বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি ?

A যিশুর বাণী

B কৃপার শাস্ত্রের অর্থভেদ

C ফুলমণি ও করুণার বিবরণ

D মিশনারি জীবন

Solution

Correct Answer: Option B

বাংলা ভাষার আদি গ্রন্থ কৃপার শাস্ত্রের অর্থভেদ ।উল্লেখ্য 'কৃপার শাস্ত্রের অর্থভেদ ' মনোএল আসসুম্পসাঁউ নামক পর্তুগিজ খ্রিস্টান মিশনারি কর্তৃক রচিত বাংলা গদ্যগ্রন্থ .১৭৪৩ সালে লিসবন শহর থেকে গ্রন্থটি রোমান লিপিতে মুদ্রিত হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions