সমাজসেবা অধিদপ্তর (ফিল্ড সুপারভাইজার) - ১৪.০৯.২০১৮ (68 টি প্রশ্ন )
Log3243
= log335
= 5log33
= 5 × 1
= 5
২% হারে, প্রথম মুনাফা = (মুনাফার হার × আসল × সময়)/১০০
                              = (২ × ১০০ × ৩)/১০০
                              = ৬ টাকা

৩% হারে, দ্বিতীয় মুনাফা = (মুনাফার হার × আসল × সময়)/১০০
                               = (৩ × ১০০ × ৩)/১০০
                               = ৯ টাকা

∴ পার্থক্য = ৯ - ৬ = ৩ টাকা
 (x/3) - (x/2) - 1 = 0
বা, (x/3) - (x/2) = 1
বা, x/3 - x/2 = 1
বা, (2x - 3x)/6 = 1
বা, - x = 6
বা, x = - 6
দেওয়া আছে, a+(1/a) = 2
∴a3+(1/a)= (a+ 1/a)-3.a.1/a (a+ 1/a)
                 = 2- 3. 2
                 = 8 - 6
                 = 2
দেওয়া আছে, 
a³ - b³ = 513
a - b = 3

আমরা জানি,
(a - b)³ = a³ - b³ - 3ab(a - b) 
বা, 3³ = 513 - 3ab(3)
বা, 27 = 513 - 9ab
বা, 9ab = 513 - 27
বা, 9ab = 486
বা, ab = 486/9
বা, ab = 54 
- সরল অনুপাতের উওর রাশিকে পূর্ব রাশি এবং পূর্ব রাশিকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে সরল অনুপাতটির ব্যস্তোনুপাত বলে।
- যেমন- ২ঃ৩ এর ব্যস্তোনুপাত ৩:২। 
২০% কমে যাওয়ায় চিনির বর্তমান মূল্য = (১০০ - ২০) = ৮০ টাকা
চিনির ব্যবহার ২০% বৃদ্ধি পাওয়ায়, বর্তমানে চিনি ব্যবহৃত হয় = (১০০ + ২০) = ১২০ টাকা

১০০ টাকার চিনির স্থানে ব্যবহার হয় ১২০ টাকার চিনি
১ টাকার চিনির স্থানে ব্যবহার হয় = ১২০/১০০ টাকার চিনি।
৮০ টাকার চিনির স্থানে ব্যবহার হয় = (১২০× ৮০)/১০০
                                           = ৯৬ টাকা।

চিনি বাবদ শতকরা ব্যয় কমে (১০০ - ৯৬) = ৪ টাকা
∴ ৪% ব্যয় কমলো।
√১৪৪
= √(১২)
= ১২
যা একটি মূলদ সংখ্যা।
- ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫ট।
- সংখ্যা গুলো হলোঃ (২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭)।  

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ধরি, সংখাটি x

প্রশ্নমতে,
{(x × ৪০)/১০০} + ৪৫ = x
বা, ৪x/১০ + ৪৫ = x
বা, ৪x + ৪৫০ = ১০x
বা, ৬x = ৪৫০
 ∴ x = ৭৫
এখানে,
ধারাটির প্রথম পদ a = ৫,
সাধারণ অন্তর d = ৯ - ৫ = ৪
ধরি,
n তম পদ = ১৬৫
আমরা জানি, n তম পদ = a + (n - 1) d
বা, ৫ + (n - ১) ৪ = ১৬৫
বা, ৪n - ৪ = ১৬০
বা, ৪n = ১৬৪
∴ n = ৪১

∴ ধারাটির ৪১ তম পদ ১৬৫ হবে।
০.২ = ০.২

√০.০৯ = ০.৩ 

√০.১ ≈ ০.৩১৬২ 

০.২৮ = ০.২৮
এখানে মোট অঙ্ক আছে 6 টি।
এ 6 টি অঙ্ক থেকে 3 টি কে একবারে নিয়ে মোট সংখ্যা গঠন করা যাবে 6P3= 120 টি। 

১ম পদ = ১৩ = ১
২য় পদ = ৩৩ = ২৭
৩য় পদ = ৫৩ = ১২৫
৪র্থ পদ = ৭৩ = ৩৪৩

অর্থাৎ, সিরিজটি বিজোড় সংখ্যাগুলোর ঘন।


- সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় ২০ জানুয়ারী ১৯৭২
- ১৯৭৪ সালে শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজকল্যাণ পরিদপ্তর সমাজকল্যাণ বিভাগ হিসেবে উন্নীত হয় এবং বাংলাদেশে ইতিহাসে সর্বপ্রথম ‌‌‘পল্লী সমাজসেবা কার্যক্রম’ নামে ‘ক্ষুদ্রঋণ’ কর্মসূচি চালু হয়।
- ১৯৭৮ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় সরকারের একটি স্থায়ী জাতিগঠনমূলক বিভাগ হিসেবে মর্যাদা লাভ করে।
- ১৯৮৯ সালের ০৯ নভেম্বর তারিখ সমাজকল্যাণ মন্ত্রণালয় একক নামে একটি সম্পূর্ণ পৃথক মন্ত্রণালয় হিসেবে আত্মপ্রকাশ করে।

সোর্সঃ সমাজকল্যাণ মন্ত্রণালয়, ওয়েব সাইট।
- চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ডটকম-এর প্রতিষ্ঠাতা হলেন জ্যাক মা (Jack Ma)।
- জ্যাক মা একজন চীনা ব্যবসায়ী, উদ্যোক্তা এবং ফিলান্থ্রপিস্ট।
- তিনি 1999 সালে আলিবাবা গ্রুপ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে বিশ্বের অন্যতম বৃহত্তম ই-কমার্স এবং টেকনোলজি কোম্পানিতে পরিণত হয়।


- বাংলাদেশ স্যাটেলাইট-১ এর পরীক্ষামূলক সম্প্রচার হয়-  ৪ সেপ্টেম্বর ২০১৮ । 

- দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ 'বাংলাদেশ স্যাটেলাইট-১' ।
- এটি ১২ মে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস-এক্স এর ফ্যালকন-৯ রকেট নিয়ে উৎক্ষেপণ করা হয়।
- এর অবস্থান ১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে।
- বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ৪০ ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হলো ১৬০০ মেগাহার্ট এবং এর আয়ুষ্কাল ১৫ বছর এর প্রস্তুতকারক ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি
- এটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
- উল্লেখ্য, 'বাংলাদেশ স্যাটেলাইট-১' উৎক্ষেপণের মধ্যদিয়ে বাংলাদেশ ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যুক্ত হয়।
- বাংলাদেশ স্যাটেলাইট-১ গাজীপুর ও চট্টগ্রামের বেতবুনিয়ায় অবস্থিত দুটি ভূ-উপগ্রহ কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হবে।
- এ দুটির মধ্যে গাজীপুরের গ্রাউন্ড স্টেশনটি প্রধান কেন্দ্র এবং বেতবুনিয়ার স্টেশনটি ব্যাকমাপ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।
২০২৭ বিশ্বকাপঃ
- এ আসরটি যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া।
- বিশ্বকাপে মোট ১৪টি দল খেলবে।

- ৫৪ ম্যাচের এই বিশ্বকাপে গ্রুপ পর্বে ২ গ্রুপে ৭টি করে মোট ১৪টি দল অংশ নেবে।
- এরপর প্রতিটি গ্রুপ থেকে ৩টি করে মোট ৬টি দল সুপার সিক্স রাউন্ডে উন্নীত হবে।
- সুপার সিক্সের শীর্ষ ৪ দল খেলবে সেমিফাইনাল।
- সেখান থেকে দুটি দল ফাইনালে মুখোমুখি হবে।
- ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে স্বাগতিক দেশ- ভারত ও বাংলাদেশ।
- বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-৮ বিমানটির নামকরণ করা হয়েছে "আকাশবীণা"।
- ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর তারিখে এই বিমানটির উদ্বোধন করা হয়।

বিমানটির বিশেষত্ব-
- বাংলাদেশ বিমানের তৃতীয় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান।
- আধুনিকতম প্রযুক্তির বিমান, যা ইন্ধন দক্ষতা এবং নিরাপত্তার দিক থেকে অন্যতম শীর্ষস্থানীয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
জাতীয় সমাজসেবা দিবস - ২ জানুয়ারী। 

আরও গুরুত্বপূর্ণ কিছু দিবসঃ
- বিশ্ব স্বাস্থ্য দিবস : ৭ এপ্রিল
- অটিজম সচেতনতা দিবস : ২ এপ্রিল
- আন্তর্জাতিক শ্রমিক দিবস : ১ মে
- বিশ্ব ধাত্রী দিবস : ৫ মে
- রেড ক্রস / রেড ক্রিসেন্ট দিবস : ৮ মে
- বিশ্ব পরিবেশ দিবস : ৫ জুন
- বিশ্ব নারী দিবস : ৮ মার্চ
- জাতীয় পাট দিবস : ৬ মার্চ।
- জাতীয় গণহত্যা দিবস : ২৫ মার্চ
- বিশ্ব বর্ণবৈষম্য দিবস : ২১মার্চ
- আন্তর্জাতিক পানি দিবস : ২২ মার্চ
- আন্তজার্তিক আবহাওয়া দিবস : ২৩ মার্চ
- বিশ্ব ধরিত্রী দিবস : ২২ এপ্রিল
- বিশ্ব শরণার্থী দিবস : ২০ জুন
- আন্তর্জাতিক ডিম দিবস : অক্টোবর মাসের ২য় শুক্রবার
- আন্তর্জাতিক অভিবাসী দিবস : ১৮ ডিসেম্বর
- আন্তর্জাতিক গণহত্যা দিবস : ৯ ডিসেম্বর
- জাতীয় সড়ক দুর্ঘটনা দিবস : ২২ অক্টোবর।
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস : ৯ ডিসেম্বর।
- বিশ্ব ধূমপান বর্জন দিবস : ৩১ মে
- বিশ্ব মাদক বিরোধী দিবস : ২৬ জুন
- বিশ্ব জনসংখ্যা দিবস : ১১ জুলাই
- ন্যাশনাল পাবলিক সার্ভিস ডে : ২৩ জুলাই
বিশ্ব সমাজকর্ম দিবস - মার্চ মাসের ৩য় মঙ্গলবার। 

আরও কিছু গুরুত্বপূর্ণ দিবসঃ 
- আন্তজার্তিক গণতন্ত্র দিবস : ১৫ সেপ্ট
- আন্তর্জাতিক শান্তি দিবস : ২১ সেপ্টেম্বর
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস : ১৩ অক্টোবর
- আন্তর্জাতিক অহিংস দিবস : ২ অক্টোবর
- বিশ্ব শিক্ষক দিবস : ৫ অক্টোবর
- বিশ্ব প্রাণী দিবস : ৪ অক্টোবর
- The International Day of Forests : 21 March
- বিশ্ব খাদ্য দিবস : ১৬ অক্টোবর
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস : ১০ ডিসেম্বর
- সাগরে পানিতে সাঁতার কাটা সহজ হয়।
- কারণ,  পানির ঘনত্ব বেশি বলে উর্ধ্বমুখী চাপ বেশি হয়। 
- যে পানির ঘনত্ব বেশি সে পানিতে সাঁতার কাটা সহজ।
- সমুদ্রের পানিতে ২.৫% থেকে ৩.৫% লবণ দ্রবীভূত অবস্থায় থাকে যার ফলে পুকুর, নদী বা বিলের পানির চেয়ে সমুদ্রের পানির ঘনত্ব বেশি।
- তাই সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ হয়।
- MENA হলো Middle East News Agency বা মধ্যপ্রাচ্য সংবাদ সংস্থা।
- এটি মিশরের একটি সরকারি সংবাদ সংস্থা।
- MENA 1955 সালের 15 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- এটি মিশরের সরকারের মালিকানাধীন এবং কায়রোতে অবস্থিত।
- MENA আরবি, ইংরেজি ও ফরাসি ভাষায় সংবাদ প্রচার করে।
- MENA রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, ক্রীড়াসহ বিভিন্ন বিষয়ে সংবাদ পরিবেশন করে।
- এর প্রধান কার্যালয় কায়রোতে অবস্থিত।
- ৫ আগস্ট ২০২৪ এ সাধারণ ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের তোপের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।
- তারপর ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।
- অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে রয়েছে ১০টি মন্ত্রণালয়ের দায়িত্ব।
- ১৬ আগস্ট নতুন করে উপদেষ্টাদের দপ্তর পুনর্বন্টন করে গেজেট প্রকাশ করা হয়।
- মিজ্‌ শারমীন এস মুরশিদ কে  সমাজকল্যাণ মন্ত্রণালয় এর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। 
- মুক্তিযুদ্ধের ১০ নং সেক্টর কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত।
- ১০ নং সেক্টরে কোন নিয়মিত সেক্টর কমান্ডার ছিলো না।
- যখন যে সেক্টর এলাকায় অভিযান পরিচালিত হতো সেই সেক্টরের কমান্ডার ১০ নং সেক্টরের কমান্ডারের দায়িত্ব পালন করতেন।
- ১৯৭১ সালের ১১ই এপ্রিল ‍মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনার সুবিধার জন্যে সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করে।
- ইদলিব , উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব মুহাফাহা (গভর্নরেট) এর শহর এবং রাজধানী ।
- এটি আলেপ্পো এবং লাতাকিয়ার মাঝপথে একটি উর্বর অববাহিকায় অবস্থিত এবং এটি একটি গুরুত্বপূর্ণ টেক্সটাইল কেন্দ্র এবং সিরিয়ার উন্নত কৃষি জেলার একটি বাজার।
- প্রধান ফসলের মধ্যে রয়েছে তুলা , সিরিয়াল, জলপাই, ডুমুর, আঙ্গুর, টমেটো, তিল এবং বাদাম।
- সিরিয়ার গৃহযুদ্ধের সময় , শহরটির গুরুত্ব বেড়ে যায় যখন পার্শ্ববর্তী অঞ্চল 2018 সালে সিরিয়ার বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর শেষ শক্ত ঘাঁটিতে পরিণত হয়। 
- ১৭ই মার্চ, ১৯২০ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফুর রহমান এবং সায়রা বেগমের ঘরে জন্ম নেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- সাত বছর বয়সে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে জাতির জনকের প্রাতিষ্ঠানিক ছাত্রজীবনের সূচনা হয় ১৯২৭ সালে।
- বঙ্গবন্ধুকে গোপালগঞ্জ সীতানাথ একাডেমির (বা পাবলিক স্কুলে) তৃতীয় শ্রেণিতে ভর্তি করা হয় ১৯২৯ সালে।
- মাদারীপুরে ইসলামিয়া হাইস্কুলে পড়ার সময় বঙ্গবন্ধু বেরীবেরি রোগে আক্রান্ত হন ১৯৩৪ সালে।
- ১৯৩৭ সালে অসুস্থতার কারণে বঙ্গবন্ধুর লেখাপড়া বন্ধ ছিলো, আবার তা শুরু হয়।
- ১৬ জানুয়ারি, ১৯৩৮ সালে বাংলার প্রধামন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক গোপালগঞ্জ মিশন স্কুল পরিদর্শনে এলে বঙ্গবন্ধুর সঙ্গে তার পরিচয় হয়।
- ১৯৩৮ সালে মাত্র ১৮ বছর বয়সে তিনি বেগম ফজিলাতুননেসার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
- ১৫ আগস্ট, ১৯৭৫ সালে স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল চক্রের ষড়যন্ত্রে জাতির জনক বঙ্গবন্ধু স্বপরিবারে শহীদ হন।
- 'বয়স্ক ভাতা' সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের আওতাধীন।

- দেশের বয়োজ্যেষ্ঠ দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম অথবা উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে ও পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৭-৯৮ অর্থ বছরে ‘বয়স্কভাতা’ কর্মসূচি প্রবর্তন করা হয়।
- ভাতা প্রাপ্তির যোগ্যতা, বয়স পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন ৬৫ বছর এবং মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন ৬২ বছর হতে হবে।
- ২০২৩-২৪ অর্থবছরে ৫৮ লক্ষ ০১ হাজার বয়স্ক ব্যক্তিকে ভাতা প্রদান করা হয় এবং এ খাতে বাজেট ৪২০৫.৯৬ কোটি টাকা।
- ২০২৪-২০২৫ অর্থবছরে এ খাতে বাজেট ৪৩৫০.৯৭ কোটি টাকা।

সোর্সঃ সরকারি ওয়েব সাইট। 
- বিমসটেক (BIMSTEC- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর ঢাকায় অবস্থিত।
- এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় - ৩১ জুলাই, ২০০৪ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি এবং বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড (প্রথম ৪টি প্রতিষ্ঠাকালীন সদস্য), মিয়ানমার, নেপাল ও ভুটান।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- যে ক্রিয়ার ভাব সম্পূর্ণ করতে পারে না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে।
- যেমন: যত্ন করলে রত্ন মিলে।
- এখানে 'যত্ন করলে' বললে ভাব সম্পূর্ণ প্রকাশিত হয় না। তাই এটি অসমাপিকা ক্রিয়া।
- একইভাবে, 'যত্ন করলে রত্ন মিলে'- এখানে 'করলে' অসমাপিকা ক্রিয়া।

অসমাপিকা ক্রিয়া ৩ প্রকার:
১. ভূত অসমাপিকা,
২. ভাবী অসমাপিকা এবং
৩. শর্ত অসমাপিকা।


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0