Which country has announced financial support to households to move away from the capital city?
Solution
Correct Answer: Option A
- South Korea সরকার একটি নতুন policy চালু করেছে যাতে মানুষকে রাজধানী Seoul থেকে দেশের অন্যান্য অঞ্চলে স্থানান্তর করতে উৎসাহিত করা হয়।
- এই কর্মসূচির আওতায় সরকার financial support দিচ্ছে — প্রতি পরিবার প্রায় ১০ মিলিয়ন Korean Won (যা প্রায় ৭,৫০০ মার্কিন ডলার) পর্যন্ত সাহায্য দিচ্ছে, যদি তারা Seoul ছেড়ে নির্ধারিত অন্য শহর বা অঞ্চলে চলে যায়।
- এর মূল উদ্দেশ্য হলো — Seoul-এর overpopulation, high housing cost, এবং infrastructure burden কমানো, এবং একই সঙ্গে দেশের অন্যান্য অংশে economic activity ও জনসংখ্যা distribution বাড়ানো।