Solution
Correct Answer: Option B
মধ্যযুগের বাঙ্গালি কবি - জয়দেব। তিনি সংস্কৃত ভাষায় কাব্য রচনা করেন। রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত 'গীত গোবিন্দম' কাব্যটি আদি বৈষ্ণব পদাবলির নিদর্শন। জয়দেব, বিদ্যাপতি ও চন্ডীদাস মধ্যযুগের ও বৈষ্ণব পদাবলির কবি। ২৮৬টি শ্লোক এবং ২৪টি গীতের সমন্বয়ে ১২ সর্গে এটি রচিত।