জনসংখ্যা (23 টি প্রশ্ন )
ব্যাখ্যাঃ জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। প্রাকৃতিক পরিবেশের প্রধান তিনটি উপাদান হচ্ছে মাটি, বায়ু ও পানি। জনসংখ্যা বৃদ্ধির ফলে মাটি, বায়ু ও পানিই সবচেয়ে বেশি মাত্রায় দূষিত হচ্ছে। কাজেই বলা যায় যে, জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ।
এশিয়া হল সবচেয়ে জনবহুল মহাদেশ, যেখানে 4.5 বিলিয়নেরও বেশি লোক রয়েছে।
ভারতে সবচেয়ে বেশি লোক দাসত্বের শিকার এবং দেশটিতে আধুনিক দাসের সংখ্যা এক কোটি ৮৩ লাখ ৫০ হাজার। তবে শতকরা হিসেবে সবচেয়ে বেশি উত্তর কোরিয়ায় (জনসংখ্যার ৪.৩৭ শতাংশ)। 
World Population Prospects- 2022 অনুসারেঃ 
প্রকাশঃ জুলাই ২০২২,
প্রকাশকঃ জাতিসংঘের জনসংখ্যা বিভাগ
শিরোনামঃ World Population Prospects 2022

প্রতিবেদন অনুযায়ীঃ
জনসংখ্যার শীর্ষ দেশঃ চীন
দ্বিতীয়ঃ ভারত,
অষ্টমঃ বাংলাদেশ

ঘনত্বের দিক দিয়ে /প্রতি বর্গ কিমিঃ
প্রথমঃ মোনাকা (২৪,৪৬৭)
দ্বিতীয়ঃ সিঙ্গাপুর (৮,৭৪৯)
৬ষ্ঠঃ বাংলাদেশ (১,৩১৫)
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩।
প্রকাশক : জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)।
জনসংখ্যা (২০২৩): ৮০৪.৫০ কোটি।
নারী প্রতি প্রজনন : ২.৩ জন।
গড় আয়ু > পুরুষ : ৭১ বছর ও নারী : ৭৬ বছর।
সর্বাধিক নারী প্রতি প্রজনন হারের দেশ : নাইজার; ৬.৭ জন।
জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ : ভারত।
জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান : অষ্টম।
শীর্ষ ৫ জনবহুল দেশঃ ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, পাকিস্তান
সার্কাভুক্ত দেশগুলোর অবস্থানঃ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল।




ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন


• পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ মোনাকো এর প্রতি বর্গকিলোমিটারে প্রায় ২৬ হাজার লোক বসবাস করে।
• ইউরোপের এই ছোট দেশটি পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র। তবে ঘনবসতিপূর্ণ হলেও মোনাকোতে মানুষের জীবনযাত্রার মান খুবই উন্নত।







ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন




সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0