দক্ষিণ আফ্রিকার প্রধান আদিবাসীদের নাম কি?
A কুলু
B জুলু
C মাসাই
D মাউরি
Solution
Correct Answer: Option B
জুলু দক্ষিণ আফ্রিকায় বসবাসরত উপজাতি। তাদের মূল বসতি হল দক্ষিণ আফ্রিকার কোয়া-জুলু নাটাল প্রদেশে। জুলুদের উৎপত্তি উত্তর কোয়া-জুলু নাটাল প্রদেশের একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী থেকে। জুলু জাতির জনক হিসেবে অভিহিত করা হয় জুলু কান্টোমভেলাকে যিনি ১৭০৯ সালে জুলু জাতির গোড়াপত্তন করেন।