At the end of a banquet 10 people shake hands with each other. How many handshakes will there be in total?
Solution
Correct Answer: Option D
প্রথম ব্যক্তি ৯ জনের সাথে হাত মেলাবে (১০ - ১ = ৯)।
দ্বিতীয় ব্যক্তি আর ৮ জনের সাথে হাত মেলাবে (যেহেতু প্রথম ব্যক্তির সাথে তার হ্যান্ডশেক গণনা হয়ে গেছে)।
তৃতীয় ব্যক্তি আর ৭ জনের সাথে হাত মেলাবে।
...
নবম ব্যক্তি আর ১ জনের সাথে হাত মেলাবে।
দশম ব্যক্তির সাথে সকলের হ্যান্ডশেক আগেই গণনা হয়ে গেছে।
সুতরাং, মোট হ্যান্ডশেকের সংখ্যা = ৯ + ৮ + ৭ + ৬ + ৫ + ৪ + ৩ + ২ + ১ = ৪৫।