গ্লাসনস্ত ও পেরেস্ত্রইকা নীতিটি কোন নামে পরিচিত?
Solution
Correct Answer: Option A
- ১৯১৭ সালে রুশ বিপ্লবের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।
- তখন থেকে সমাজতন্ত্র ব্যবস্থার বা পার্টির ও রাষ্ট্রের ক্ষমতাসীন নেতাদের বিরোধিতা বা সমালোচনা করার অবকাশ সম্পূর্ণরূপে রুদ্ধ করা হয়।
- ১৯৮৫ সালে মিখাইল গর্ভাচেভ ক্ষমতা গ্রহণের পর সোভিয়েত ইউনিয়নের সংস্কার কার্যক্রম শুরু করে।
- সংস্কারের অংশ হিসেবে ১৯৮৭ সালে গ্লাসনস্ত (কথা বলার স্বাধীনতা) এবং পেরেস্রোইকা (আরো গণতন্ত্র, আরো সমাজতন্ত্র) নীতিগ্ৰহণ করে।
- এ নীতির কারণেই ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায় বলে বিশেষজ্ঞরা মনে করেন।