M-19 বা এম নাইনটিন কতসালে কলম্বিয়ার সরকারের সাথে শান্তি চুক্তি করে?
Solution
Correct Answer: Option A
M-19 বা নাইনটিনথ অব এপ্রিল মুভমেন্ট কলম্বিয়ার তৃতীয় বৃহত্তম গেরিলা সংগঠন ফার্কের সঙ্গে মতাদর্শ বিরোধের কারণে জেমি ব্যাটম্যান ও কার্লোস পিজারো নামের দুজন গেরিলা ফার্ক থেকে বেরিয়ে ১৯৭২ সালে M-19 গঠন করে। তবে এর নামকরণ করা হয় ১৯ এপ্রিল ১৯৭০ প্রতারণায় ভরপুর ও ভোট চুরির যে নির্বাচন হয়, সেই তারিখকে স্মরণ করে। পানামার মধ্যস্থতায় ১৯৮২ সালে এসে সরকার এবং M-19 গেরিলারা উভয় পক্ষই আলোচনার টেবিলে বসতে সম্মত হয়। এম নাইনটিন ১৯৮৯ সালে এসে সরকারের সঙ্গে শান্তিচুক্তি করে এবং ১৯৯০ সালে সকল সদস্যই তাদের অস্ত্র সমর্পণ করে।