Percentage (488 টি প্রশ্ন )
(2/3) × (1/5) × (1/4) × x = 10
বা, 2x/60 = 10
বা, 2x = 600
বা, x = 300

300 এর 30% = 300 × (30/100) = 90
ধরি, প্রতিবার বৃদ্ধির হার = x%
প্রথম বৃদ্ধির পর বেতন = ৩০,০০০ + ৩০,০০০ × (x/100) = ৩০,০০০(1 + x/100)
দ্বিতীয় বৃদ্ধির পর বেতন = ৩০,০০০(1 + x/100) + ৩০,০০০(1 + x/100) × (x/100)
= ৩০,০০০(1 + x/100)(1 + x/100)
= ৩০,০০০(1 + x/100)²
সুতরাং,
৩০,০০০(1 + x/100)² = ৪৩,২০০
বা, (1 + x/100)² = ৪৩,২০০/৩০,০০০ = 1.44
বা, 1 + x/100 = √1.44 = 1.2
বা, x/100 = 1.2 - 1 = 0.2
বা, x = 20
Cindy-এর total record সংখ্যা = 80
Jazz record = 40% of 80 = (40/100) × 80 = 32

Blues record = বাকিগুলো = 80 – 32 = 48
Regular price = Tk. 450

Student discount = 20% of 450
                         = 20%×450
                         = 0.20×450
                         = 90 Tk.

So, student ticket price = 450 – 90
                                  = Tk. 360
প্রশ্নে বলা হচ্ছে, একটি পোশাক Discount-এ বিক্রির সময় Z টাকা মূল্য নির্ধারণ করা হলো। কিন্তু বিক্রয়ের সময় মূল্য ১৫% কমানো হলো। বিক্রেতা আবারো মূল্য ১০% কমালে তার বিক্রয়মূল্য কত হবে?

প্রশ্নানুসারে, 15% Discount দেয়ার পর Price = 0.85Z (Z x 15% ) = 0.85Z

∴ Staff দের পুনরায় Discount দেয়ার পর Price =0.85Z (0.85Z x 10%)
                                                             = 0.765Z
(প্রশ্ন-পরিষ্কার করার উদ্দেশ্যে যখন একটি তোয়ালেতে ব্লিচিং পাউডার প্রয়োগ করা হলো,তখন দেখা গেল এর দৈর্ঘ্য ২০% হ্রাস পেয়েছে এবং প্রস্থ ১০% হ্রাস পেয়েছে।তাহলে ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পেল?)

 দৈর্ঘ্য aএবং প্রস্থ b হলে ,আদি ক্ষেত্রফল =ab
২০% হ্রাস পাওয়ায় পরিবর্তিত দৈর্ঘ্য = a এর (100 -20)%
                =a এর 80% =80/100a=0.8a

১০% হ্রাস পাওয়ায় পরিবর্তিত প্রস্থ = b এর (100 -10)%
                     =90/100 × b=0.9b

অতএব পরিবর্তিত ক্ষেত্রফল =0.8a × 0.9b=0.72ab
অতএব ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন =(0.72ab - ab)/ab ×100
                        =28% (হ্রাস)
অতএব ক্ষেত্রফল 28% হ্রাস পায়।
এখানে, ২০% of p = q

=> ২০/১০০ × p = q

=> p/৫ = q

∴ q% of ২০ = p/৫ % of ২০ = ৪% of p
ধরি,
বিক্রি করা কলমের সংখ্যা = x

প্রাথমিকভাবে বাক্সে ছিল:
মোট কলম = 200 টি
লাল কলম = 200 * (25/100) = 50 টি
কালো কলম = 200 - 50 = 150 টি

বিক্রি করা কলমের মধ্যে:
কালো কলম = x * (60/100) = (3/5)x টি

বাক্সে বাকি থাকা কলমের মধ্যে:
মোট বাকি থাকা কলম = 200 - x টি
লাল কলম = (200 - x) * (20/100) = (200 - x) * (1/5) = (40 - x/5) টি
প্রাথমিকভাবে বাক্সে থাকা লাল কলম - বিক্রি করা লাল কলম = বাক্সে বাকি থাকা লাল কলম
⇒ 50 - (x - (3/5)x) = 40 - x/5
⇒ 50 - (2/5)x = 40 - x/5
⇒ (1/5)x = 10
⇒ x = 50
সুতরাং, বিক্রি করা কলমের সংখ্যা হলো 50 টি।
ধরি,
গত বছরের কোর্স ফি = 100 টাকা

বর্তমান বছরের কোর্স ফি = 100 + (x/100)*100 = (100 + x) টাকা

আরিফের প্রদেয় ফি = (100 + x) - (y/100)*(100 + x) = (100 + x)(1 - y/100) টাকা
প্রশ্নানুযায়ী,
আরিফের প্রদেয় ফি = গত বছরের কোর্স ফির 60%
⇒ (100 + x)(1 - y/100) = 100 * (60/100)
⇒ (100 + x)(1 - y/100) = 60
⇒ (100 + x) = 60 / (1 - y/100)
⇒ (100 + x) = 60 * (100 / (100 - y))
⇒ (100 + x) = 6000 / (100 - y)
⇒ 100 - y = 6000 / (100 + x)
⇒ y = 100 - (6000 / (100 + x))
⇒ y = (100*(100 + x) - 6000) / (100 + x)
⇒ y = (100x + 10000 - 6000) / (100 + x)
⇒ y = (100x + 4000) / (100 + x)
⇒ y = 100 * (x + 40) / (100 + x)
সুতরাং, y এর মান x এর পরিপ্রেক্ষিতে হলো 100 * (x + 40) / (100 + x)

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন


প্রশ্নঃ মোট নারীর 40% হলো ভোটার এবং মোট জনসংখ্যার 52% হলো নারী । এখন প্রশ্ন হলো মোট জনসংখ্যার কত শতাংশ নারী ভোটার ? 

 মনে করি, মোট জনসংখ্যা = 100 জন 

         Women দের সংখ্যা = 52 জন 

       Women দের ভোটার সংখ্যা = \((52 \times \frac{{40}}{{100}})\)  

                                          = 20.8 

    Shortcut: \(\frac{{A \times B}}{{100}} = \frac{{40 \times 52}}{{100}}\) = 20.8 


মনে করি ,
        সংখ্যাটি x

∴ x×৬৫%=৩৯
বা, x×৬৫/১০০=৩৯
বা,x×৬৫=৩৯×১০০
বা,x=(৩৯×১০০)/৬৫
∴ x=৬০
৫% of A + ৪% of B = ২/৩ (৬% of A + ৮% of B)

⇒ ৫/১০০ × A + ৪/১০০ × B = ২/৩ (৬/১০০ × A + ৮/১০০ × B)

⇒ ৫A/১০০ + ৪B/১০০ = ২/৩ (৬A/১০০ + ৮B/১০০)

⇒ (৫A + ৪B)/১০০ = ২/৩ × (৬A + ৮B)/১০০

⇒ ৩(৫A + ৪B) = ২(৬A + ৮B)

⇒ ১৫A + ১২B = ১২A + ১৬B

⇒ ১৫A - ১২A = ১৬B - ১২B

⇒ ৩A = ৪B 

⇒ A/B = ৪/৩

⇒ A : B = ৪ : ৩ 


কমানোর পরিমাণ = 2500 × 17.5%
= 2500 × (17.5/100)
= 2500 × 0.175
= 437.5 টাকা

সুতরাং, ঘড়ির দাম 437.5 টাকা কমানো হয়েছে।

নতুন দাম = আসল দাম - কমানোর পরিমাণ
= 2500 - 437.5
= 2062.5 টাকা

অতএব, ঘড়িটির নতুন দাম হবে 2062.5 টাকা।
শতকরা লাভ= (10/20) x 100
               = 50%
পূর্বমূল্য নতুন মূল্যের শতকরা কত ভাগ =
(পূর্বমূল্য÷বর্তমান মূল্য) ×100
=(350/700) x 100
= 50%


ধরি, x হচ্ছে 0.010 এর 200%
প্রশ্নমতে,  x = 200% of 0.010
          ⇒ x = (200/100) x 0.010 
            ∴ x = 0.02  
Total rise or fall in percentage = ± a ± b ± (ab/100)
                                           = 30 - 20 - {(30 x 20)/100}
                                           = 10 - 6 
                                           = 4% 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ধরি, আরো x গ্রাম চিনি যোগ করতে হবে। 
দ্রবণের চিনি আছে= (৩০০ এর ৪০%)
                      =(৩০০*৪০/১০০)=১২০ গ্রাম
∴ঐ দ্রবণে অন্য পদার্থ আছে=৩০০-১২০ = ১৮০ গ্রাম।
প্রশ্নমতে, (১২০+x)/১৮০= ৫০%/৫০%
⇒120+x=১৮০ 
⇒x= ১৮০-১২০ =৬০
ধরি,  30 এর x% = 150
⇒ 30 (x/100) = 150
⇒ x = (150x100)/30
∴ x = 500
All = Single + None - Both
⇒ 100 = 55 + 35 + none - 20 
⇒ 100 = 70 + none 
∴ none = 30  
Taxi fare = 10%
বাকি থাকে =  90%

40 mango = 100% টাকা 
20 mango = (100 x 20) / 40 = 50% টাকা 

20 mango কেনার পর থাকে = (90-50)% = 40%

100% টাকা  = 50 orange
40% টাকা = (50 x 40) / 100 = 20 টি
60% = 120
1% = 120/60
40%= (120*40)/60=80

Let the principle be P .
 According to the question,
(P x 1 x 5)/100 + (P x 1 x 6)/100 + (P x 1 x 8)/100 = 760
⇒ 5P/100 + 6P/100 + 8P/100 = 760
⇒ 19P = 760 x 100
⇒ P = (760 x 100)/19
∴ P =  4000
Hence, the principle is 4000.

Let The Number=X

Atq,X×15%×30%=18

X=(18×100×100)/(15×30)

X=400


My Examiner Solution-

ধরি,1/2এর x% হবে 3/4

So,

1/2 * x%=3/4

x=(3*2*100)/4

x=150%



ধরি, ক্রয়মূল্য = x টাকা এবং বিক্রয়মূল্য = y টাকা 
তিনগুণ লাভ = দ্বিগুণ বিক্রয়মূল্য - ক্রয়মূল্য 
তাহলে, 3(y-x) = 2y - x 
=> 3y - 3x = 2y - x   
=> y = 2x 
সুতরাং, লাভ = (y - x) = (2x - x) = x টাকা 
 
শতকরা লাভ = {(x/x)×100}%  = 100%  

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Let 'p' kgs of dry grapes are obtained from the 60 kgs of fresh grapes

=> \(\begin{array}{l}60\;\times\;\frac{40}{100}\;=\;\mathrm p\;\times\;\frac{60}{100}\\=>\;\mathrm p\;=\;40\;\mathrm{kgs}.\end{array}\)

Therefore, 40 kgs of Dry grapes are obtained from 60 kgs of Fresh grapes.


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0