৩টি ৫ টাকায় কিনে ৫টি ৯ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হয়?
Solution
Correct Answer: Option C
১ টি পণ্যের ক্রয়মূল্য ৫/৩ টাকা
আবার,
১ টি পণ্যের বিক্রয়মূল্য ৯/৫ টাকা
∴ লাভ = (৯/৫) - (৫/৩)
= (২৭ - ২৫)/১৫
= ২/১৫
৫/৩ টাকায় লাভ হয় ২/১৫ টাকা
∴ ১ টাকায় লাভ হয় (২ × ৩)/(১৫ × ৫) টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (২ × ৩ × ১০০)/(১৫ × ৫) টাকা
= ৮ টাকা