Circles (55 টি প্রশ্ন )
দেওয়া আছে,
বড় গোলকের ব্যাসার্ধ = 16 সেমি
ছোট গোলকের সংখ্যা = 512টি

আমরা জানি,
গোলকের আয়তন = (4/3)πr³
বড় গোলকের আয়তন = (4/3)π × 16³ = (4/3)π × 4096
ছোট গোলকের ব্যাসার্ধ r হলে একটি ছোট গোলকের আয়তন = (4/3)πr³
512টি ছোট গোলকের মোট আয়তন = 512 × (4/3)πr³

বড় গোলকের আয়তন = সব ছোট গোলকের মোট আয়তন
(4/3)π × 16³ = 512 × (4/3)πr³
বা, 16³ = 512 × r³
বা, 4096 = 512 × r³
বা, r³ = 4096/512 = 8
বা, r³ = 8
বা, r = ∛8 = 2

এখানে, O হলো বৃত্ত ABC-এর বাইরের একটি বিন্দু। OA এবং OB হলো O বিন্দু থেকে বৃত্তের A এবং B বিন্দুতে টানা দুইটি স্পর্শক। জ্যামিতির এই নিয়ম অনুসারে, স্পর্শক দুইটি দৈর্ঘ্যে সমান হবে।

অতএব, OA = OB.
বৃত্তের ক্ষেত্রফল = πr²
যেখানে r হল বৃত্তের ব্যাসার্ধ।

প্রশ্ন অনুযায়ী, বৃত্তের ক্ষেত্রফল = 81π
তাহলে, πr² = 81π
⟹ r² = 81
⟹ r = 9 (যেহেতু ব্যাসার্ধ ধনাত্মক)

এখন, বৃত্তের পরিধি = 2πr
= 2π × 9
= 18π

সুতরাং, বৃত্তের পরিধি হল 18π।
(প্রশ্ন-একটি বৃত্তের AB এবং CD দুটি জ্যার মধ্যে, AB কেন্দ্রের কাছাকাছি। নিচের কোন প্রস্তাবটি সঠিক?)



বৃত্তের কেন্দ্র হতে যে জ্যার দূরত্ব যত বেশি,সে জ্যার দৈর্ঘ্য ও তত কম হবে।
চিত্র হতে স্পষ্ট বোঝা যাবে।
এখানে AB কেন্দ্রের কাছে।
অতএব AB > CD
(প্রশ্ন-একটি বৃত্তের ব্যাসার্ধ r থেকে r + x এ বাড়ানো হলে, বৃহত্তম জ্যা কত বাড়তে পারে?)

বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে তার ব্যাস।
বৃত্তের ব্যাসার্ধ r হলে ব্যাস 2r
ব্যাসার্ধ যখন (r+x), ব্যাস হবে  2(r+x) =2r+2x
অতএব  বৃদ্ধি পাবে =(2r+2x) - 2r =2x
(প্রশ্ন-চিত্রে, AB = 6 সেমি OA = 5 সেমি হলে, OD এর দৈর্ঘ্য কত?)


এখানে, AB = 6 cm
    OA = 5 cm
যেহেতু  OD লম্ব  AB
তাহলে D হবে  AB  এর মধ্যবিন্দু [ বৃত্তের কেন্দ্র হতে যেকোন জ্যা এর উপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখন্ডিত করে।
অতএব AD = 1/2 AB
= 1/2 × 6 = 3 cm
ΔOAD সমকোণী ত্রিভুজ।
অতএব OA2 = AD2 + OD2
বা, OD2 = OA2 – AD2
অতএব OD =√(OA2 – AD2)
     =√(52 – 32)
     = 4 cm.
(প্রশ্ন-একটি বৃত্তের দুটি পারস্পরিক লম্ব জ্যা AB এবং AC এর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি এবং 12 সেমি হলে, বৃত্তের ব্যাসার্ধ কত সেমি?)


AB লম্ব  ACঅতএব  ∠ BAC = 90°
বৃত্তের ব্যাসের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোন 90 ডিগ্রি হয় ।
অতএব BC অবশ্যই ঐ বৃত্তের ব্যাস।
অতএব বৃত্তটির ব্যাসার্ধ =1/2 BC
কিন্তু ABC সমকোণী ত্রিভুজে,পীথাগোরাসের সূত্র অনুযায়ী,
BC2 = AB2 + AC2
ওটোএব  BC =  √(AB2 + AC2) = √ (52 + 122) = 13 cm
অতএব ব্যাসার্ধ =1/2 × BC=1/2 × 13 =6.5 cm
(প্রশ্ন-যদি একটি বৃত্তের একটি জ্যা AB এর কেন্দ্রের মধ্য দিয়ে যায,তাহলে তাকে কি বলা হবে?)

কোনো জ্যা বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রম করলে ঐ জ্যা তার ব্যাসের সমান হয়।
অতএব AB বৃত্তটির ব্যাস বা diameter ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
 

 larger sphere  এর আয়তন = 4/2 π (9)3= 972π ঘন সেমি 108 কেজি এর আয়তন  972π   ঘন সেমি 1        ”                “       “                 972π/108 “      “  32  “               “            “                 972π x 32 /108 “    “                           &


 

if , radius = r then here, 2πr-2r=60                   or, r = 60/(2π-2)                   or,r= 14.008  




 

r=4

area =πr2= π42=16π

দুটি বৃত্তের মোট area = 16π+16π =32 π

Shaded region= 32 π-28π =4π


 

if , radius = r then here, 2πr-2r=60                   or, r = 60/(2π-2)                   or,r= 14.008    






ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন


 

Wrong answer







 

ধরে নেই ব্যাসার্ধ = ১০০

বৃত্তের ক্ষেত্রফলের সূত্রঃ π * (১০০)২ 

১০% বৃদ্ধিতে, বৃত্তের ক্ষেত্রফল দাঁড়াবে = π * (১১০)২ 

মোট বৃদ্ধি = π * (১১০)২ - π * (১০০)২ 

            = π * (১২১০০ - ১০০০০)

            = π * (২১০০)

এখন,

π * (১০০)২ ক্ষেত্রফলে বৃদ্ধি = π * (২১০০)

১০০ ক্ষেত্রফলে বৃদ্ধি = π * (২১০০) * ১০০ / [π * (১০০)২ ]



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0