সমাজসেবা অফিসার - ২০০৬ (96 টি প্রশ্ন )
- স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক।
- ১৯৭৭ সালে সরকার এ পুরস্কার প্রবর্তন করেন।
- বাংলা একাডেমি পুরস্কার বাংলাদেশে সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার।
- বাংলা ভাষা ও সাহিত্যক্ষেত্রে অবদানের স্বীকৃতস্বরূপ ১৯৬০ সালে 'বাংলা একাডেমি পুরস্কার' প্রবর্তন করা হয়।
- একুশে পদক দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক। ১৯৭৬ সালে এটি প্রবর্তন করা হয়।
মগ বাংলাদেশের উপজাতিদের একটি এরা বান্দরবান জেলায় বসবাস করে।
মগ শব্দটি আরাকানের মারমা ও আরাকান/রাখাইনদেরকে বোঝাতে বাংলা ও দক্ষিণ এশিয়ার অন্যান্য জনগোষ্ঠীর ইতিহাসের আলোচনায় ব্যবহৃত হয়।
ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে আরাকানের ম্রক উ এর রাজ্য বাংলার চট্টগ্রাম অঞ্চলে তার অঞ্চল সম্প্রসারণ করে।
আরাকান রাজ্যের নৌবাহিনী মগ নাবিক বা মগ জলদস্যু নামে পরিচিত ছিল।


- ভারতের জনক ও অহিংস আন্দোলনের প্রবক্তা মহাত্মা গান্ধীর রাজনৈতিক নেতৃত্বের উত্থান ঘটে দক্ষিণ আফ্রিকায়।
-তার আসল নাম মোহনদাস করমচাঁদ গান্ধী।
-কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ‘মহাত্মা' উপাধি দেন।
-উল্লেখ্য, মহাত্মা গান্ধী 'দি ক্রনিকেল' নামে দক্ষিণ আফ্রিকার পত্রিকাটি সম্পাদনা করতেন এবং সেই সাথে ঐখানে থাকাকালীন ‘দি ইন্ডিয়ান অপিনিয়ন' নামে পত্রিকাটিরও সম্পাদক ছিলেন
সিসমোগ্রাফ (Seismograph) ভূমিকম্প মাপক যন্ত্রের নাম। সিসমোগ্রাফ ও সিসমোমিটার মূলত একই প্রকার যন্ত্র ।
সংবিধানের ১২৩ নং অনুচ্ছেদের ৩ নং দফার ক এবং খ উপদফায় জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রসঙ্গে উল্লেখ করা আছে।
- ক উপদফা অনুযায়ী মেয়াদ অবসানের কারণে সংসদ ভাঙ্গার ক্ষেত্রে পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হয় এবং বিদ্যমান সদস্যদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত নবনির্বাচিতরা সংসদ সদস্যরা শপথ গ্রহণ করতে পারবেন না।
- খ উপদফা অনুযায়ী মেয়াদ অবসান ব্যতীত অন্যকোন কারণে সংসদ ভেঙে গেলে ভাঙার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হয়।
• ম্যাপল পাতার দেশ/লিলি ফুলের দেশ - কানাডা
• মুক্তার দেশ - কিউবা
• ক্যাঙ্গারুর দেশ/ পশমের দেশ - অস্ট্রেলিয়া
• মেডিটেরিয়নের দেশ - জিব্রাল্টার
• সিল্ক রুটের দেশ - ইরান
• পশুপালনের দেশ - তুর্কিস্তান
• প্রাচীরের দেশ - চীন
• ল্যান্ড অব মার্কেল/মার্বেলের দেশ - ইতালি
• পঞ্চম ড্রাগনের দেশ - তাইওয়ান
• ব্রহ্মদেশ - মিয়ানমার
- ওয়াল স্ট্রিট মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত।
- ওয়াল স্ট্রিট নিউ ইয়র্ক শহরের নিম্ন ম্যানহাটন এলাকায় অবস্থিত।
- এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্র এবং নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ (NYSE) এর আবাসস্থল।
- ওয়াল স্ট্রিট শব্দটি প্রায়শই বিনিয়োগ বাজার এবং আর্থিক শিল্পের সমার্থক হিসাবে ব্যবহৃত হয়।
মানব শরীরের কঠিনতম কলা। এটি দাঁতের ক্রাউন অর্থাৎ মাড়ি থেকে বহির্গত দৃশ্য অংশের বাইরের আচ্ছাদন।উৎপাটিত মোলার দন্তে এনামেলের অবস্থান অ্যামেলোব্লাস্ট কোষদের ক্ষরণ, যার মধ্যে এনামেলিন, অ্যামেলোজেনিন ইত্যাদি প্রোটিন থাকে, তা পরে খনিজ লবণ (প্রধানত হাইড্রক্সিঅ্যাপাটাইট) দ্বারা অশ্মীভূত হয়ে দন্ত এনামেল গঠন করে। দন্ত এনামেলের ৯৬%ই কেলাসীভূত খনিজ, তাই এত শক্ত।
-ইথিলিন একটি এলিফেটিক হাইড্রোকার্বন জাত গ্যাসীয় পদার্থ। এর সংকেত C2H4 ।  এটি একটি দাহ্য গ্যাস।

-ইথিলিনকে বিশেষ প্রভাবক দ্বারা চাপে বিক্রিয়া ঘটালে পলি-ইথিলিন তৈরি হয়। যা বাজারে পলিথিন নামে পরিচিত। পলি-ইথিলিন আসলে ইথিলিনের পলিমার বা সমগোত্রীয়।

-পলিথিন, প্লাস্টিক দ্রব্যাদি তৈরিতে ইথিলিন বা এর পলিমার ব্যাপক ভাবে ব্যবহৃত হয়। অল্পমাত্রায় ইথিলিন ফাইটো হরমোন হিসাবে উপস্থিত।
 
-ফল পাকানোর জন্য দায়ী ফাইটোহরমোনের নাম ইথিলিন। লাইকোপেনের কারণে ফলের রং লাল হয় ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
কাঁদুনে গ্যাসের অপর নাম হলো ক্লোরোপিক্রিন। এর রাসায়নিক নাম হলো নাইট্রিক্লোরোফরম। এটি চোখ এবং শ্বাসযন্ত্রে তীব্র জ্বালা সৃষ্টি করে, যা মানুষের অশ্রু ঝরাতে পারে।
- শুষ্ক বরফ হল হিমায়িত কার্বন ডাই অক্সাইড।
- এটি -৭৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জমাট বাঁধে এবং কঠিন অবস্থা থেকে তরল না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হয়। তাই এর নাম শুষ্ক বরফ।
- গোদ রোগের জন্য দায়ী জীবাণু হল A) ফাইলেরিয়া ক্রিমি।
- ফাইলেরিয়া ক্রিমি দ্বারা সংক্রমিত মশার কামড়ের মাধ্যমে।
- লক্ষণ: হাত-পা ফুলে যাওয়া, জ্বর, হাতির পা, ইত্যাদি।
পানিতে ব্যাকটেরিয়া থাকলে সবচেয়ে বড় সমস্যা হলো বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা। এই ব্যাকটেরিয়াগুলি আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে বিভিন্ন ধরনের সংক্রমণ ঘটায়, যার ফলে আমরা বিভিন্ন ধরনের রোগে (Diseases) আক্রান্ত হতে পারি।

বাজারে প্রচলিত অনেক গাইড বইয়ে এটার উত্তর 'গামা' দেওয়া আছে যা ভুল। আমরা জানি 'গামা' একটা তেজস্ক্রিয় রশ্মি যেটা উচ্চ পারমাণবিকসংখ্যা ও উচ্চ পারমাণবিক ভরসংখ্যা বিশিষ্ট মৌলিক পদার্থ থেকে স্বতঃস্ফূর্তভাবে নির্গত হয়।  রঙিন টেলিভিশন Cathode Ray Tube ব্যবহিত হয়, এই Cathode Ray Tube হতে মানব দেহের জন্য ক্ষতিকর মৃদু রঞ্জন রশ্মি তৈরি হয়। 


- মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র ওডোমিটার;
- বাতাসের গতিবেগ ও শক্তি পরিমাপক যন্ত্র অ্যানিমোমিটার;
- সমুদ্রের দ্রাঘিমা নির্ণায়ক যন্ত্র ক্রোনোমিটার।
- তরলের পৃষ্ঠটান পরিমাপক যন্ত্রের নাম টেনসিওমিটার।
- বিকিরণ পরিমাপক যন্ত্রের নাম বোলোমিটার।
- উড়োজাহাজের গতি পরিমাপক যন্ত্রের নাম ট্যাকোমিটার
আইসোটোপঃ যেসব পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ও ভর সংখ্যা অসমান হয়, সেসব পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলা হয়।

আইসোবারঃ যেসব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা(এটমিক সংখ্যা) ভিন্ন, সেসব পরমাণুকে পরস্পরের আইসোবার বলা হয়।

আইসোমারঃ যেসব পরমাণুর পারমানবিক সংখ্যা এবং ভরসংখ্যা সমান কিন্তু অভ্যন্তরীণ গঠন ভিন্ন, সেসব পরমাণুকে পরস্পরের আইসোমার বলা হয়।

আইসোটোনঃ যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন হয়, তাদেরকে পরস্পরের আইসোটোন বলা হয়।
- WHO জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- WHO-এর পূর্ণরূপ: World Health Organization.
- প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮।
- মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস (বর্তমানে মহাপরিচালক)।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য রাষ্ট্র: ১৯৪টি।
- বাংলাদেশ এর সদস্যপদ: বাংলাদেশ ১৯৭২ সালে WHO-এর সদস্যপদ লাভ করে।
এজেন্সি ফ্রান্স-প্রেস (AFP), পৃথিবীর প্রাচীনতম সংবাদ বা বার্তা সংস্থা হিসেবে ইতিহাসে ঠাঁই করে নিয়েছে ফ্রান্স তথা বিশ্বের অন্যতম খ্যাতনামা সংবাদ প্রদানকারী প্রতিষ্ঠান এজেন্সী ফ্রান্স-প্রেস। তবে প্রতিষ্ঠানটি সর্বসমক্ষে এএফপি হিসেবেই সর্বাধিক পরিচিত হয়ে আছে।
-১৭৫৭ সালে পলাশী যুদ্ধের পর ইস্ট-ইন্ডিয়া কোম্পানি গভর্নরের মাধ্যমে ভারতবর্ষে বৃটিশ শাসনের সূত্রপাত করে।
-এতে ১ম গভর্নর নিযুক্ত হন লর্ড ক্লাইভ (১৭৫৭-১৭৬০) আর শেষ গভর্নর ওয়ারেন হেস্টিংস (১৭৭২-১৭৭৪)।
-ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য ১৭৭৩ সালে ব্রিটিশ পার্লামেন্টে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়।
-এই আইনে গভর্নর পদ থেকে গভর্নর জেনারেল পদ সৃষ্টি করা হয়।
-এতে ১ম গভর্নর জেনারেল নিযুক্ত হন ওয়ারেন হেস্টিংস (১৭৭৪-১৭৮৫)।
-শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং (১৮৫৬-১৮৫৮)।
- ১৮৫৮ সালের ‘ভারত শাসন আইন' পাসের মাধ্যমে রানি ভিক্টোরিয়া ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটান এবং জেনারেল পদ পরিবর্তন করে ভাইসরয় রাখেন।
-এতে ১ম ভাইসরয় নিযুক্ত হন লর্ড ক্যানিং আর শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন (১৯৪৭)।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ১৯৯০ সালের ৩ অক্টোবর (মাঝরাতে) পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে।

- পূর্ব জার্মানির জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র (GDR) পশ্চিম জার্মানির ফেডারেল প্রজাতন্ত্রের (FRG) সাথে একীভূত হয়।

- একীভূত জার্মানি ফেডারেল প্রজাতন্ত্র (FRG) নামে পরিচিত হয়। বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয়।
- থাইল্যান্ড কখনো কোন দেশের উপনিবেশ ছিল না ।এ কারণে এর নাম হয়েছে থাইল্যান্ড বা স্বাধীন ভূমি ।
- পূর্বে এটি শ্যামদেশ নামে পরিচিত ছিল।
- ২৩ জুন ১৯৩৯ শ্যামদেশের নাম পরিবর্তন করে 'কিংডম অব থাইল্যান্ড ' রাখা হয় ।
- থাইল্যান্ডকে বলা হয় 'সাদা হাতির 'দেশ।
- IMF এর পূর্ণরূপ — International Monetary Fund.
- এটি প্রতিষ্ঠা করা হয় ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউস ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যেমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর ১৯৪৫।
- এর কার্যক্রম শুরু করে ১ মার্চ ১৯৪৭
- জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে – ১৫ নভেম্বর ১৯৪৭।
- সদর দপ্তর অবস্থিত— ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য ১৯০টি। ১৯০ তম সদস্য দেশ – Andorra,
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- বাংলাদেশ ১৯৭২ সালে IMF এর সদস্যপদ লাভ করে।
- ১৯৯৮ সালে, ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং ভারত নিয়ে একটি জোট গঠনের প্রস্তাব দিয়েছিলেন।
- এই জোটকে "স্ট্র্যাটেজিক ট্রায়াঙ্গল" বা "ট্রাইলেটারাল" বলা হত।
- এই জোটের উদ্দেশ্য ছিল তিন দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করা, বিশেষ করে সন্ত্রাসবাদ এবং অস্ত্রের বিস্তারের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর ‘পেন্টাগন’ ভার্জিনিয়ায় অবস্থিত।

- পেন্টাগন হল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান সদর দপ্তর।
- এটি ভার্জিনিয়ার অ্যার্লিংটন অঞ্চলে অবস্থিত।
- পেন্টাগনের বিশেষ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর আকার এবং আয়তন। এটি পাঁচটি বহিঃপ্রান্ত দিয়ে গঠিত, যা একে বিশেষভাবে চিহ্নিত করে।
- ইসলামি সম্মেলন সংস্থা (OIC) প্রতিষ্ঠিত হয় ২৫ সেপ্টেম্বর ১৯৬৯ সালে।
- ২০১১ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ইসলামি সহযোগিতা সংস্থা (OIC) ।
- OIC’র সদর দপ্তর বা সচিবালয় সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি।
- ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য।
- দক্ষিণ সুদান হল  সর্বশেষ সদস্য, ১৪ জুলাই ২০১১ সালে দেশটি অন্তর্ভূক্ত হয়।
- জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা ছয়টি ও বিশেষায়িত সংস্থার সংখ্যা ১৫টি।
- ১৯৪৭ সালের ২৯ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ১৮১ রেজোলিউশন প্রকাশিত হয় যেখানে ফিলিস্তিনকে আরব ও ইহুদিদের জন্য দুটি রাষ্ট্রে ভাগ করার কথা বলা হয়।
- এরপর ১৯৭৭ সাল থেকে প্রতিবছর ২৯ নভেম্বর ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে আন্তর্জাতিক দিবসটি পালনের আহ্বান জানানো হয়।
- ১৯৮৭ সালের ২৯ নভেম্বর সেই প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে অনুমোদিত হয়। এরপর থেকে দিনটি আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
- আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। এর আয়তন ০.৪৪ বর্গ কিমি।
- ১১ ফ্রেব্রুয়ারি, ১৯২৯ ইতালির সাথে Lateran pacts নামক চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- দেশটি পোপ কর্তৃক শাসিত হয় ।
- এর মুদ্রার নাম ইউরো, কিন্তু ইইউ সদস্য নয়।
- ভ্যাটিকান সিটি জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র ও বিশ্বব্যাংকের সদস্য নয়।
- এটি স্থলবেষ্টিত রাষ্ট্র। 
- উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম দেশ হলো রাশিয়া যার আয়তন ১,৭০,৭৫,২০০ বর্গ কিঃমিঃ ।
- আফ্রিকা মহাদেশের সবচেয়ে সম্পদশালী দেশ দক্ষিণ আফ্রিকা।
- ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় সকল শ্রেণীর লোকের অংশগ্রহণে শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের জয়লাভ করলে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে ম্যান্ডেলা দায়িত্ব গ্রহণ করেন।
- দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট এফ ডব্লিউ ডি ক্লার্ক (F. W.De Klerk)।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
গুরুত্বপূর্ণ কিছু দেশের রাজধানীঃ 
♦ অটোয়া- কানাডার রাজধানী;
♦ মনরোভিয়া- লাইবেরিয়ার রাজধানী;
♦ লাইবেরিয়া সিটি- লাইবেরিয়ার শহর ;
♦ মরোনি- কমোরোসের রাজধানী।
♦ রুয়ান্ডার রাজধানী- কিগার্লি;
♦ উগান্ডার রাজধানী- কাম্পালা;
♦ জিবুতির রাজধানী- জিবুতি ;
♦ নাইজারর রাজধানী- নিয়ামে। 
♦ সুইডেনের রাজধানী- স্টোকহাম;
♦ নরওয়ে রাজধানী- অসলো;
♦ ফিনল্যান্ডের রাজধানী- হেলসিংকি
♦ পোল্যান্ডেরর রাজধানী- ওয়ারশ। 
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0