২০২৩ সালে G-20 শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?

A নয়াদিল্লি

B জাকার্তা

C ম্যানিলা

D বালি

Solution

Correct Answer: Option A

Group of Twenty বা G-20 বিশ্বের ১৯টি দেশ, আফ্রিকান ইউনিয়ন ও ইউরোপীয় ইউনিয়নের একটি অর্থনৈতিক সংগঠন।
- ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির সদস্য দেশগুলোর শীর্ষ নেতাদের সম্মেলন ২০০৮ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে।
- এরই ধারাবাহিকতায় G20 বার্ষিক শীর্ষ সম্মেলন ২০২৩ ভারতে অনুষ্ঠিত হয়।
-৯ থেকে ১০ সেপ্টেম্বর, ২০২৩ ভারতের রাজধানী নয়াদিল্লিতে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
• আফ্রিকান ইউনিয়ন সদস্যপদ লাভ করে: ৯ সেপ্টেম্বর, ২০২৩।
• বর্তমানে সদস্য - ২১টি (১৯টি দেশ এবং ২টি সংস্থা)।
• যে ২টি সংস্থা G-20 এর সদস্য: ইউরোপাীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
• বর্তমান প্রেসিডেন্টঃ ব্রাজিল
• বর্তমান স্লোগানঃ "টেকসই পুনরুদ্ধার: টেকসই উন্নয়নের জন্য টেকসই অর্থনীতি" ও "এক পৃথিবী এক পরিবার"

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions