ফিল্ড সুপারভাইজার - ১৬.০৬.২০১৭ (70 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
দেওয়া আছে, পরপর দশটি সংখ্যার প্রথম পাঁচটির যোগফল 560।
সুতরাং, সংখ্যা গুলোর গড় = 560 ÷ 5 = 112
সংখ্যাগুলো হবে যথাক্রমে, 110, 111, 112, 113, 114 (যেহেতু বিজোড় সংখ্যক ক্রমিক সংখ্যার গড় সর্বদা মধ্যম সংখ্যা)।
পরবর্তী পাঁচটি সংখ্যার যোগফল = 115 + 116 + 117 + 118 + 119 = 585

শর্টকাট = 560 + 52 = 585
i
ব্যাখ্যা (Explanation):
ধরি,
  পুত্রের বর্তমান বয়স  x বছর
∴পিতার বর্তমান  বয়স ৪x বছর

শর্তমতে,
    ১০( x-৬)=  ৪x -৬
বা, ১০x-৬০= ৪x-৬
বা, ১০x-৪x=৬০ -৬
বা, ৬ x=৫৪
∴   x=৯

পুত্রের বর্তমান বয়স ৯ বছর
 এবং পিতার বর্তমান বয়স=৪×৯=৩৬ বছর
i
ব্যাখ্যা (Explanation):
৬০ সেকেন্ডে ঘুরে =৯০ বার
অতএব ১ সেকেন্ডে ঘুরে ৯০/৬০ বার =৩/২

চাকাটি একবার ঘুরে অতিক্রম করে ৩৬০º
অতএব চাকাটি ৩/২ বার ঘুরে অতিক্রম করে ৩৬০º ×(৩/২) =৫৪০º
i
ব্যাখ্যা (Explanation):
৫টির ক্রয়মূল্য = ৪ টাকা
৫টির বিক্রয়মূল্য = ৫ টাকা
লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = ৫ - ৪ = ১ টাকা

শতকরা লাভ = (লাভ ÷ ক্রয়মূল্য) × ১০০
= (১ ÷ ৪) × ১০০
= ০.২৫ × ১০০
= ২৫%

সুতরাং, শতকরা ২৫% লাভ হবে।
i
ব্যাখ্যা (Explanation):
খুঁটির দৈর্ঘ্য = ক হলে ,  
খুঁটির অর্ধাংশ = ১/২ xক = ক/২
খুঁটির এক তৃতীয়াংশ = ১/৩ x ক = ক/৩

শর্ত মতে ,
ক/২ +ক/৩ +১২=ক
বা, (৩ক+২ক+৭২)/৬ = ক
বা, ৫ক +৭২=৬ক
বা , ক =৭২   
i
ব্যাখ্যা (Explanation):

আমরা জানি,

দুটি সংখ্যার গুনফল=লসাগু×গসাগু

বা, একটি সংখ্যা×অপর সংখ্যা=৪৮×৪

বা, ১৬×অপর সংখ্যা=১৯২

বা, অপর সংখ্যাটি =১৯২/১৬=১২

                       

i
ব্যাখ্যা (Explanation):
বালকের সংখ্যা হবে ১২৫ এবং ১৪৫ এর গ.সা.গু।
১২৫ = ৫ × ৫ × ৫
১৪৫ = ৫ × ২৯

∴ গ. সা. গু. = ৫

∴ বালকের সংখ্যা = ৫ জন
i
ব্যাখ্যা (Explanation):
৬০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১৬০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য (১৬০/১০০) টাকা
                                          = ৮/৫ টাকা

এখন, ৮/৫ টাকায় বিক্রি করতে হবে ৮ টি
∴        ১   টাকায় বিক্রি করতে হবে = (৮ × ৫)/৮ টি
                                          = ৫ টি
i
ব্যাখ্যা (Explanation):
সম্পূরক কোনের ক্ষেত্রে কোণদ্বয়ের সমষ্টি ১৮০°
সুতরাং,  ৭০° কোণের সম্পূরক কোণ = ১৮০° - ৭০° = ১১০°

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
১/২ +৫/৬ +৩/৪+৫/১২
= (১০+৬+৯+৫)/১২
= ৩০/১২

তাহলে , ৪ টি সংখ্যার গড়
= ৩০/ (১২ X ৪)
= ৩০/৪৮
= ৫/৮
i
ব্যাখ্যা (Explanation):
4x2 -px+9 
= (2x)2 -px + 32 
= (2x)2 - 2.2x.3.+32 
= (2x)2 - 12x +32 
( দেখা যাছে p এর জায়গায় 12 বসালে রাশিটি একটি পূর্ণবর্গ রাশিতে পরিনত হবে তাই p = 12)
i
ব্যাখ্যা (Explanation):
৩৩ - ১৯ = ১৪
৫১ - ৩৩ = ১৮
৭৩ - ৫১ = ২২
অর্থাৎ, ব্যবধান ৪ করে বাড়ছে। পরবর্তী ব্যবধান = ২২ + ৪
= ২৬

∴ পরবর্তী সংখ্যা = ৭৩ + ২৬ = ৯৯
i
ব্যাখ্যা (Explanation):
আমরা জানি, ১ ইঞ্চি = ২.৫৪ সেঃমিঃ 

∴ ১ বর্গ ইঞ্চি = (২.৫৪) সেঃমিঃ = ৬.৪৫ বর্গ সেঃমিঃ ।
i
ব্যাখ্যা (Explanation):
মনে করি, সংখ্যাটি = x
প্রশ্নমতে, ৩x + ২x = ৯০
        বা, ৫x = ৯০
         বা, x = ১৮
i
ব্যাখ্যা (Explanation):
- গোঁফ খেজুরে' বাগধারাটির অর্থ নিতান্ত অলস। 

গুরুত্বপূর্ণ বাগধারা:
- ঘাটের মরা - অতি বৃদ্ধ
- সপ্তকাণ্ড রামায়ণ অর্থ : বৃহৎ বিষয় -গড্ডলিকা প্রবাহ 
– এর গড্ডল অর্থ কী : ভেড়া 
- শরতের শিশির অর্থ : ক্ষণস্থায়ী
- শিবরাত্রির সলতে অর্থ : একমাত্র সন্তান / বংশধর
- ঢাকের কাঠি অর্থ : তোষামুদে/মোসাহেব/লেজুড়বৃত্তি
- গাছপাথর অর্থ : হিসাব নিকাশ
- রামগরুড়ের ছানা : গোমড়ামুখো লোক ( গরুড় অর্থ – পক্ষিরাজ, বিষ্ণুর বাহন)
- চাঁদের হাট অর্থ : আনন্দের প্রাচুর্য , প্রিয়জনের সমাগম
- ব্যাঙের সর্দি : অসম্ভব ব্যাপার
- রাবণের চিতা : চির অশান্তি
- ঢাকের বায়া : মূল্যহীন / অপ্রয়োজনীয়
i
ব্যাখ্যা (Explanation):
- নিয়মানুযায়ী শুদ্ধ নয় কিন্তু বিশেষ কারণে নিয়ম ভেঙে যা শুদ্ধ ঘোষণা করা হয়, সেটিই নিপাতনে সিদ্ধ। কতগুলো ব্যঞ্জনসন্ধি নিপাতনে সিদ্ধ হয়। যেমন:
- পর+পর = পরস্পর,
- আ+চর্য = আশ্চর্য,
- তৎ+কর = তস্কর।
i
ব্যাখ্যা (Explanation):
যে শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন: চাঁদ, গোলাপ, নাক, লাল, তিন, গাছ, পাখি, ফুল, হাত ইত্যাদি।
i
ব্যাখ্যা (Explanation):
শুদ্ধ বানান - মুমূর্ষু। 

কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানানঃ
- প্রবণ
- নিক্বন
- সূচ্যগ্ৰ
- স্বায়ত্তশাসন
- ত্রিভুজ
- প্রোজ্জ্বল
- মনীষী,
- শুশ্রূষা,
- সমীচীন,
- মূর্ধন্য,
- অতিথি,
- নিরীক্ষণ,
- বাল্মীকি,
- কৃষিজীবী,
- গোধূলি।
i
ব্যাখ্যা (Explanation):
নিত্য পুরুষবাচক শব্দ- কবিরাজ, যোদ্ধা, ঢাকী, কৃতদার, অকৃতদার, পুরোহিত, কেরানী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সরকার, পীর, দরবেশ, মওলানা, সেনাপতি, দলপতি, বিচারপতি, জ্বীন, জামাতা ইত্যাদি।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
- যা সহজে অতিক্রম করা যায় নাঃ দূরতিক্রম্য;
- যা অতিক্রম করা যায় নাঃ অনতিক্রম্য;
- যেখানে যাওয়া কষ্টকরঃ দুর্গম ।
i
ব্যাখ্যা (Explanation):
- ‘ক্ষীয়মান’ শব্দটি বিশেষ্য পদ, যার অর্থ ক্ষয়প্রাপ্ত হচ্ছে এমন।
- এর বিপরীতার্থক শব্দ হলো বর্ধমান।
- অন্যদিকে ‘বৃহৎ’ শব্দটির বিপরীতার্থক শব্দ ক্ষুদ্র।
- ‘বর্ধিষ্ণু’ শব্দটির বিপরীতার্থক শব্দ ক্ষয়িষ্ণু বা হ্রাসপ্রাপ্ত এবং ‘বৃদ্ধিপ্রাপ্ত’ শব্দটির বিপরীতার্থক শব্দ হ্রাসপ্রাপ্ত।
i
ব্যাখ্যা (Explanation):
সঠিক বানান হলোঃ সমীচীন। 

কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানানঃ
- মতামত
- যৌক্তিক
- রচনা
- শক্তি
- সম্ভাবনা
- সমস্যা
- সম্পন্ন
- সমালোচনা
- সিদ্ধান্ত
- হতাশ
- অক্ষয়
- অনুবাদ
- অভিজ্ঞতা
- আশ্রয়
- উৎপাদন
- উপহার
- একাদশ
- কর্মক্ষেত্র। 
i
ব্যাখ্যা (Explanation):
- রামগরুড়ের ছানা কথাটির অর্থ- গোমড়ামুখো লোক ( গরুড় অর্থ – পক্ষিরাজ, বিষ্ণুর বাহন)

গুরুত্বপূর্ণ বাগধারা:

- সপ্তকাণ্ড রামায়ণ অর্থ : বৃহৎ বিষয় -গড্ডলিকা প্রবাহ 
– এর গড্ডল অর্থ কী : ভেড়া 
- শরতের শিশির অর্থ : ক্ষণস্থায়ী
- শিবরাত্রির সলতে অর্থ : একমাত্র সন্তান / বংশধর
- ঢাকের কাঠি অর্থ : তোষামুদে/মোসাহেব/লেজুড়বৃত্তি
- গাছপাথর অর্থ : হিসাব নিকাশ
- চাঁদের হাট অর্থ : আনন্দের প্রাচুর্য , প্রিয়জনের সমাগম
- ব্যাঙের সর্দি : অসম্ভব ব্যাপার
- রাবণের চিতা : চির অশান্তি
- ঢাকের বায়া : মূল্যহীন / অপ্রয়োজনীয়
- গোঁফ খেজুরে : নিতান্ত অলস / অত্যন্ত কুঁড়ে
- বক ধার্মিক : ভণ্ড সাধু
- বিড়াল তপস্বী : ভণ্ড লোক
i
ব্যাখ্যা (Explanation):
- 'ক্ষ' এর বিশ্লিষ্ট রূপ = ক+ষ
কতিপয় সংযুক্ত ব্যঞ্জন বর্ণের বিশ্লিষ্ট রূপ :
-ক্ক =ক্‌+ক। 
-ক্ত = ক্+ত। 
-ক্স= ক্‌+স। 
-ঙ্গ= ঙ+গ। 
-ঙ্ঘ = ঙ+ঘ।  
-চ্চ= চ্ +চ।  
-চ্ছ= চ্+ছ। 
-জ্জ= জ্+জ। 
-জ্ঝ= জ্+ঝ। 
-জ্ঞ= জ্ +ঞ। 
-ঞ্চ = ঞ+চ ।  
-ঞ্ছ= ঞ +ছ। 
-ঞ্জ= ঞ্+জ। 
i
ব্যাখ্যা (Explanation):
- মৃত্তিকা দিয়ে তৈরি → মৃন্ময়

কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- যা কষ্টে লাভ করা যায় → দুর্লভ
- যা লাভ করা যায় না → অলভ্য
- যা জয় করা কষ্টকর → দুর্জয়
- গাছে উঠতে পটু যে → গেছো
- গম্ভীর ধ্বনি → মন্দ্র
- মুক্তি পেতে ইচ্ছুক → মুমুক্ষু
- সম্মুখে অগ্রসর হয়ে → প্রত্যুদগমন
- রাত্রির শেষভাগ →পররাত্র
- যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে → জাতিস্মর
- যে বস্তি থেকে উৎখাত হয়েছে → উদ্বাস্তু
i
ব্যাখ্যা (Explanation):
- Compulsive শব্দটি একটি adjective আর option গুলোর মধ্যে heartening হলো adjective।
i
ব্যাখ্যা (Explanation):
- একটির থেকে অন্যটি অধিক পছন্দ করা বোঝাতে Prefer some thing to something ব্যবহৃত হয় । সুতরাং শূন্যস্থানে to বসবে ।

- আর বাক্যটির বাংলা; আমি কফির চেয়ে চা অধিক পছন্দ করি । 
i
ব্যাখ্যা (Explanation):
- Guests শব্দটিকে গণনা করা যায়, তাই এর পূর্বে Few বা Fewer এর যেকোনোটি হবে।
- শেষে Than দ্বারা তুলনা করা বুঝাচ্ছে বলে Fewer হবে।
- অন্যভাবে Fewer এরপরে Countable noun বসে, তাই উত্তর হবে fewer.
- বাক্যের অর্থঃ আমরা প্রত্যাশার চাইতে সেখানে কম সংখ্যক অতিথি ছিল।
i
ব্যাখ্যা (Explanation):
Phone এর আগে preposition হিসেবে by, over নাকি on বসবে এটা নিয়ে অনেকের মাঝেই বিভ্রান্তিটা বা বিতর্ক রয়েছে।

Phone বা telephone-এর সঙ্গে prepositions on, over কিংবা by বসতে পারে।

- ফোনে কারো সঙ্গে কথা বলা বুঝাতে এর আগে on বসে। যেমনঃ-
- Muna is on the phone right now..


- ফোনের মাধ্যমে কাউকে কোনোকিছু জানালে বা তথ্য প্রদান করলে এর আগে over বসে। যেমনঃ-
- He invited me over the phone. 


- ফোনে কোনো কাজ করা বুঝালে এর আগে by/over উভয়ই বসতে পারে। তবে মনে রাখতে হবে, by ব্যবহার করলে phone বা telephone-এর article the আগে বসবে না। যেমনঃ-
- Much of his work is done by phone.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
Uncountable noun - এর পূর্বে determiner হিসেবে little এবং Countable noun - এর পূর্বে few , any, many ব্যবহৃত হয়।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0