রাজধানী (228 টি প্রশ্ন )
- চিলি দক্ষিণ আমেরিকার দক্ষিণ - পশ্চিম অংশের একটি দেশ। 
- এর রাজধানী সান্টিয়াগো
- তামার খনি চিলি অবস্থিত। 
- দেশটি প্রশান্ত মহাসাগরের উপকূল ঘেঁষে একটি লম্বা ফিতার মত প্রসারিত একটি ভূখণ্ড। 
- উত্তর - দক্ষিণে চিলির দৈর্ঘ্য প্রায় ৪,২৭০ কিলোমিটার, কিন্তু এর গড় বিস্তার ১৮০ কিলোমিটারেরও কম।

- হাইতি (Haiti) এর রাজধানীর নাম পোর্ট অব প্রিন্স।
- কেপটাউন: এটি দক্ষিণ আফ্রিকার একটি শহর।
- পোর্ট অব স্পেন: এটি ত্রিনিদাদ ও টোবাগোর রাজধানী।
- হারারে: এটি জিম্বাবুয়ের রাজধানী।
দানিয়ুব নদী:
- দানিউব ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী।
- জার্মানির সোয়ার্টজওয়াল্ড অঞ্চলে এর উৎপত্তি।
- সেখান থেকে এটি পূর্বদিকে প্রায় ২৮৫০ কিমি প্রবাহিত হয়ে রুমানিয়ার উপকূলে কৃষ্ণ সাগরে পতিত হয়েছে।
- মধ্য ও পূর্ব ইউরোপের ১০টি দেশের ওপর দিয়ে নদীটি বয়ে গেছে।
- নদীটি জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, সার্বিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, স্লোভাকিয়া, মলদোভা, ইউক্রেন এবং রোমানিয়ার ১০টি ইউরোপীয় দেশের মধ্য দিয়ে গেছে ।
- এই নদীর তীরে চারটি রাজধানী শহর অবস্থিত।
- চারটি রাজধানী হলো: ভিয়েনা, ব্রাতিস্লাভা, বুদাপেস্ট, বেলগ্রেড।
- এটি ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ।

গুরুত্বপূর্ণ কিছু দেশের নাম অ রাজধানী:
আফগানিস্তান - কাবুল
ইরাক - বাগদাদ 
সিরিয়া - দামেস্ক
লেবানন - বৈরুত 
আর্জেন্টিনা - বুয়েনোস আইরেস
অস্ট্রেলিয়া - ক্যানবেরা
বেলজিয়াম - ব্রাসেলস
ব্রাজিল - ব্রাজিলিয়া
কানাডা - অটোয়া
চীন - বেইজিং
ফ্রান্স - প্যারিস
জার্মানি - বার্লিন
ভারত - নতুন দিল্লি
ইন্দোনেশিয়া - জাকার্তা
ইতালি - রোম
জাপান - টোকিও
মেক্সিকো - মেক্সিকো সিটি
রাশিয়া - মস্কো
যুক্তরাজ্য - লন্ডন
যুক্তরাষ্ট্র - ওয়াশিংটন, ডি.সি.
মেসিডোনিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি ঐতিহাসিক অঞ্চল। 
- বর্তমানে মেসিডোনিয়ার তিনটি প্রধান অঞ্চল এবং 
- দুটি ছোট অঞ্চল ৬টি রাষ্ট্রে অবস্থিত। 
- মেসিডোনিয়ার রাজধানী স্কোপজে 
- এর মুদ্রা মেসিডোনিয়ান দিনার।

যেসব দেশের রাজধানী ও দেশের নাম একই:
• সিঙ্গাপুর:
- রাজধানী: সিঙ্গাপুর সিটি,
• মেক্সিকো:
- রাজধানী: মেক্সিকো সিটি,
• সান মারিনো:
- রাজধানী: সান মারিনো,
• কুয়েত:
- রাজধানী: কুয়েত সিটি,
• ভ্যাটিকান:
- রাজধানী: ভ্যাটিকান সিটি,
• গুয়েতেমালা:
- রাজধানী: গুয়েতেমালা সিটি,
• পানাম:
- রাজধানী: পানামা সিটি,
• মোনাকো:
- রাজধানী: মোনাকো সিটি,
• লুক্সেমবুর্গ:
- রাজধানী: লুক্সেমবুর্গ সিটি,
• জিবুতি:
- রাজধানী: জিবুতি।
রাখাইন রাজ্যের আয়তন ৩৬,৭৬২ বর্গকিলোমিটার এবং এর রাজধানীর নাম সিতওয়ে।
- উলানবাটোর মঙ্গোলিয়ার রাজধানী।
- আবুজা নাইজেরিয়ার রাজধানী।
- বৈরুত লেবাননের রাজধানী।
- লিয়ন সিয়েরা লিওনের রাজধানী নয়।
- সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউন।
- সুতরাং, সঠিক উত্তর হলো লিয়ন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

- দামেস্ক হলো পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর।
- খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দে এখানে প্রথম জনবসতি গড়ে ওঠে এবং ৬৬১ সাল থেকে ৭৫০ সাল পর্যন্ত এটি উমাইয়া খিলাফতের রাজধানী হিসেবে নির্বাচিত হয়েছিলো।

- আলেপ্পো এবং রোমও প্রাচীন রাজধানী শহর, কিন্তু দামেস্কের তুলনায় তাদের বয়স কম।
- কনস্ট্যান্টিনোপল একটি প্রাচীন শহর, কিন্তু এটি প্রথম ৩৩০ খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের রাজধানী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।


বলিভিয়ার সাংবিধানিক রাজধানী সুক্রে। লাপাজ দেশটির প্রশাসনিক রাজধানী ও বলিভিয়া সরকারের প্রধান কর্মস্থল। প্রায় ৩৬০০ মিটার উচ্চতায় অবস্থিত বিশ্বের উচ্চতম রাজধানী হলো লাপাজ।

স্লোভেনিয়া হল এমন একটি দেশ, যা মধ্য ইউরোপে মূল ইউরোপীয় সাংস্কৃতিক ও বাণিজ্য পথের সংযোগস্থলে অবস্থিত। স্লোভেনিয়া এখন একটি সংসদীয় প্রজাতন্ত্র এবং ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ ও ন্যাটোর সদস্য দেশ। এর রাজধানী লুবজানা এবং মুদ্রা ইউরো।



A) সিডনি - অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর
B) হাভানা - কিউবা
C) সুভা - ফিজি
D) বুয়েন্স আয়ার্স - আর্জেন্টিনা


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন







- সিউল পূর্ব এশিয়ার রাষ্ট্র দক্ষিণ কোরিয়ার রাজধানী ও প্রধান মহানগরী। 
- এটি দক্ষিণ কোরিয়ার উত্তর-পশ্চিম অংশে হান নদীর তীরে অবস্থিত। সিউল নগরকেন্দ্র থেকে প্রায় ৬০ কিলোমিটার পশ্চিমে পীত সাগর অবস্থিত। 
- শহরটি উত্তর কোরিয়ার সাথে সীমান্ত থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। 
- সিউল শহরটি দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, প্রশাসন ও শিল্পকারখানার প্রাণকেন্দ্র। শহরটির মোট আয়তন প্রায় ৬০০ বর্গকিলোমিটার এবং এখানে প্রায় ১০ লক্ষ লোক বাস করে।



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- তুর্কমেনিস্তানের রাজধানী হলো আশখাবাদ।
- এটি মধ্য এশিয়ার তুর্কমেনিস্তানের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত এবং এটি ইরানের সীমান্তের কাছাকাছি।
- ১৯৪৮ সালে এটি একটি ভয়াবহ ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে এটি পুনর্নির্মাণ করা হয় এবং বর্তমানে এটি তুর্কমেনিস্তানের প্রশাসনিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক কেন্দ্র।
- এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে "বিশ্বের সবচেয়ে সাদা মার্বেলের শহর" হিসেবে স্বীকৃত।
- আশখাবাদ তুর্কমেনিস্তানের প্রধান প্রশাসনিক কেন্দ্র এবং দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কার্যক্রম এখান থেকেই পরিচালিত হয়।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0