- স্বচ্ছ যুক্তবর্ণ: যে যুক্তবর্ণের প্রতিটি বর্ণের স্বরূপ স্পষ্ট দেখা যায়, তা-ই স্বচ্ছ যুক্তবর্ণ। - যেমন: ম্প, ঙ্খ, প্ট, প্ত, প্প, ন্স, জ্ব, ঞ, ণ্ড, ণ্ট, ণ্ঠ, ল্ট, ল্ড, ল্প, ফ, শ্চ, ইত্যাদি।
- অস্বচ্ছ যুক্তবর্ণ: যে যুক্তবর্ণের প্রতিটি বা কোনো একটি বর্ণ অস্পষ্ট, সে সব যুক্ত বর্ণকে অস্বচ্ছ যুক্তবর্ণ বলে। - যেমন: - ষ্ণ = (ষ্+ণ); - গ + ধ = গ্ধ; - জ + ঞ = জ্ঞ; - ক্ষ = (ক্+ষ); - হ্ম = (হ্+ম); - গু = (গ্+উ) ইত্যাদি।
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকাহিনী ভিত্তিক রচনা 'অসমাপ্ত আত্মজীবনী' । -২০০৪ সালে বঙ্গবন্ধুর হাতে লেখা চারটি খাতা আকস্মিকভাবে তাঁর কন্যা দেশরত্ন শেখ হাসিনার হস্তগত হয় । - মূল্যবান এ খাতাগুলিই পরবর্তীতে 'অসমাপ্ত আত্মজীবনী' নামে জুন,২০১২ সালে প্রকাশিত হয়. - ১৯৬৬-১৯৬৯ সময়কালীন ১৯৬৭ সালের মাঝামাঝি ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরিণ থাকা অবস্থায় বঙ্গবন্ধু তাঁর জন্ম ,শৈশব ও কৈশোর থেকে ১৯৫৫ সাল পর্যন্ত রাজনৈতিক ঘটনাবলি লিখেছেন । - এটি The unfinished Memoirs নামে ইংরেজিতে অনুবাদ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড.ফক্রুল আলম । - গ্রন্থটির ভূমিকা লিখেছে শেখ হাসিনা। - প্রচ্ছদ তৈরি করেছেন সমর মজুমদার ।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল খুবই হতাশাব্যঞ্জক ও বিতর্কিত। - মার্কিন সরকারি নীতি পাকিস্তানপন্থি হলেও কংগ্রেস এবং সিনেটের বিপুল সংখ্যক সদস্য, সরকারি কতিপয় আমলা ও বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। - মার্কিন গণমাধ্যম, জনমতও ছিল বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল। - মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন রিচার্ড নিক্সন। - সেক্রেটারি অব স্টেট উইলিয়াম রজার্সের এক প্রেস বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৯৭২ সালের ৪ এপ্রিল। - বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক এবং ঢাকায় দূতাবাস প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালের ১৮ই মে। - হার্বার্ট ডি. স্পাইভ্যাক হন ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স। - ঢাকায় প্রথম অ্যামব্যাসেডর এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড প্লেনিপটেনটিয়ারি ছিলেন ডেভিস ইউজিন বোস্টার
-১৯৬৮ সালে সালের নভেম্বর মাসে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে গড়ে উঠে এক দুর্বার আন্দোলন যা উনসত্তের গণঅভ্যুত্থান হিসেবে পরিচিত। -১৯৬৯ সালের ২০ জানুয়ারি ছাত্রসমাজের ১১ দফা কর্মসুচিতে ছাত্রনেতা আমানুল্লাহ আসাদুজ্জামান (আসাদ) পুলিশের গুলিতে নিহত হন। -এরপর ২১, ২২, ২৩ জানুয়ারি শোক পালনের মধ্যে দিয়ে ঢাকায় সর্বস্তরের মুক্তিপাগল জনগ্ণনের অংশগ্রহণের মাধ্যেমে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়। -এর পর থেকে ২৪ জানুয়ারি প্রতি বছর গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়। -আইয়ুব খান বিরোধী এ আন্দোলনে নিহত হওয়ায় তৎকালীন আইয়ুব গেট এর নাম পরিবর্তন করে শহিদ আসাদের নামে করা হয় আসাদ গেট।
- ২৬ জুলাই থেকে ১১ আগস্ট, ২০২৪ সালে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়, যা প্যারিস অলিম্পিক, ২০২৪ নামে পরিচিত। - এতে ২০৬টি দেশ থেকে অ্যাথলিটরা ৩২টি খেলায় ৩২৯টি পদকের জন্য প্রতিযোগিতা করে। - এ আসরে সবচেয়ে বেশি পদক লাভ করে যুক্তরাষ্ট্র (১২৬টি) এবং পদকে ২য় স্থানে রয়েছে চীন (৯১টি)। - চীন ও যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি স্বর্ণপদক পায়। - দুটি দেশ ৪১টি করে স্বর্ণপদক পায়। - আর ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের থিমস ছিল সবার জন্য উন্মুক্ত গেমস।
- কবি জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। - তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক, প্রাবন্ধিক ও অধ্যাপক।
- ছাত্রাবস্থায় তাঁর প্রথম কবিতা ‘বর্ষ-আবাহন’ ব্রহ্মবাদী পত্রিকায় (বৈশাখ ১৩২৬/এপ্রিল ১৯১৯) প্রকাশিত হয়।
- মূলত কবি হলেও তিনি অসংখ্য ছোটগল্প, কয়েকটি উপন্যাস ও প্রবন্ধগ্রন্থ রচনা করেন। - তাঁর প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক প্রকাশিত হয় ১৯২৭ সালে। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হচ্ছে- - ধূসর পান্ডুলিপি (১৯৩৬), - বনলতা সেন (১৯৪২), - মহাপৃথিবী (১৯৪৪), - সাতটি তারার তিমির (১৯৪৮), - রূপসী বাংলা (রচনাকাল ১৯৩৪, প্রকাশকাল ১৯৫৭), - বেলা অবেলা কালবেলা (১৯৬১)। - এছাড়াও বহু অগ্রন্থিত কবিতা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।
- তাঁকে বাংলা ভাষার 'শুদ্ধতম কবি' বলে আখ্যায়িত করা হয়ে থাকে। - এছাড়াও তিনি 'রূপসী বাংলার কবি', 'নির্জনতার কবি', 'তিমির হননের কবি', 'ধূসরতার কবি' প্রভৃতি নামেও পরিচিত। - ১৯৫৪ সালের ২২ অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।
- দেশে ২৯টি গ্যাসক্ষেত্রের মধ্যে বর্তমানে ২০টি গ্যাসক্ষেত্র থেকে নিয়মিত গ্যাস উত্তোলন করা হচ্ছে। - এসব গ্যাসক্ষেত্রে সব মিলিয়ে গ্যাস আছে ৮.৪৬ টিসিএফ। - দেশের ৬০ শতাংশ গ্যাসের যোগান আসে বিবিয়ানা থেকে। - মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান শেভরন এতদিন বিবিয়ানা থেকে দৈনিক ১ হাজার ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করলেও, এখন তা কমে নেমে এসেছে ১ হাজার ১০০ মিলিয়নে।
- কতকগুলো noun দেখতে plural এর মত মনে হলেও এরা সর্বদা singular হিসেবে ব্যবহৃত হয় । - যেমন : Mathematics ,Ethics ,Economics ,News ,Physics ইত্যাদি । - এগুলোর পরে সবসময় singular verb বসে । - সঠিক উত্তরঃ Economics is my favourite subject.
- কোনো বাক্যে Last night, last week, previous day, ago, before, long ago, yesterday ইত্যাদি অতীত নির্দেশক শব্দ থাকলে বাক্যটি past indefinite tense-এ হয়। - অর্থাৎ subject এর পরে verb এর past form বসে। - সঠিক বাক্যটি হবে: He did not eat rice last night.
- এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নায়ক শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতিও দেওয়া হয়। - এই সংশোধনীর দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। - জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান ৪৫-এর স্থলে ৫০ করা হয়।
• কোনো লেন্সের অভিসারী বা অপসারী করার সামর্থ্যকে তার ক্ষমতা বলে। • এক মিটার ফোকাস দূরত্ববিশিষ্ট কোনো লেন্সের ক্ষমতাকে ডায়াপ্টার (Dioptre) বলে। • চক্ষু বিশেষজ্ঞরা চশমার কাচের যে ক্ষমতা লিখে থাকেন তা ডায়াপ্টার এককে লিখেন ।
- দিয়েগো গার্সিয়া, ব্রিটিশ ভারত মহাসাগরীয় অঞ্চল ভারতের প্রান্ত থেকে ৭ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে অবস্থিত। - দিয়েগো গার্সিয়া হল একচেটিয়াভাবে একটি সামরিক স্থাপনা যা ছাগোস দ্বীপপুঞ্জের একটি ছোট হোস্ট কান্ট্রি অ্যাটলে অবস্থিত। - এটি যুক্তরাজ্যের অধীনের একটি অঞ্চল।
- দক্ষিণ চীন সাগরের পার্ল রিভার ডেল্টার কাছে অবস্থিত এশিয়া মহাদেশের সর্বশেষ ইউরোপীয় উপনিবেশ ম্যাকাও, যা প্রায় ৪৪২ বছর ধরে পর্তুগিজ ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। - ১৫১৩ সালে পর্তুগিজ অভিযাত্রী জর্জ আলভরিস সর্বপ্রথম এই ক্ষুদ্র দ্বীপে পৌঁছেন। - ১৫৫৩ সালে সেখানে পর্তুগিজ ব্যবসায়ীদের অস্থায়ী ঘাঁটি স্থাপনের অনুমতি দেওয়া হয়। - পর্তুগাল ১৫৫৭ সালে উপদ্বীপটি চীনের কাছ থেকে ভাড়া নিয়ে সেখানে এশিয়ার প্রথম ইউরোপীয় বাণিজ্য কেন্দ্র প্রতিষ্ঠা করে এবং ১৮৮৮ সালে ম্যাকাও এর ওপর সার্বভৌম ক্ষমতার চূড়ান্ত ঘোষণা দেয়। - ১৯৫১ সাল থেকে ম্যাকাও পর্তুগাল এর একটি প্রদেশ হিসেবে বিবেচিত হত। - এরপর ১৯৮৭ সালের ১৩ এপ্রিল চীন এবং পর্তুগাল একটি যৌথ ঘোষণায় স্বাক্ষর করে এবং সেই ঘোষণার রূপরেখা অনুযায়ী "এক দেশ, দুই নীতি" বাস্তবায়নের লক্ষ্যে ম্যাকাও ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর চীনের অধীনস্থ হয়।
- থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরক্সিন হরমোন মানুষের বৃদ্ধি এবং বিকাশে ভূমিকা রাখে। - থাইমাস হলো রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি বিশেষ প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ। - থাইমাসের মধ্যে থাইমাস কোষ, লিম্ফোসাইট বা টি কোষ পরিপক্ক হয়। - টি কোষ অভিযোজিত রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে শরীর বহিরাগত আক্রমণকারীদের সাথে খাপ খায়। থাইমাস বুকের উপরের অংশে অবস্থিত।
- সৈয়দ মুজতবা আলী রচিত রোমান্সধর্মী ভ্রমণকাহিনী নির্ভর প্রেমের উপন্যাস 'শবনম' (১৯৬০)। - শবনম ও মজনু চরিত্রের মাধ্যমে এ উপন্যাসের গতিপথ নির্ধারিত। - নায়িকা শবনমের বিখ্যাত উক্তি- 'আমার বিরহে তুমি অভ্যস্ত হয়ে যেয়ো না, আমার মিলনে তুমি অভ্যস্ত হয়ে যেয়ো না / । সৈয়দ মুজতবা আলী রচিত উপন্যাস:
- পঙক্তিটির রচয়িতা হলেন রামনিধি গুপ্ত। - তিনি নিধু বাবু নামে পরিচিত। - রামনিধি গুপ্ত বাংলা টপ্পা সঙ্গীতের একজন মহান সংস্কারক। - তার একটি গীতিকা সংকলনের নাম 'গীতিরত্ন' (১৮৩৭)
- অতুল প্রাসাদ সেন এর পঙক্তি - ''মোদের গরব , মোদের আশা /আ-মরি বাংলা ভাষা'' ,
• বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হিসেবে পরিচিত প্রমথ চৌধুরী। • তিনি 'বীরবল' ছদ্মনাম ব্যবহার করে অনেক রচনা প্রকাশ করেন। • তাঁকে বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক বলা হয়। • 'বীরবলের হালখাতা' তাঁর রচিত প্রথম চলিত রীতির গদ্য রচনা। • তিনি মাসিক সবুজপত্র (১৯১৪) পত্রিকা সম্পাদনা করতেন। • তাঁর রচিত প্রবন্ধগ্রন্থঃ - তেল নুন লকড়ি, - বীরবলের হালখাতা, - নানা কথা, - আমাদের শিক্ষা, - রায়তের কথা, - নানাচর্চা, - প্রবন্ধ সংগ্রহ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
ব্যাখ্যা: 1. শব্দের অবস্থান নিয়ম: - তিনটি শব্দ থাকলে: [Adverb] [Adjective] [Noun] - দুটি শব্দ থাকলে: [Adjective] [Noun]
2. C অপশনে বিশ্লেষণ: - "a" (article) এর পর তিনটি শব্দ: happy [Adjective] home [Adjective] life [Noun] - "home" এখানে "life" কে modify করছে, তাই এটি adjective
3. অন্য অপশনগুলির বিশ্লেষণ: A) I have good [Adjective] home [Noun] B) He went home [Adverb] - কাজের দিকে নির্দেশ করছে D) Is he home [Adverb] yet? - অবস্থান বোঝাচ্ছে
4. Preposition/article এর পর: - একটি শব্দ থাকলে সেটি noun - দুটি শব্দ থাকলে শেষেরটি noun, আগেরটি adjective
এই নিয়মগুলি অনুসরণ করে দেখা যায়, শুধুমাত্র C অপশনে 'home' adjective হিসেবে ব্যবহৃত হয়েছে, যেখানে এটি 'life' নামক noun-কে modify করছে।
উত্তরঃ D) knocking 1. বাক্য গঠনঃ এখানে 'can hear' এর পরে একটি perception verb structure ব্যবহৃত হয়েছে।
2. Perception verb structure: যখন আমরা কোনো ইন্দ্রিয়গ্রাহ্য ক্রিয়া (দেখা, শোনা, অনুভব করা) বর্ণনা করি, তখন এই কাঠামো ব্যবহার করি: [perception verb] + [object] + [verb+ing]
3. প্রয়োগঃ 'can hear' হল perception verb 'someone' হল object 'knocking' হল verb+ing form
4. অর্থঃ "আমি কাউকে দরজায় আঘাত করতে শুনতে পাচ্ছি" - এটি একটি চলমান ক্রিয়া বোঝায়।
5. অন্য অপশনগুলি কেন ভুলঃ A) 'to be knocking' - অর্থহীন, এই কাঠামোতে 'to be' প্রয়োজন নেই। B) 'knock' - যদিও এটি ব্যবহার করা যায়, প্রশ্নে শুধু একটি উত্তর চাওয়া হয়েছে। C) 'to knock' - 'to' infinitive এই কাঠামোতে ব্যবহৃত হয় না।
তাই, সঠিক উত্তর হল D) knocking, যা perception verb structure এর সাথে সামঞ্জস্যপূর্ণ এবং চলমান ক্রিয়া বোঝায়।
- ভাসানচর মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা একটি চর। - এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের অন্তর্গত ‘ঠেঙ্গার চর’ ও ‘জালিয়ার চর’ এই দুই দ্বীপ মিলিয়ে এর নামকরণ করা হয় ভাসান চর। - বর্তমানে এর আয়তন ২৫ বর্গমাইল (৬৫ বর্গ কি.মি.)।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ২৬ জুন, ১৮৩৮ সালে (বাংলা- ১৩ আষাঢ়, ১২৪৫)। পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। - আদিনিবাস- হুগলী জেলার দেশমুখো গ্রাম।
- বঙ্কিমচন্দ্রের পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ও মাতা দুর্গাসুন্দরী।
- 'পালামৌ' ভ্রমণকাহিনীর লেখক সঞ্জীব চট্টোপাধ্যায় তাঁর ভাই।
- তিনি ১৮৪৯ সালে মাত্র এগারো বছর বয়সে পাঁচ বছর বয়সী মোহিনীদেবীকে বিয়ে করেন।
- ১৮৫৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষায় উত্তীর্ণ প্রথম স্নাতকদের মধ্যে তিনি একজন।
- তিনি ১৮৫৮ সালে যশোরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং পরে ম্যাজিস্ট্রেট হিসেবে ৩৩ বছর চাকরি করে ১৮৯১ সালে অবসরগ্রহণ করেন। - চাকরিসূত্রে খুলনায় ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে নীলকরদের অত্যাচার দমন করেছিলেন।
- তিনি ১৮৫২ সালে ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' পত্রিকায় কবিতা লিখে সাহিত্যচর্চায় আত্মনিয়োগ করেন।
- বঙ্কিমচন্দ্রের মোট গ্রন্থের সংখ্যা ৩৪টি। তাঁর সাহিত্যিক জীবন মাত্র ২২ বছর।
- তিনি 'বঙ্গদর্শন' (১৮৭২) পত্রিকা সম্পাদনা (১৮৭২- ১৮৭৬) করেন। - 'বঙ্গদর্শন' পত্রিকার অন্যতম লেখক ছিলেন- রামকৃষ্ণ মুখোপাধ্যায়, অক্ষয়চন্দ্র সরকার এবং হরপ্রসাদ শাস্ত্রী।
- তিনি বহুমূত্র রোগে আক্রান্ত হয়ে ৮ এপ্রিল, ১৮৯৪ খ্রিষ্টাব্দে (বাংলা- ২৬ চৈত্র, ১৩০০) কলকাতায় মারা যান।
- লোকসাহিত্য হলো সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত কিন্তু অলিখিত সাহিত্য যা গাধাকাহিনী, গান, ছড়া, প্রবাদ / প্রবচন, ডাক, খনার বচন ইত্যাদির সামষ্টিক রূপ। - খনার বচন প্রধানত কৃষিভিত্তিক। - খনার বচন ৮ম থেকে ১২শ শতাব্দীর মধ্যে রচিত হলেও মধ্যযুগের শুরুতে এগুলো সমৃদ্ধি লাভ করে। - বৌদ্ধ সমাজে যেমন ডাকের বচনের উৎপত্তি হয়েছিল, তেমনি হিন্দু সমাজে খনার বচনের সৃষ্টি হয়েছিল। - এগুলোর মাধ্যমে প্রধানত কৃষি, আবহাওয়া, সমাজের পরিচয় সম্পর্কে বহুবিধ ধারণা পাওয়া যায়; যার ফলে জীবনযাপন শুদ্ধ ও সমৃদ্ধ হয়ে ওঠে।
খনার বচনের উদাহরণ: - কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। - একে তো নাচুনি
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
ভাষা আন্দোলনের উপর প্রথম সংকলন গ্রন্থ ‘একুশে ফেব্রুয়ারি’ এর সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান। এতে ৬ টি বিভাগে ২২ জন লেখকের লেখা আছে। প্রকাশক ছিলেন মোহাম্মদ সুলতান। - হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় ১৬ খন্ডে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র (১৯৮২-৮৩) প্রকাশিত হয়। এটি তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ কাজ। - এককভাবে বাংলায় অনুবাদ করেন হোমারের ওডিসি (১৯৮৭)।
• তাঁর মৌলিক গ্রন্থগুলির মধ্যে রয়েছে: - বিমুখ প্রান্তর (১৯৬৩), - আরো দুটি মৃত্যু (১৯৭০), - মূল্যবোধের জন্যে (১৯৭০), - আধুনিক কবি ও কবিতা (১৯৬৫), - আমার ভেতরের বাঘ (১৯৮৩) - সীমান্ত শিবিরে (১৯৬৭), - আর্ত শব্দাবলী (১৯৬৮), - প্রতিবিম্ব (১৯৭৬), - শোকার্ত তরবারী (১৯৮২), - যখন উদ্যত সঙ্গীন (১৯৭২), - সাহিত্য প্রসঙ্গ (১৯৭৩), - দক্ষিণের জানালা (১৯৭৪) ইত্যাদি।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।