাকা (৭৮.২৮%) এবং সর্বনিম্নঃ  জেলা জামালপুর (৬১.৭০%) ও বিভাগ ময়মনসিংহ (৬৭.২৩%) 
• জনসংখ্যায় শীর্ষ ও সর্বনিম্ন উপজেলাঃ সাভার(২৩,১১,৬১২) ও জুরাছড়ি(২৬,৯৩২)
• সাক্ষরতায় শীর্ষ ও সর্বনিম্ন উপজেলাঃ নেছারাবাদ(৮৮.২০%) ও রুমা(৫০.২৬%)
- আইনের শাসন,জবাবদিহিতা, ন্যায়পরায়ণতা সুশাসন নিশ্চিত করে।
- স্বজনপ্রীতি,দুর্নীতি ইত্যাদি সুশাসন প্রতিষ্ঠা বাধাগ্রস্থ করে।

[সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর হিসেবে ‘সমুদ্রের তলদেশে ভূমিকম্প’-কেই কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে।]

সুনামি 

- ‘Tsunami’ একটি জাপানি শব্দ, যেখানে ‘সু’ অর্থ বন্দর এবং ‘নামি’ অর্থ ঢেউ
- অর্থাৎ সুনামি বলতে বোঝায় বন্দরের ঢেউ
- এটি সমুদ্রে সংঘটিত এক ধরনের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ।

- সাধারণত সমুদ্র তলদেশে ভূমিকম্প হলে সুনামি সৃষ্টি হয়
- এছাড়াও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সমুদ্রতলের ভূমিধস এবং নভোজাগতিক সংঘর্ষের কারণেও এ ধরনের ঢেউয়ের সৃষ্টি হতে পারে।
- সুনামিকে পৃথিবীর তৃতীয় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে গণ্য করা হয়।

- গভীর সমুদ্রে সুনামির ঢেউ অনেক দূর পর্যন্ত প্রবল শক্তি নিয়ে ছুটে যায়, কিন্তু অগভীর পানিতে প্রবেশ করলে ধীরে ধীরে এর গতি ও শক্তি কমে আসে।
- বঙ্গোপসাগরে প্রায় ১৬০ কিলোমিটার অগভীর জলরাশি বাংলাদেশের উপকূলকে বড় ধরনের সুনামি থেকে রক্ষা করে।

- ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছাকাছি ভারত মহাসাগরের তলদেশে এক ভয়াবহ টেকটোনিক ভূমিকম্পের ফলে স্মরণকালের সবচেয়ে বিধ্বংসী সুনামি আঘাত হানে, যা বহু দেশকে ক্ষতিগ্রস্ত করেছিল।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- জন ম্যাকার্থি (1927–2011) ছিলেন একজন আমেরিকান গণিতজ্ঞ ও কম্পিউটার বিজ্ঞানী, যিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence - AI) ক্ষেত্রের অন্যতম প্রতিষ্ঠাতা।
- তিনি ১৯৫৫ সালে প্রথমবার "Artificial Intelligence" শব্দটির প্রচলন করেন এবং ১৯৫৬ সালে ডার্টমাউথ কলেজে সেই বিষয়ে প্রথম কর্মশালার আয়োজন করেন, যা AI বিষয়ে আধুনিক গবেষণার সূচনা মানবো।
- এছাড়া, তিনি ১৯৫৮ সালে Lisp প্রোগ্রামিং ভাষার সৃষ্টি করেন, যা AI গবেষণায় বহুল ব্যবহৃত হয়েছে।
- ম্যাকার্থি কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণাকে প্রতিষ্ঠিত ও উন্নত করেন এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে AI গবেষণার গুরুত্বপূর্ণ ল্যাব শুরু করেন।
- তাঁর অবদানের জন্য তিনি টুরিং অ্যাওয়ার্ড (১৯৭১), ন্যাশনাল মেডেল অফ সায়েন্স (১৯৯০) এবং কিয়োটো পুরস্কার (১৯৮৮) সহ নানা সম্মান লাভ করেন।
- জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহিদ আব্দুল আহাদ।

- জুলাই বিপ্লবের প্রথম শহিদ আবু সাঈদ।
- অন্তর্বর্তী সরকার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ৫ আগস্ট তারিখকে ঘোষণা করেছে।
- সরকারি তথ্য বিবরণী ও মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র অনুযায়ী, প্রতি বছর ৫ আগস্ট দিনটিকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালন করা হবে।

- ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশের ইতিহাসে উল্লেখযোগ্য রাজনৈতিক পরিবর্তন ঘটে।
- সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে ছাত্র-জনতার আন্দোলন চূড়ান্ত রূপ নেয় এবং ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে।
- এই দিনটি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়।
- পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা দেয়।
- এই দিবসটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেয়াদকাল ছিল ৩৬ দিন।

ছাত্র জনতার অভ্যুত্থান টাইমলাইনঃ

- ২০২৪ সালের ৫ জুন, হাইকোর্ট এক রায়ে সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের আদেশ দেন।
- ৬ জুন, এই আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে।
- ৯ জুন আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারকে তাদের দাবি মেনে নিতে ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেয়।
- ১ জুলাই, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন" এর ব্যানারে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
- ৯ জুলাই সারা দেশে "বাংলা ব্লকেড" নামে সকাল-সন্ধ্যার অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।

- ১৬ জুলাই, চলমান আন্দোলনের সময় পুলিশের গুলিতে প্রাণ হারান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু সাঈদ। 
- ১৮ জুলাই, শিক্ষার্থীদের "কমপ্লিট শাটডাউন" কর্মসূচি শুরু হয়, যেখানে সাধারণ মানুষও তাদের সাথে যোগ দেয়।
- ১৯ জুলাই, শিক্ষার্থীদের "কমপ্লিট শাটডাউন" চলাকালীন পুলিশের গুলিতে অসংখ্য মানুষ নিহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সারা দেশে কারফিউ জারি করে, সেনাবাহিনী মোতায়েন করে এবং ইন্টারনেট সেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। শিক্ষার্থীরা তাদের ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করে।
- ৩০ জুলাই, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন" 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচির ঘোষণা দেয়।
- ৩১ জুলাই আন্দোলনে শহিদদের স্মরণে "রিমেম্বারিং আওয়ার হিরোজ" কর্মসূচি পালন করা হয়।

- ৩ আগস্ট, কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য "সর্বাত্মক অসহযোগ আন্দোলনের" ডাক দেন।
- ৪ আগস্ট, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সারা দেশ উত্তাল হয়ে ওঠে। ছাত্র-জনতার উপর পুলিশের, বিজিবি এবং সরকারদলীয় ক্যাডারদের গুলিতে শতাধিক মানুষ নিহত হয়।
- ৫ আগস্ট, ছাত্র-জনতার ব্যাপক গণ আন্দোলনের চাপে পড়ে জুলাই গণহত্যাকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং পরে ভারতে আশ্রয় নেন।
- ৮ আগস্ট, নতুন বাংলাদেশ পুনর্গঠনের প্রতিশ্রুতি নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।
- ChatGPT হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চ্যাটবট, যা OpenAI কোম্পানি তৈরি করেছে।
- এর পূর্ণরূপ: Chat Generative Pre-trained Transformer।
- এটি ৩০ নভেম্বর, ২০২২ তারিখে চালু হয়।
- স্যাম অল্টম্যান OpenAI-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO)।

বৈশিষ্ট্য:
✔ কম্পিউটার কোড লিখতে পারে।
✔ ব্লগ, গল্প, সংবাদ প্রতিবেদন লিখতে পারে।
✔ মানুষের মতো স্বাভাবিক কথোপকথন করতে পারে।
✔ টেলিভিশন শোয়ের স্ক্রিপ্ট তৈরি করতে পারে।

ChatGPT-এর অ্যান্ড্রয়েড ভার্সন বর্তমানে বাংলাদেশ, ভারত, ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে চালু হয়েছে।
- বেশিরভাগ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে (যেমন Microsoft Word, Google Docs ইত্যাদি) "Spelling & Grammar" বা বানান ও ব্যাকরণ যাচাইয়ের ফিচারটি Tools মেনুর অধীনে থাকে।
- এখান থেকে ব্যবহারকারী লেখা টেক্সটের বানান ভুল ও ব্যাকরণগত ত্রুটি চিহ্নিত ও সংশোধন করতে পারেন।
1/7 = 0.1429

3/14 = 0.2143

7/42 = 0.1667

3/28 = 0.1071
Dead Sea (মৃত সাগর)-কে সাগর মনে হলেও এটি মূলত একটি লবণাক্ত হ্রদ। পানিতে মানুষ ডুবে গেলেও ডেড সি বা মৃত সাগর এমন একটি সাগর যে সাগরের পানিতে কেউ ডুবে না। এতে কোন মাছ উৎপাদন হয় না।
- এর দৈর্ঘ্য ৬৭ কিলোমিটার, প্রস্থ ১৮ কিলোমিটার এবং গভীরতা ১.২৪০ ফুট।
- Dead Sea'র পশ্চিমে ইসরাইল ও পূর্বে জর্ডান অবস্থিত।
- সঠিক শব্দটি হলো “bureaucracy”। এটি দুটি অংশ থেকে এসেছে: “bureau” + “-cracy”।
- “bureau” মানে দপ্তর/অফিস
- “-cracy” মানে শাসনব্যবস্থা (যেমন democracy)
তাই “bureaucracy” মানে দাপ্তরিক শাসনব্যবস্থা বা আমলাতন্ত্র।

মনে রাখার কৌশল:
- “bureau” (যেমন bureau drawer) + “cracy” = “bureaucracy”।
- প্রথম অংশটা ঠিকভাবে “bureau-” রাখলেই পুরো বানান ঠিক হবে।

Electorate (ভোটারদের সমষ্টি / নির্বাচনী জনসমষ্টি) এর অর্থ হলো Voters (ভোটাররা)।

অন্যদিকে:
Election – নির্বাচন।
Electoral – নির্বাচনী (বিশেষণ)।
Candidate – প্রার্থী / মনোনীত ব্যক্তি।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- "I am not good at translation" বাক্যে "at" ব্যবহার করা হয় দক্ষতা বা ক্ষমতার সঙ্গে কোনো কাজ করার ক্ষেত্রে।
- অর্থাৎ, যখন আপনি বলতে চান আপনি কোনো কাজে ভাল না, তখন "good at" ফ্রেজটি ব্যবহার হয়।

এখানে—
- in সাধারণত অবস্থান বা ক্ষেত্র নির্দেশ করতে ব্যবহৃত হয়।
- about বিষয় বা সম্পর্কে ব্যবহৃত হয়।
- with সাধারণত কোনো উপকরণ বা সঙ্গীর সাথে সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়।
- at দক্ষতা বা সক্ষমতা বোঝাতে ব্যবহৃত হয়।

সুতরাং, "আমি অনুবাদে ভাল নই" বলতে হবে "I am not good at translation"।

- "But I have promises to keep, and miles to go before I sleep" লাইনটি প্রখ্যাত আমেরিকান কবি Robert Frost এর কবিতা "Stopping by Woods on a Snowy Evening" থেকে নেয়া হয়েছে।

- এই কবিটি ১৯২২ সালে লেখা হয়েছিল এবং ১৯২৩ সালে প্রকাশিত হয়।
- Robert Frost একজন প্রখ্যাত কবি ও নাট্যকার (playwright) ছিলেন যিনি সাধারণ মানুষের জীবনের সরলতা ও প্রকৃতির সৌন্দর্যকে কবিতায় তুলে ধরেন।

- উক্ত লাইনটি জীবনের দায়বদ্ধতা ও কর্তব্যের প্রতি ইঙ্গিত করে, যেখানে কবি বলছেন, যদিও তিনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান, তবুও তার পূরণ করার মতো প্রতিশ্রুতি ও করণীয় কাজ বাকি আছে। তাই তাকে পথ চলতে হবে।

অতএব, প্রশ্নের সঠিক উত্তর হল: Robert Frost


- "If I ... a poet?" এই বাক্যে শর্তবাচক অর্থ প্রকাশের জন্য সাবজাংকটিভ মুড (Subjunctive Mood) ব্যবহার করা হয়।
- সাবজাংকটিভ মুডে প্রথম ও তৃতীয় ব্যক্তির একবচনে “was” এর পরিবর্তে “were” ব্যবহার করা হয়।

সুতরাং, সঠিক বাক্য হবে: If I were a poet?

বাক্যটি মানে হলো: "যদি আমি একজন কবি হতাম?"—এ ধরনের কাল্পনিক বা অবাস্তব পরিস্থিতি নির্দেশ করে।


অনিবার্য বিপ্লবের ইশতেহার
কবি আসাদ বিন হাফিজ

আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য
প্রস্তুতি নেয়ার কথা বলছি
দেয়ালে পিঠ ঠেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল
বিধ্বস্ত জাহাজ যাত্রীরা আঁকড়ে ধরে ভাসমান পাটাতন
তেমনি একাগ্রতা নিয়ে
আমি আপনাদের আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি।
..........................
কোনো কোনো সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হয়ে থাকে । যেমনঃ 

গঠিত শব্দ - ভাষা 

হাট-বাজার  - বাংলা+ফারসি 
হেড-মৌলভী - ইংরেজি+ফারসি 
খ্রিস্টাব্দ - ইংরেজি+তৎসম 
ডাক্তার-খানা  - ইংরেজি+ ফারসি 
রাজা-বাদশা  - তৎসম+ ফারসি। 
- জ্ঞ = জ্‌ + ঞ- বর্ণদ্বয়ের সমন্বয়ে 'বিজ্ঞান' শব্দটি গঠিত।
- 'জ্ঞ' যুক্ত শব্দের উদাহরণ- জ্ঞান, বিজ্ঞাপন ইত্যাদি।
- 'জ্ঞ' হচ্ছে অস্বচ্ছ যুক্তবর্ণ।

যুক্তবর্ণ দুই রকম:
১. স্বচ্ছ ও
২. অস্বচ্ছ।

- স্বচ্ছ যুক্তবর্ণ: যে যুক্তবর্ণের প্রতিটি বর্ণের স্বরূপ স্পষ্ট দেখা যায়, তা-ই স্বচ্ছ যুক্তবর্ণ।
- যেমন: ম্প, ঙ্খ, প্ট, প্ত, প্প, ন্স, জ্ব, ঞ, ণ্ড, ণ্ট, ণ্ঠ, ল্ট, ল্ড, ল্প, ফ, শ্চ, ইত্যাদি।

- অস্বচ্ছ যুক্তবর্ণ: যে যুক্তবর্ণের প্রতিটি বা কোনো একটি বর্ণ অস্পষ্ট, সে সব যুক্ত বর্ণকে অস্বচ্ছ যুক্তবর্ণ বলে।
- যেমন:
- ষ্ণ = (ষ্+ণ);
- গ + ধ = গ্ধ;
- জ + ঞ = জ্ঞ;
- ক্ষ = (ক্+ষ);
- হ্ম = (হ্+ম);
- গু = (গ্+উ) ইত্যাদি।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0