বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (নিরাপত্তা প্রহরী) - ১১.১১.২০২৩ (100 টি প্রশ্ন )
ধরি, 
সংখ্যাটি ক

প্রশ্নমতে, 
৮২০ - ক = ক - ৬৫০
বা, ৮২০ + ৬৫০ = ক + ক
বা, ২ক = ১৪৭০
বা, ক = ১৪৭০/২
বা, ক = ৭৩৫
প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা = ক টি

ক টি ১ টাকার মুদ্রা = ক টাকা
ক টি ৫০ পয়সা মুদ্রা = .৫ক টাকা
ক টি ২৫ পয়সা মুদ্রা = .২৫ক টাকা

প্রশ্নমতে, 
ক + .৫ক + .২৫ক = ৫২.৫০
বা, ১.৭৫ক = ৫২.৫০
বা, ক = ৫২.৫০/১.৭৫
বা, ক = ৩০

প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা = ৩০ টি
আমরা জানি, 
১ কোটি = ১০০ লক্ষ
৯ কোটি = ১০০ × ৯ লক্ষ
           = ৯০০ লক্ষ

আবার,
১০ লক্ষ = ১ মিলিয়ন
১ লক্ষ = ১/১০ মিলিয়ন
৯০০ লক্ষ = ৯০০/১০ মিলিয়ন
             = ৯০ মিলিয়ন
ধরি,
বাঁশটির দৈর্ঘ্য ক মিটার

প্রশ্নমতে, 
∴ ক - (ক/৩) - ৩ক/৫ = ৬
⇒ (১৫ক - ৫ক - ৯ক)/১৫ = ৬
⇒ (১৫ক - ১৪ক)/১৫ =৬
⇒ ক/১৫ = ৬
 ∴ ক = ৯০
ধরি, মূলধন x টাকা
সুদ = 4x - x টাকা = 3x টাকা
সময় n = 25 বছর
ধরি, সুদের হার r%

3x = x × (r/100) × 25
⇒ 3 = r/4
∴ r = 12
যে কোন এক বিষয় বা উভয় বিষয়ে পাশ করেছে = (১০০ - ১০)% = ৯০%

উভয় বিষয়ে পাশ করেছে = ৭০% + ৮০% - ৯০%
                                = ১৫০% - ৯০%
                                = ৬০%

মোট শিক্ষার্থীর ৬০% = ৩০০
⇒ মোট শিক্ষার্থী = ৩০০/০.৬
                    = ৫০০ জন
২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১২৫ টাকা

১২৫ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫ টাকা
১ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫/১২৫ টাকা
১০০ টাকায় ব্যবহার কমাতে হবে = (২৫ × ১০০)/১২৫ = ২০ টাকা
ক এর ১৫% = খ এর ২০%
⇒ ক × ১৫/১০০ = খ × ২০/১০০
⇒ ক × ৩/২০ = খ × ১/৫
⇒ ক/খ = (১/৫) / (৩/২০)
∴ ক : খ = ৪ : ৩
১/৩ = ০.৩৩৩
৩/৭ = ০.৪২৯
২/৫ = ০.৪
৪/৯ = ০.৪৪৪


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ধরি,
সংখ্যাটি x

১০ এর ৩০% = x এর ১০%
⇒ ১০ × ৩০/১০০ = x × ১০/১০০
⇒ ৩ = x/১০
 ∴ x = ৩০
ধরি,
- ১ হতে ক বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য হবে

- ১ - ক = ০
∴ ক = - ১

মইটির দৈর্ঘ্য = √ {৬ + (২.৫)}
= √(৩৬ + ৬.২৫)
= √৪২.২৫
= ৬.৫ মিটার
a2 + b2 = 29 
⇒ (a - b)2 + 2ab = 29 
⇒ 32 + 2ab = 29 
⇒ 2ab = 29 - 9 = 20 
∴ ab = 10
ধরি, শুরুতে বেতন ছিল ১০০ টাকা

১০% কমে বেতন = ১০০ - ১০০ এর ১০%
                      = ১০০ - ১০
                      = ৯০

১০% বৃদ্ধিতে বেতন = ৯০ + ৯০ এর ১০%
                         = ৯০ + ৯০ × ০.১
                         = ৯০ + ৯
                         = ৯৯

শতকরা ক্ষতি = ১%
ঘাত শূন্য হলে ফলাফল ১ হয় ।
অর্থাৎ X0 = 1
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি 
১ মিটার = ১০০ সেন্টিমিটার
১ মিটার = ১০০০ মিলিমিটার
১ কিলোমিটার = ১০০০ মিটার
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার।
x + 5y= 16
⇒ - 3y + 5y = 16
⇒ 2y = 16
⇒ y = 16/2
∴ y = 8
রহিম করিমের চেয়ে দ্বিগুণ দক্ষ এবং একই কাজ করিমের চেয়ে ৬০ দিন কম সময়ে সম্পন্ন করতে পারে।

তারা একদিনে সম্পন্ন করে (১/৬০) + (১/১২০)
= (২ + ১)/১২০
= ৩/১২০
= ১/৪০ অংশ কাজ

সম্পূর্ণ কাজ শেষ করতে সময় লাগবে = ১/১/৪০ দিন = ৪০ দিন
১ টির ক্রয়মূল্য ১/৩ টাকা
১ টির বিক্রয়মূল্য ১/২ টাকা

লাভ = (১/২) - (১/৩)
      = ১/৬ টাকা

শতকরা লাভ = {(১/৬)/(১/৩)} × ১০০%
                = ৫০%

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
শরবতে পানি ও চিনির অনুপাত = ৭ : ৩
অনুপাত দ্বয়ের সমষ্টি = ৭ + ৩ = ১০

শরবতে পানির পরিমাণ = ৬০ এর ৭/১০ = ৪২ লিটার
শরবতে পানির পরিমাণ = ৬০ এর ৩/১০ = ১৮ লিটার

ধরি,
চিনি মিশাতে হবে = ক কেজি

প্রশ্নমতে,
৪২/(১৮ + ক) = ৩/৭
⇒ ৫৪ + ৩ক = ২৯৪
⇒ ৩ক = ২৯৪ - ৫৪
⇒ ৩ক = ২৪০
⇒ ক = ৮০ কেজি
(০.০১)
= (১/১০০) 
= ১/১০০০০ 
= ০.০০০১
১/৪ + ১/২ - ৪/৫
= (৫ + ১০ - ১৬)/২০
= - ১/২০
ধরি, খালি ঘরে ক বসবে

(৭/৮) = (ক/২৪)
⇒ ক = (৭/৮) × ২৪
       = ২১

সম্পূর্ণ বাক্যটি হবে: "There is a bridge over the river."

- "Over" শব্দটি ব্যবহার করা হয় যখন কোনো কিছু অন্য কিছুর উপর দিয়ে যায় বা থাকে।
- একটি সেতু সাধারণত নদীর উপর দিয়ে যায়, তাই "over" সবচেয়ে উপযুক্ত অবস্থাসূচক অব্যয় (preposition) হবে এই ক্ষেত্রে।

অন্যান্য বিকল্পগুলির ব্যাখ্যা:
A) near - নদীর কাছে
C) across - নদীর এক পাশ থেকে অন্য পাশে (এটি সঠিক হতে পারে, কিন্তু "over" অধিক প্রচলিত)
D) on - নদীর উপরে (সেতুর ক্ষেত্রে অনুপযুক্ত)


- শূন্যস্থানে am বসালে বাক্যটি grammatically সঠিক হবে।
- Relative pronoun এর antecedent অনুযায়ী verb নির্ধারিত হয়।
- Relative pronoun এর পূর্বে । থাকায় verb হিসেবে am বসবে।
- Notion (ধারণা/ভাব) এর synonym হচ্ছে impression (ধারণা)।

- truth: সত্যতা; যথার্থতা
- faith: বিশ্বাস; আস্থা।
- actually: প্রকৃতপক্ষে; বস্তুত; সত্যিকারভাবে।
- সময়, দূরত্ব এবং পরিমাপের সমষ্টিগুলোকে দেখতে plural এর মতো মনে হলেও এরা singular verb গ্রহণ করে।
- তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে  is.
- সম্পূর্ণ বাক্যটি হবে - Ten years is a long time to wait.
- সাধারণত যে word-গুলি vowel (a, e, i, o, u) দিয়ে শুরু হয় তার পূর্বে an বসে।
- তবে শুধুমাত্র one এর পূর্বে a বসে।
- 'দেওয়া/সরবরাহ করা' অর্থে- Provide এর পরে preposition হিসেবে with বসে।
- A bodyguard provides one with protection- একজন দেহরক্ষী একজন ব্যক্তিকে পাহাড়া দেয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
'Out and out' (সম্পূর্ণভাবে) idiom-টির অর্থ- thoroughly.
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0