বাংলাদেশে নিযুক্ত বিদেশি দূতগণ কার কাছে পরিচয়পত্র পেশ করেন?
A রাষ্ট্রপতি
B প্রধানমন্ত্রী
C স্পীকার
D পররাষ্ট্রমন্ত্রী
Solution
Correct Answer: Option A
বাংলাদেশের রাষ্ট্রপতি হলে শাসন বিভাগের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি ও রাষ্ট্রপ্রধান। বিদেশি দূতগণ প্রথম তার কাছে পরিচয়পত্র পেশ করেন।
রাষ্ট্রপতি শপথ করানঃ
- প্রধানমন্ত্রী
- মন্ত্রী গনকে
- উপমন্ত্রী দেরকে
- প্রতিমন্ত্রী দের।
- স্পীকার।
- ডেপুটি স্পিকার
- প্রধান বিচারপতি কে