উপজেলা সমাজসেবা অফিসার- ২৯.০৮.২০০৮ (94 টি প্রশ্ন )
- মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক ‘কৃষ্ণকুমারী’ (১৮৬১)।
- উইলিয়াম টডের ‘রাজস্থান' নামক গ্রন্থ থেকে মধুসূদন এ নাটকের কাহিনী সংগ্রহ করেন।
- মহারাজা প্রতাপসিংহের বংশধর, উদয়পুরাধিপতি মহারাজা ভীমসিংহের দুহিতা কৃষ্ণকুমারীর বিষাদময় জীবনই নাটকের বিষয়বস্তু। চরিত্র: কৃষ্ণকুমারী, মদনিকা, ভীমসিং, বিলাসবতী।

- মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক 'শর্মিষ্ঠা' (১৮৫৯)।
- দীনবন্ধু মিত্র রচিত প্রহসন ‘সধবার একাদশী' (১৮৬৬) এবং নাটক ‘নীলদর্পণ' (১৮৬০)।
ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবকরাই ইয়ং বেঙ্গল নামে পরিচিত । ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা ছিলেন ডিরোজিও তিনি হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন। হিন্দু কলেজের ছাত্রদের মধ্যে উনার প্রাভাব অনেক গভীর ছিলো। 
তার উল্লেখযোগ্য শিষ্যরা ছিলো-
- কালীপ্রসাদ ঘোস
- মাইকেল মধুসূদন দত্ত
- দক্ষিণারঞ্জন মিত্র
- হরচন্দ্র ঘোষ
- মাধব চন্দ্র মল্লিক
- রামতনু লাহিরী
- প্যারিচাঁদ মিত্র
চণ্ডীমঙ্গল কাব্যের অন্যতম চরিত্র ফুল্লরা । ফুল্লরার বার মাসের সুখ-দুঃখের বর্ণনাই বাংলা সাহিত্যে 'বারমাস্যা' নামে পরিচিত ।
- এরিস্টটল বিশ্ববিখ্যাত গ্রিক বিজ্ঞানী ও দার্শনিক। তাঁকে প্রাণিবিজ্ঞানের জনক বলা হয়।
- এছাড়া প্লেটোর সাথে যৌথভাবে তাঁকে "পশ্চিমা দর্শনের জনক" বলে অভিহিত করা হয়।
- তিনি দ্বিগ্বীজয়ী বীর আলেকজান্ডার দ্য গ্রেট এর শিক্ষক ছিলেন,
- আবার তিনি বিখ্যাত দার্শনিক প্লেটোর ছাত্র ছিলেন।
--USSR - এর পূর্ণ রূপ হলো - Union of soviet socialist Republic. 
-এ নামটি ১৯২২ সালে গৃহীত হয়। -সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ২১ ডিসেম্বর
 ১৯৯১ সালে ভেঙে গেলে রাশিয়া নাম ধারণ করেন। 
-কাজই সে হিসেবে Ussr অতীতে UN Security Council এর স্থায়ী সদস্য ছিল।

- Prima facie (আপাতদৃষ্টিতে / প্রথম দর্শনে) Latin phrase-টির অর্থ- At first sight.
৩৩/৫০ = ০.৬৬

৮/১১ = ০.৭২৭

৩/৫ = ০.৬

১১/১৭ = ০.৬৪৭

∴ সবচেয়ে বড় ভগ্নাংশটি হল = ৮/১১
- ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ার বান্দুং সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম (NAM) প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬১ সালে সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ন্যামের বর্তমান সদস্য সংখ্যা ১২০ এবং পর্যবেক্ষক রাষ্ট্রের সংখ্যা ১৭।
- এর কোন স্থায়ী সদর দপ্তর নেই।

- গ্রুপ-৭৭ হলো জাতিসংঘের উন্নয়নশীল দেশগুলোর জোট। এর সদস্য দেশ ১৩৪ টি।
- ১৯৬৪ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- এই সংস্থার কোন স্থায়ী সদর দপ্তর নেই।
Blue blood (উচ্চবংশজাত; অভিজাত) phrase টির অর্থ Aristocratic birth (উচ্চ বংশগত)।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- আবুল আহসান (জন্ম: ২৮ ডিসেম্বর ১৯৩৬) একজন বাংলাদেশী কুটনৈতিক।
- যিনি সার্কের প্রথম মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেন।
- তার আগে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের ও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
- 'Status quo' হল একটি ল্যাটিন শব্দবন্ধ যার অর্থ "যে অবস্থায় বিষয়গুলি বর্তমানে রয়েছে" বা "বিদ্যমান অবস্থা"।
- 'Status' মানে অবস্থা বা অবস্থান, এবং 'quo' মানে যেখানে। তাই একসাথে এর অর্থ দাঁড়ায় "যে অবস্থায় (জিনিসগুলি রয়েছে)"।
- সঠিক উত্তরঃ State affair
- "Post mortem" একটি ল্যাটিন শব্দবন্ধ যার শাব্দিক অর্থ "মৃত্যুর পরে"।
- "Post" মানে "পরে" এবং "Mortem" মানে "মৃত্যু"।
- এটিকে "শব ব্যবচ্ছেদ" বা "মৃত্যু পরবর্তী পরীক্ষা" বলা হয়
White Elephant এর অথ হল কাজে আসে না অথচ দামি ও অসুবিধাজনক সম্পত্তি অর্থাৎ a very costly and troublesome possession .
কোন কিছুর অংশ বুঝাতে preposition হিসেবে by বসে। I caught him by the ear আমি তার কান ধরেছিলাম।
- "Karim says that he did not go" এটি Indirect Speech।

Direct করার জন্যেঃ
- "Karim says" অংশটি থেকে যাবে, কিন্তু এরপর কমা (,) এবং উদ্ধৃতি চিহ্ন (") যোগ করতে হবে।
- "that" শব্দটি বাদ পড়বে।
- "he" পরিবর্তিত হয়ে "I" হবে, কারণ Karim নিজের কথা বলছে।
- "did not go" অপরিবর্তিত থাকবে, কারণ এটি ইতিমধ্যেই অতীত কাল।

- সুতরাং, "Karim says that he did not go" এর সঠিক Direct Speech হবে "Karim says, "I did not go"."
- poet এটি সাধারণ শব্দ যা পুরুষ বা মহিলা উভয়ের জন্যই ব্যবহৃত হয়। কিন্তু প্রশ্নে নির্দিষ্টভাবে একজন মহিলা কবির কথা বলা হয়েছে।
- তাই সঠিক উত্তর হবে Poetess
- "Poetess" শব্দটি বিশেষভাবে মহিলা কবিদের জন্য ব্যবহৃত হয়।
• যে সব শব্দ noun/pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে adjective বলা হয়।
• প্রদত্ত বাক্যে five (পাঁচ) শব্দটি দ্বারা সংখ্যা নির্দেশ করায় এটি Adjective
- King Lear হচ্ছে William Shakespear রচিত শেষ Tragedy
- King Lear নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র: King Lear, Goneril, Regan, Cordelia প্রমুখ।

ফ্রিজ ঠান্ডা করার জন্য ফ্রেয়ন ও আমোনিয়া গ্যাস ব্যবহৃত হয়। এজন্য এর তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। কিন্তু ফ্রিজের দরজা খোলা থাকলে এর বিপরীত অবস্থার সৃষ্টি হয় বলে বদ্ধ ঘর ঠান্ডা না হয়ে গরম হয়। সুতরাং একটি বদ্ধ ঘরে একটি চালু ফ্রিজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা বৃদ্ধি পাবে।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর সংকোচনকে সিস্টোল (systole) ও প্রসারণকে ডায়াস্টোল (diastole) বলে।
- হৃৎপিণ্ডের একবার সংকোচন (সিস্টোল) ও একবার প্রসারণ (ডায়াস্টোল)-কে একত্রে হার্টবিট বা হৃৎস্পন্দন (heart beat) বলা হয়।
- প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যাক্তির হৃৎস্পন্দনের হার প্রতি মিনিটে প্রায় ৭০-৮০ বার।
- এডিস (Ades) নামক এক জাতীয় মশা দ্বারা চিকুনগুনিয়া ও ডেঙ্গু রোগ ছড়ায়।
- এডিস মশা দেখতে নীলাভ কালো, দেহে সাদা ডোরাকাটা দাগ রয়েছে। এডিস ইজিপটাই ও এডিস এলবোপিকটাস এ দুই প্রজাতির স্ত্রী মশা আমাদের দেশে চিকুনগুনিয়া ও ডেঙ্গু ছড়ায়।
- অন্যদিকে, কিউলেক্স জাতীয় স্ত্রী মশার কামড়ে গোদ রোগ হয়।
- আর স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়।
তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় বায়বীয় পদার্থ। যে পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ যতো কম, সে পদার্থ ততো বেশি প্রসারিত হবে। আর আমরা জানি, কঠিন বা তরল পদার্থের চেয়ে বায়বীয় পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ কম।
• আমার সোনার বাংলা গানটি ১৯৭১ খ্রিস্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত বাংলাদেশের জাতীয় সঙ্গীত।
• এ গানের রচয়িতা ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই গানটি রচিত হয়েছিল।
•  ১২ জানুয়ারি, ১৯৭২ তারিখে মন্ত্রীসভার প্রথম বৈঠকে এ গানটির প্রথম দশ লাইন সদ্যগঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের জাতীয়সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়।
• কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কেবল প্রথম চার লাইন বাজানো হয়।
- সংবিধান প্রণয়ন কালে বিচারপতিদের চাকরির বয়সসীমা ছিল ৬২ বছর।
- ১৯৭৮ সালে সংবিধান সংশোধন করে বিচারপতিদের চাকরির বয়সসীমা ৬৫ বছর করা হয়  এবং বর্তমানে সংবিধানের অনুচ্ছেদ-৯৬ অনুযায়ী সুপ্রিমকোর্টের বিচারপতিদের চাকরির বয়সসীমা ৬৭ বছর করা হয়েছে।
- বাংলাদেশ ১৩৬তম দেশ হিসেবে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশের সদস্যপদ লাভের সময় গিনি বিসাউ ও গ্রানাডাও জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- ১৯৭৩ সালে বাংলাদেশ ন্যাম, এডিবি, রেডক্রিসেন্ট প্রভৃতির সদস্যপদ লাভ করে।
- অন্যদিকে বাংলাদেশ কমনওয়েলথ, আইএমএফ, আইএলও, বিশ্বস্বাস্থ্য সংস্থা, আইবিআরডি ইত্যাদির সদস্যপদ লাভ করে ১৯৭২ সালে।
- বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল,
- জাতীয় ফুল শাপলা,
- জাতীয় ফল কাঁঠাল এবং
- জাতীয় বৃক্ষ আম গাছ।
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SAARC- South Asian Association for Regional Cooperation) ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- সার্কের সদর দপ্তর নেপালের কাঠমুন্ডুতে অবস্থিত।
- সার্কের বর্তমান সদস্য দেশ ৮ টি। সদস্য দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ও আফগানিস্তান।
- সর্বশেষ সদস্য- আফগানিস্তান।
- সার্কের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৭টি এবং বর্তমান সদস্য ৮টি।
- তাই অধুনা সদস্য আফগানিস্তান
-  চীন, জাপান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ইরান, মায়ানমার, মরিশাস, ও অস্ট্রেলিয়া হল সার্কের ৮ টি পর্যবেক্ষক রাষ্ট্র।
বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি ১৯৭২ একটি ২৫ বছর মেয়াদী চুক্তি যা বাংলাদেশ প্রতিষ্ঠার মাত্র তিন মাসের মধ্যে ১৯৭২ খ্রিষ্টাব্দের ১৯শে মার্চ তারিখে ঢাকায় স্বাক্ষরিত হয়েছিল।
বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক সংস্থা হিসেবে কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে। বাংলাদেশ ১৮ এপ্রিল ১৯৭২ সালে কমনওয়েলথ এর ৩২তম সদস্য হিসেবে যোগদান করে।
১৯৭২ সালে বাংলাদেশ যেসব সংস্থার সদস্য লাভ করেঃ
- FAO,
- UNCTAD,
- WHO,
- UNESCO,
- IDA,
- IBRD ইত্যাদি। 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
UNCTAD (ইউএনসিটিএডি) হলো United Nations Conference on Trade and Development বা জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন। এটি একটি জাতিসংঘের সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়নের জন্য কাজ করে।

- প্রতিষ্ঠাকাল: ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
Rebeca Grynspan হলেন UNCTAD-এর বর্তমান Secretary-General। তিনি ১৩ সেপ্টেম্বর ২০২১ সালে এই পদে নিয়োগপ্রাপ্ত হন।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0