সমাজসেবা অধিদপ্তর (ইউনিয়ন সমাজকর্মী)- ২১.১০.২০২২ (69 টি প্রশ্ন )
কোন কিছুর পরিণতিতে বা ফলস্বরূপ অন্য কিছু হওয়া অর্থে result in something ব্যবহৃত হয় ।
-Vice এর result হিসেবে misery কে বুঝানো হয়েছে।তাই এখানে result in হবে।
introduce to-কাউকে কোন কিছুর সাথে পরিচিত করানো।
প্রশ্নে কারোর সাথে পরিচয় করিয়ে দেয়া বোঝানো হয়েছে তাই এখানে to হবে ।
I introduced my friend to my parents .


- First conditional :
-  যে conditional এর if clause-টি present indefinite এবং main clause-টি Future tense-এ হয় তাকে First conditional  বলে।

- First conditional অনুসারে If যুক্ত বাক্যটি present indefinite tense এ হলে,পরের clause টি future indefinite tense এ হবে। সুতরাং, শূন্যস্থানে will do বসবে। 
Present subjunctive এর নিয়ম:  It + is / was + adjective + that + sub + verb + এর base form + extension

সঠিক উত্তরঃ It was necessary that she join the meeting.
-কোন শব্দ যদি verb এবং adjective এর কাজ করে তবে সেটি participle.
-বাক্যটিতে Flying (উড়ন্ত) শব্দটি adjective রূপে ব্যবহৃত হয়েছে।তাই এটি একটি participle.


A stitch in time saves nine এটি একটি proverb.এটির অর্থ সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়।
Verb এর সাথে ing যুক্ত হয়ে যদি শব্দটি noun এর কাজ করে তবে তাকে gerund বলে।
বাক্যটিতে swimming ,noun এর কাজ করে ।তাই এটি gerund.
Jury শব্দটি অর্থ হচ্ছে বিচারকমণ্ডলী।
-শব্দটি collective noun

unanimous শব্দের সর্বসম্মতভাবে;একবাক্যে;সমস্বরে।
বাক্যটিতে unanimous দ্বারা বোঝা যায়, the jury, verdict এর ক্ষেত্রে অবিভক্ত মতামত প্রকাশ করছে তাই এর verb হবে singular .
এখানে was বসবে ।
Triumph over-কোন কিছুর বা কারোর বিপক্ষে জয় বা সাফল্য বোঝাতে triumph over ব্যবহৃত হয়।
তাই এখানে over বসবে


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Athletics শব্দটি singular এবং plural উভয় রুপেই ব্যবহৃত হয় ।

Trousers, Glasses এবং Jeans এই শব্দ তিনটি সর্বদাই plural, এদের কোন singular form হয় না।
-uncountable noun এর ক্ষেত্রে little/a little ব্যবহৃত হয় ।
-affirmative অর্থে a little এবং negative অর্থে little বসে।
-যেহেতু water একটি uncountable noun তাই শূন্যস্থানে water এর পূর্বে a little বসবে।
Few-নেই বললেই চলে
A Few-সামান্য পরিমাণ বোঝায়
Fewer-বেশি নয়; স্বল্প
Many-বহু;বহুসংখ্যক;অনেক

few, negative অর্থে ব্যবহৃত হয় ।
যেহেতু প্রদত্ত বাক্যে negative অর্থ প্রকাশ করে,তাই এখানে শুধু few ব্যবহৃত হবে।
কোন বাক্যে শুধু used to থাকলে verb এর base form হয়।
-কিন্তু be used to/get used to+verb+ing হয়।
-প্রশ্নে used to এর পূর্বে got আছে তাই এর পরের verb টির সাথে ing যুক্ত হবে।
বাক্যটি হবেঃ-The man got used to taking a walk every morning.


- এই বাক্যে "make" ক্রিয়াপদটি causative verb হিসেবে ব্যবহৃত হয়েছে। Causative verb এর পরে সাধারণত base form of the verb (অর্থাৎ to ছাড়া infinitive) ব্যবহার করা হয়।
- আবার, Make এরপর কোন ব্যক্তি বা বস্তু থাকলে verb এর base form বসে।
- সুতরাং সঠিক উত্তরঃ She made her daughter do homework.
- Sentence-এ yesterday, ago, long ago, last week, last year, last month, that day, day before yesterday প্রভৃতি অতীত নির্দেশক শব্দ থাকলে তা Past Indefinite Tense হবে।
- এই বাক্যে "get" ক্রিয়াপদটি causative verb হিসেবে ব্যবহৃত হয়েছে। "Get" যখন causative verb হিসেবে ব্যবহৃত হয়, তখন এর পরে সাধারণত past participle ব্যবহার করা হয়।
- "Paint" ক্রিয়াপদের past participle হল "painted"। এটি নির্দেশ করে যে কাজটি সম্পন্ন হয়েছে।
- Geese হচ্ছে Goose এর plural form
- Furniture, News, Linguistics এগুলো singular word। এগুলোর কোন plural form নেই।


-দুটি clause যদি after দ্বারা যুক্ত হয় এবং প্রথম অংশ past indefinite tense হলে এর পরের অংশ past perfect tense এ হবে ।
নিয়মানুযায়ী শূন্যস্থানে had seen বসবে।
বাক্যটি হবেঃ-The theif ran away after he had seen the police .
One of the থাকলে বাক্যের গঠন হবে-
One of the+noun(plural)+verb(singular)+possessive (singular)

One of the দ্বারা মূলত অনেকের মধ্যে একজনকে বোঝায়।
তাই বাক্যটিতে one of the এরপর plural noun students হয়েছে এবং singular form হিসেবে verb হবে has.
- "Conform" ক্রিয়াপদটির সাথে সঠিক preposition হল "with"। এই শব্দযুগল (conform with) একটি idiom বা fixed expression হিসেবে ব্যবহৃত হয়।
- "Conform with" এর অর্থ হল কোনো কিছুর সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া, মানানসই হওয়া বা অনুরূপ হওয়া।
- সম্পূর্ণ বাক্যটি হবে: "His words conform with his work."

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- "Appetite" শব্দের সাথে সঠিক preposition হল "for"। এটি একটি fixed expression বা idiom হিসেবে ব্যবহৃত হয়।
- "Appetite for" মানে কোনো কিছুর প্রতি আগ্রহ বা ইচ্ছা, বিশেষত খাবারের ক্ষেত্রে।
- সম্পূর্ণ বাক্যটি হবে: "He has no appetite for food."
ক্রিয়া অর্থ কাজ। 'কাল' কথাটির অর্থ সময়। ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে ক্রিয়ার কাল বলে।

ক্রিয়ার কাল প্রধানত তিন প্রকার। যথা-
১. বর্তমান কাল
২. অতীত কাল ও
৩. ভবিষ্যৎ কাল।
তৎসম স্বরসন্ধির নিয়মানুসারে, ই-কার কিংবা ঈ- কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়; দীর্ঘ ঈ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন: রবি+ইন্দ্র (ই+ই = ঈ) = রবীন্দ্র; অতি+ইত অতীত।
- জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ 'রাখালী' এর ১৮ টি কবিতার মধ্যে অন্যতম কবিতা 'কবর ' এটি প্রথম কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়।
- জসীমউদ্দীনের কলেজে অধ্যয়নকালে কবিতাটি রচননা করেন, যা তাঁর ছাত্রাবস্থায় ১৩৩৫ বঙ্গাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- মাত্রাবৃত্ত ছন্দে রচিত এ কবিতাটিতে ১১৮ টি পঙক্তি আছে। প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতি চারণ 'কবর' কবিতার মূল বিষয় ।
কয়েকটি পুরুষবাচক শব্দ রয়েছে যেগুলির দুটি করে স্ত্রীবাচক শব্দ রয়েছে।
- দেবর-ননদ/জা
- ভাই-বোন/ভাবী
- শিক্ষক-শিক্ষিকা /শিক্ষক পত্নী
- বন্ধু- বান্ধবী / বন্ধু পত্নী
- দাদা-দিদি /বৌদি
বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তিতে কিংবা বাক্যে আবেগ (হর্ষ, বিষাদ), জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশ করার উদ্দেশ্যে বাক্য গঠনে দেখাবার জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, তাই ভাবে বিরতি দিতে হয় এবং লেখার সময় বাক্যের মধ্যে তা যতি বা বিরাম বা ছেদচিহ্ন। বাক্যে যতিচিহ্ন দাঁড়ি (।) থাকলে এক সেকেন্ড থামতে হয়।
বাংলাদেশের জাতীয় কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম
-তিনি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন
-তিনি ১৩৮৩ বঙ্গাব্দের ১২ই ভাদ্র ঢাকার পিজি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
‘উভয় সংকট’ বাগধারার অর্থ - দুই দিকে বিপদ।

গুরুত্বপূর্ণ বাগধারা:
- আক্কেল সেলামি অর্থ : বোকামির শাস্তি/নির্বুদ্ধিতার দণ্ড
- সপ্তকাণ্ড রামায়ণ অর্থ : বৃহৎ বিষয় -গড্ডলিকা প্রবাহ 
- শরতের শিশির অর্থ : ক্ষণস্থায়ী
- শিবরাত্রির সলতে অর্থ : একমাত্র সন্তান / বংশধর
- ঢাকের কাঠি অর্থ : তোষামুদে/মোসাহেব/লেজুড়বৃত্তি
- গাছপাথর অর্থ : হিসাব নিকাশ
- রামগরুড়ের ছানা : গোমড়ামুখো লোক ( গরুড় অর্থ – পক্ষিরাজ, বিষ্ণুর বাহন)
- চাঁদের হাট অর্থ : আনন্দের প্রাচুর্য , প্রিয়জনের সমাগম
- ব্যাঙের সর্দি : অসম্ভব ব্যাপার
- রাবণের চিতা : চির অশান্তি

• ‘চোখের বালি’- বাগধারাটির অর্থ হলো - শত্রু বা চক্ষুশূল, সহ্য করা যায় না এমন ব্যক্তি।

গুরুত্বপূর্ণ কিছু বাগধারা:

• কচু বনের কালাচাঁদ - অপদার্থ।
• 'তাসের ঘর'  বাগধারার অর্থ- 'ক্ষণস্থায়ী'।
• 'গুড়ে বালি' বাগধারার অর্থ- 'আশায় নৈরাশ্য'।
• ঢাকের বাঁয়া - যার কোন মূল্য নেই
• নারকের ঢেঁকি - বিবাদের বিষয়।
• সোনার কাঠি রূপার কাঠি - বাঁচামরার লড়াই।
- সংখ্যা গণনার মূল একক হিসেবে "এক" বিবেচিত হয়। এটি গাণিতিক এবং দৈনন্দিন জীবনে সংখ্যা গণনার ভিত্তি।

"এক" মূল একক হবার কারণ:
- এটি সবচেয়ে ছোট ধনাত্মক পূর্ণসংখ্যা।
- সব সংখ্যাই "এক" এর পুনরাবৃত্তি দ্বারা গঠিত।
- গুণন এবং ভাগের ক্ষেত্রে "এক" নিরপেক্ষ সংখ্যা।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
খাঁটি বাংলা উপসর্গ ২১ টি ।যথা - অ ,অঘা , অজ ,অনা ,আ ,আড় , আন , আব ,ইতি ,উন , কদ ,কু ,নি ,পাতি , বি ,ভর , রাম ,স ,সা ,সু,হা ।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0