বাংলাদেশ ডাক বিভাগ (পোস্টম্যান) - ০৫.০৫.২০২৩ (67 টি প্রশ্ন )
মালালা ইউসুফজাই ১৯৯৭ সালে পাকিস্তানে জন্মগ্রহণ করেন। সারা বিশ্বে তিনি শিক্ষা আন্দোলনকর্মী হিসেবে পরিচিত। তিনি ২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে নারী শিক্ষার অধিকারের লড়াইয়ে অবদান রাখায় নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
খাদ্যে পরিমাণ মতো শর্করা, আমিষ এবং স্নেহ পদার্থ থাকার পরেও জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য এক ধরনের খাদ্য উপাদানের প্রয়োজন হয়। ঐ খাদ্য উপাদানকে ভিটামিন বলে। কয়েকটি ভিটামিন স্নেহ জাতীয় পদার্থে দ্রবীভূত হয়, আবার কয়েকটি পানিতে দ্রবীভূত হয়। পানিতে দ্রবণীয় ভিটামিন ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। স্নেহে দ্রবণীয় ভিটামিন: ভিটামিন এ, ডি, ই এবং কে।
নবাব সিরাজউদ্দৌলা এবং ইস্ট-ইন্ডিয়া কোম্পানির মধ্যে ভাগীরথী নদীর তীরে অবস্থিত পলাশীর প্রান্তরে ২৩ জুন, ১৭৫৭ সালে যে যুদ্ধ সংঘটিত হয় তা পলাশীর যুদ্ধ নামে পরিচিত। নবাবের প্রধান সেনাপতি মীরজাফরের বিশ্বাসঘাতকতায় নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটলে উপমহাদেশে ইংরেজ শাসনের ভিত্তি স্থাপিত হয়।
পরমাণুর বিভাজনের মাধ্যমে প্রাপ্ত শক্তিকে কাজে লাগিয়ে যে বোমা তৈরি করা হয় তাকে পারমাণবিক বোমা বলে। ফিশন প্রক্রিয়ায় এ বোমা তৈরি হয়। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ওপেন হেইমার পারমাণবিক বোমা আবিষ্কার করেন। ফিশন প্রক্রিয়ায় পরমাণুর বিভাজনের মাধ্যমে প্রচুর শক্তি নির্গত হয়। পারমাণবিক বোমা তৈরিতে ইউরেনিয়াম ২৩৫ ব্যবহার করা হয়।
কম্পিউটারের যে অংশ Data processing এর কাজ করে থাকে তাকে Central Processing Unit (CPU) বলে। CPU তৈরিতে Microprocessor লাগে। CPU-কে কম্পিউটারের মস্তিষ্ক ও Heart বলা হয়। ১৯৭১ সালে ড. টেড হফ Microprocessor তৈরি করেন। CPU তিনটি অংশ নিয়ে গঠিত। যথা: Arithmetic Logic Unit (ALU). Control Unit ও Register.

-মুদ্রা : দেশ

-ইয়েন : জাপান

-ইউয়ান : চীন

-ডলার :  যুক্তরাষ্ট্র, হংকং, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া প্রভৃতি


বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে ১০:৬ বা ৫:৩ এবং মাঝের লাল বর্ণের বৃত্তটির ব্যাসার্ধ হবে দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ অর্থাৎ ৫:৩:১। ২ মার্চ, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম পতাকা উত্তোলন করা হয়। সরকারিভাবে বর্তমান পতাকাটি প্রথম গৃহীত হয় ১৭ জানুয়ারি, ১৯৭২। এর নকশাকার পটুয়া কামরুল হাসান।
ব্ল্যাক বক্স একটি যন্ত্র যাতে বিমান উড্ডয়নের শুরু থেকে অবতরণ পর্যন্ত সমস্ত ঘটনা রেকর্ড করা থাকে। এটিকে বিমানের ফ্লাইট ডেটা রেকর্ডারও বলা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়। ১৯৯৬ সাল থেকে এ দিনটি 'জাতীয় শিশু দিবস' হিসেবে পালিত হয়ে আসছে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
মুজিববর্ষ হলো বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালনের জন্য ঘোষিত বর্ষ। ১২ জানুয়ারি, ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের যৌথ সভায় মুজিববর্ষ উদযাপনের ঘোষণা (সিদ্ধান্ত) দেয়া হয়। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ জানুয়ারি, ২০২০ সালে মুজিববর্ষ উদযাপনের ক্ষণগণনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। মুজিববর্ষের সময়কাল ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত। কিন্তু করোনা ভাইরাসের কারণে ১৬ ডিসেম্বর, ২০২১ সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। মহামারি করোনার কারণে মুজিববর্ষের ঘোষিত কর্মসূচি শেষ করতে না পারায় মুজিববর্ষের সময়কাল ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় কমিটি ও জাতীয় বাস্তবায়ন কমিটির মেয়াদ ৩১ মার্চ, ২০২২ সাল পর্যন্ত পুনরায় বর্ধিত করা হয়।


Flexible (নমনীয়) এর synonym হচ্ছে Pliant (নমনীয়)।
Hard কঠিন;
weak- দুর্বল;
stubborn- একগুঁয়ে।
Optimist (আশাবাদী) এর antonym হচ্ছে pessimist (দুঃখবাদ)।
Idealist- ভাববাদী;
activist- সক্রিয় অংশগ্রহণকারী
fundamentalist- মৌলবাদী।
শুদ্ধ বানান: Anniversary (বার্ষিকী)।


"Derivative" শব্দটিই উত্তর। "Sweetly" শব্দটি "sweet" শব্দ থেকে উদ্ভূত বা গঠিত। এই প্রসঙ্গে, "derivative" বলতে এমন একটি শব্দকে বোঝায় যা অন্য শব্দ থেকে কোনও ব্যাকরণগত বা রূপতাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়।

"Sweetly" শব্দটি "sweet" শব্দের সাথে একটি -ly প্রত্যয় যুক্ত করে গঠিত হয়। প্রত্যয় হলো শব্দের শেষে যুক্ত হওয়া এমন একটি বর্ণ বা বর্ণসমষ্টি যা শব্দের অর্থ পরিবর্তন করে। এই ক্ষেত্রে, -ly প্রত্যয়টি "sweet" শব্দের অর্থকে "in a sweet way" বা "sweetly" অর্থে পরিবর্তন করে।

অন্যদিকের উদাহরণ হল:

* Big - bigger - biggest (adjectives)
* Walk - walked - walking (verbs)
* Happy - happiness (nouns)

এই উদাহরণগুলিতে, প্রত্যয়গুলি শব্দের অর্থ পরিবর্তন করে। প্রত্যয়গুলি ব্যাকরণগত এবং রূপতাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমে শব্দ গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Adjective Horrible (ভয়ানক) Adverb Horribly (ভয়ানকভাবে)

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
অপশনগুলোর মধ্যে শুধু into শব্দটি preposition হিসেবে এবং অন্যান্য অপশনগুলো conjunction হিসেবে ব্যবহৃত হয়।
শূন্যস্থানে Latter (পরবর্তী) বসালে বাক্যটির অর্থ যথাযথ হবে। The latter part of this book is interesting- এই বইয়ের পরবর্তী অংশ খুব মজার।
সাধারণত একটি মাত্র দ্বীপ, পর্বত হ্রদ ইত্যাদির নামের পূর্বে article বসে না। যেমন- Everest. Sandwip Lake Chilka ইত্যাদি।
সাধারণত 'h' দিয়ে শুরু হওয়া শব্দের পূর্বে article হিসেবে a বসে। তবে শব্দের শুরুতে 'h' যদি অনুচ্চারিত থাকে তাহলে এর পূর্বে an বসে।
প্রদত্ত বাক্যের শূন্যস্থানে flown বসবে। কারণ has এর পরে verb এর past participle form বসে। Fly এর past participle form হচ্ছে flown.
Beat ( আঘাত করা) এর past এবং past participle form হচ্ছে যথাক্রমে beat এবং beaten.
ইংরেজি ভাষায় ১৪টি Primary auxiliary রয়েছে। যথাঃ am is are, was, were, be. been. being, have, has, had, do, does, did.
Ram - Eve (ভেড়ী)
Stallion - Mare (ঘোটকী)
Singular number এর শেষে um থাকলে um এর পরিবর্তে a বসিয়ে plural করা যায়। যেমন- Datum -> Data.
Noun প্রধানত দুই প্রকার। যথা: 1. Concrete noun 32. Abstract Noun.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Parts of Speech ৮ প্রকার। যথা:
1. Noun,
2. Pronoun.
3. Adjective,
4. Verb,
5. Adverb
6. Preposition,
7. Conjunction,
8. Interjection.
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0