পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে ভারত কবে পাকিস্তানে পাল্টা আক্রমণ করে?
Solution
Correct Answer: Option D
- এপ্রিল মাসে ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগাম এলাকায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ওই হামলায় অন্তত ২৬ নিরীহ পর্যটক প্রাণ হারান।
- ভারত সরকার এ হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠনকে দায়ী এবং ইসলামাবাদের যোগসূত্রতার অভিযোগ করে।
- পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে ও তাদের সরকার এবং দেশের কারও সঙ্গে হামলার কোনো সম্পর্ক নেই বলে জানায়।
- এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ৭ মে রাতে পাকিস্তানের মাটিতে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারত।
- ভারত দাবি করে, তারা ‘সন্ত্রাসবাদবিরোধী অভিযান’ হিসেবে পাকিস্তানের মূল ভূখণ্ড ও পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের ৯টি শহরে মোট ২৪টি হামলা চালিয়েছে।
- পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে।