সমাজকল্যাণ মন্ত্রণালয়(পিএসসি) সমাজসেবা অফিসার - ৩০.০৪.২০১০ (95 টি প্রশ্ন )
- ইন্টিগ্রেটেড সার্কিট প্রযুক্তির উত্তরোত্তর উন্নতির সঙ্গে কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বা প্রসেসরের সকল উপাদানকে একটি মাত্র সিলিকন চিপের দ্বারা একীভূত করা সম্ভব হয়। এই চিপকে বলা হয় মাইক্রোপ্রসেসর।
- ১৯৭১ খ্রিষ্টাব্দে ইন্টেল প্রথম একটি মাইক্রোপ্রসেসর তৈরি করেন, এর উদ্ভাবক ছিলেন ড. টেড হফ। 
- এর নাম ছিল intel 4004 (ইন্টেল ৪০০৪)। 
- প্রথম মাইক্রোপ্রসেসরটি কখনও কম্পিউটারে ব্যবহৃত হয়নি, এটির ব্যবহার ছিল ডেস্কটপ ক্যালকুলেটরের মাঝেই সীমাবদ্ধ। মাইক্রোপ্রসেসর ভিত্তিক প্রথম কম্পিউটার— Altair-880।
- একটি মারাত্মক মরণ ব্যাধি হলো 'এইডস'।
- যার পূর্ণ নাম- 'এইডস' (AIDS = Acquired Immuno Deficiency Syndrome)।
- এখনো এ ব্যাধির কোনো ভ্যাকসিন বা প্রতিষেধক বা প্রতিরোধক আবিষ্কার হয়নি। 

- এইচআইভির কারনে এইডস হয়।
- কোন রোগ বা সংক্রমণ প্রতিরোধ করার জন্য শরীরের স্বাভাবিক ক্ষমতাকে এইচআইভি ক্রমান্বায়ে ধ্বংস করে দেয়।
- তাই, এইডস আক্রান্ত ব্যক্তি অতি সহজেই যেকোন রোগে (যেমন: নিউমোনিয়া, যক্ষ্মা, ডায়রিয়া) আক্রান্ত হয়ে পড়ে।


- এইডস রোগটি ছড়ায় যেসব মাধ্যমে-
১। অনিয়ন্ত্রিত যৌন মিলন।
২। গর্ভবতী নারি সংক্রমিত হলে তার সন্তানদের মধ্যে এইডস দেখা দিতে পারে।
৩। মায়ের বুকের দুধের মাধ্যমে।
স্বাভাবিক সংখ্যা: ১ থেকে শুরু করে সব ধনাত্মক অখণ্ড সংখ্যাকে (ধনাত্মকপূর্ণ সংখ্যা) স্বাভাবিক সংখ্যা বলে।
যেমন: ১, ২, ৩, ৪, ৫, .........।
পূর্ণ সংখ্যাঃ ০ থেকে শুরু করে সব ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। যেমন: ০, ১, -১, ২, -২, ৩, -৩, ৪, -৪, ........।
- গোল্ড মাইনিং হল একটি বিশ্বব্যাপী ব্যবসা যার কার্যক্রম অ্যান্টার্কটিকা ব্যতীত প্রতিটি মহাদেশে, এবং ব্যাপকভাবে বিভিন্ন ধরনের এবং স্কেলের খনি থেকে সোনা আহরণ করা হয়।


- একটি দেশ পর্যায়ে, চীন 2023 সালে বিশ্বের বৃহত্তম উৎপাদনকারী ছিল এবং মোট বৈশ্বিক উৎপাদনের প্রায় 10 শতাংশের জন্য দায়ী ছিল।

স্বর্ণ উৎপাদন শীর্ষ 10 দেশঃ 
১) চীন- 378.2 টন
২) রাশিয়ান ফেডারেশন- 321.8 টন
৩) অস্ট্রেলিয়া- 293.8 টন
৪) কানাডা- 191.9 টন 
৫) মার্কিন যুক্তরাষ্ট্র- 166.7 টন
৬) ঘানা- 135.1 টন
৭) ইন্দোনেশিয়া- 132.5 টন
৮) পেরু- 128.8 টন
৯) মেক্সিকো- 126.6 টন
১০) উজবেকিস্তান- 119.6 টন 

আপডেটঃ  25 জুন, 2024। 
- UNESCO (The United Nations Educational, Scientific and Cultural Organization) হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয় যা কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- ইউনেস্কোর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- UNESCO এর প্রধানের পদবি মহাপরিচালক।
- ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি এবং সহযোগী সদস্য ১২টি।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- ইউনেস্কোর সর্বশেষ সদস্য ফিলিস্তিন।
- যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ১ জানুয়ারি ২০১৯ ইউনেস্কো ত্যাগ করে।
- আবার ১০ জুলাই ২০২৩ যুক্তরাষ্ট্র ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়।

সর্বশেষ আপডেটেঃ ০৬ - ০৯ - ২০২৪
Contraction - সংকোচন;
Opposite - বিপরীত;
Connection - সংযােগ;
Expansion - বিস্তার, প্রসারণ;
Shrinking - সংকোচন।
এখানে Contraction এর বিপরীত হচ্ছে Expansion.
- Decade (দশক ) বলতে ১০ বছর সময়কালকে বুঝায় ।
- অর্থাৎ a period of the ten years.
“A.D.” মানে “after death” নয়, যেমন অনেকেই মনে করেন। “B.C.” ইংরেজি বাক্যাংশ “before Christ” এর সংক্ষিপ্ত রূপ, কিন্তু “A.D.” বিভ্রান্তিকরভাবে একটি লাতিন শব্দগুচ্ছের জন্য দাঁড়ায়: anno domini (যার অর্থ “প্রভুর বছরে”—যীশু খ্রিষ্টের জন্মের বছর)।
Personal - ব্যক্তিগত,
Interested - আগ্রহী,
Different - ভিন্ন,

Neutral - নিরপেক্ষ, অর্থাৎ কোনো পক্ষপাত বা পক্ষের প্রতি ঝোঁক না থাকা।
'Biased' শব্দের অর্থ পক্ষপাতদুষ্ট, অর্থাৎ কারো প্রতি পক্ষপাত দেখানো। এর বিপরীত শব্দ হবে neutral, যা পক্ষপাতহীন বা নিরপেক্ষকে বোঝায়। সুতরাং, উত্তর Neutral .

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- 'A la mode' means- "according to the current fashion" বা বর্তমান ফ্যাশনের সাথে সামঞ্জস্যপূর্ণ।
- এটি সাধারণত কোনো কিছু বর্তমান ফ্যাশন অনুযায়ী করা হয়েছে বোঝাতে ব্যবহৃত হয়।

অন্যদিকে, 
B) Out of mood - এর অর্থ মনমরা বা মেজাজ খারাপ থাকা।

C) In the menu - এর মানে মেনুতে অন্তর্ভুক্ত করা, যা খাদ্য বা পানীয় সংক্রান্ত তালিকার সাথে সম্পর্কিত।

D) Way of doing - এর অর্থ কোনো কাজ করার পদ্ধতি। 
Hamlet is a tragedy play written by William Shakespeare.
A famous quotation of Hamlet:
- 'To be or not to be that is the question',
- 'Frailty, thy name is woman',
- Brevity is the soul of wit',
- Neither a borrower nor a lender be; For loan off loses both itself and friend'
শূন্যস্থানে nine বসলে কেননা এটা একটি প্রবাদ বাক্য যার অর্থ : সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড় ( A stitch in time saves nine )
-P.B Shelley হলেন রোমান্টিক যুগের একজন কবি ও সাহিত্যিক ।
-তাঁকে ১৮ বছর বয়সে Oxford University থেকে বহিস্কার করা হয় । কারণ  তিনি একটি পুস্তিকার লেখকত্বকে অস্বীকার  করেছিলেন।
-তিনি John keats কে খুব পছন্দ করতেন ।তাঁর কবিতা সর্বদা পকেটে রাখতেন ।
- তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল -The Masque of Anarchy,Queen Mab,Music,To a Skylark etc. 
- Charles Dickens ছিলেন "David Copperfield" এর লেখক। 
- Charles Dickens এর বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস A Tale of Two Cities.
- ফরাসী বিপ্লবের পটভূমিকায় রচিত এই উপন্যাসের নাম ভূমিকায় লন্ডন ও প্যারিস শহরকে চিত্রায়িত করা হয়েছে।
- বিপ্লবের শুরু ও বিপ্লব চলাকালীন সময়ে মানুষের জীবন ও বাস্তবতাই এখানে ফুটে উঠেছে।


- তার অন্যান্য উপন্যাস সমূহ- Oliver Twist, Great Expectations, David Copperfield, Hard etc. 

অন্যদিকে, 

A) Jane Eyre - এটি Charlotte Brontë এর লেখা একটি বিখ্যাত উপন্যাস।

B) Wuthering Heights - এটি Emily Brontë এর লেখা উপন্যাস।

D) Return of the Native - এটি Thomas Hardy এর লেখা উপন্যাস।
 Masculine               Feminine
Deer / Buck (হরিণ) -  Doe (হরিণী)
bull (ষাঁড়) এটির - cow (গাভী) 
Horse/Stallion (ঘোড়া) - Mare(ঘোটকী)

- প্রমথ চৌধুরী সম্পাদিত ‘সবুজপত্র’ বাংলা সাময়িক পত্রের ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে।
- ১৯১৪ সালে এর প্রথম প্রকাশ ঘটে।
- বাংলা গদ্যরীতির বিকাশে এই পত্রিকার গুরুত্ব অপরসীম।
- সাধু গদ্যরীতির পরিবর্তে চলিত গদ্যরীতি ব্যবহার ও প্রতিষ্ঠায় এটির অবদান তাৎপর্যপূর্ণ
- রবীন্দ্রনাথ নিজেও এই পত্রিকায় লেখার সুবাদে চলিত গদ্যরীতির স্বাচ্ছন্দ্য অনুভব করেন এবং পরে তা তিনি চর্চা করেন।
- প্রমথ চৌধুরী ‘বীরবলী রীতি’ নামে যে মৌখিক ভাষারীতি সাহিত্যে প্রচলন করে যুগান্তর এনেছিলেন তার প্রচারের মাধ্যম ছিল এই সবুজপত্র।
- সাহিত্যজগতে এ পত্রিকা ‘সবুজপত্র গোষ্ঠী’ তৈরি করতে সক্ষম হয়।

 
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস-আলালের ঘরের দুলাল(১৮৫৮) -এর লেখক প্যারিচাঁদ মিত্র।  এর কেন্দ্রীয় চরিত্র মতিলাল।
এছাড়াও তাঁর রচিত উপন্যাস হলোঃ
- অভেদী,
- আধ্যাত্মিকা।
তাঁর ছদ্মনাম 'টেকচাঁদ ঠাকুর'।
'নন্দিত' শব্দের বিপরীত শব্দ হচ্ছে- নিন্দিত।
 
আরও কিছু বিপরীত শব্দ ও অর্থঃ
অবনত - উন্নত
আকুঞ্চন - প্রসারণ
তস্কর - সাধু
ঋজু - বক্র
হাল - সাবেক। 
সৈয়দ শামসুল হক ২৭শে ডিসেম্বর ১৯৩৫ খ্রিষ্টাব্দে কুড়িগ্রাম শহরে জন্মগ্রহণ করেন।

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ :
- একদা এক রাজ্যে,
- বৈশাখে রচিত পঙ্ক্তিমালা,
- অগ্নি ও জলের কবিতা,
- রাজনৈতিক কবিতা;

গল্প :
- শীত বিকেল,
- রক্তগোলাপ,
- আনন্দের মৃত্যু,
- জলেশ্বরীর গল্পগুলো;

উপন্যাস:
- বৃষ্টি ও বিদ্রোহীগণ;

নাটক :
- পায়ের আওয়াজ পাওয়া যায়,
- নূরুলদীনের সারাজীবন,
- ঈর্ষা;

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিতর্কপ্রধান ও সমাজ সমস্যামূলক উপন্যাস 'শেষ প্রশ্ন' (১৯৩১)।
- উপন্যাসটির চরিত্র: শিবনাথ-মনোরমা, অজিত-কমল, নীলিমা-আশুবাবু।

কাজী নজরুল ইসলামঃ
- প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা (১৯২২), ‘দোলন চাঁপা’ (১৯২৩)।
- কুহেলিকা উপন্যাস (১৯৩১)।


 
- প্যারাডাইস লস্ট ইংরেজ কবি জন মিল্টন রচিত মহাকাব্য।

- এটি John MIlton এর লিখা বিখ্যাত কবিতা ।
- কবিতাটি মূলত biblical story (the Fall of Man) নিয়ে লেখা ।
- যেটির মূল কাহিনীই হচ্ছে শয়তানের ধোঁকায় পরে Adam and Eve এর বাগান থেকে বহিস্কার হওয়া নিয়ে ।
- এটি চেষ্টা করেছে ঈশ্বরের আদেশকে মানুষের কাছে ন্যায্যতা দিতে ।
সেলিম আল দীনের উল্লেখযোগ্য নাটকসমুহঃ-
  - জন্ডিস ও বিবিধ বেলুন,
  - বাসন,
  - মুনতাসির,
  - শকুন্তলা,
  - কীত্তনখোলা,
  - কেরামতমঙ্গল,
  - যৈবতী কন্যার মন,
  - চাকা,
  - হরগজ,
  - প্রাচ্য,
  - হাতহদাই,
  - নিমজ্জন,
  - ধাবমান,
  - স্বর্ণবোয়াল,
  - পুত্র,
  - বনপাংশুল ইত্যাদি
- কোনো জিনিস সম্পূর্ণরূপে পূর্ণ বোঝাতে "কানাসোঁআ" ব্যবহৃত হয়।

- সুতরাং, 'শাকে দিনু কানাসোঁআ পানি'- কানাসোঁআ শব্দের অর্থ- কানায় কানায় পরিপূর্ণ। 
মাথা খাও (বিশেষ্য) - নারীসুলভ দিব্যি।
কবি শামসুর রাহমানের আত্মজীবনীমূলক গ্রন্থঃ
- কালের ধুলোয় লেখা। একাত্তরের ঘটনাবলীর প্রত্যক্ষ বিবরণ তিনি লিখে গিয়েছেন আত্মজীবনী কালের ধুলোয় লেখা গ্রন্থে।

তার রচিত কাব্যগ্রন্থঃ
- বিধ্বস্ত নীলিমা,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- রৌদ্র করোটিতে,
- বন্দী শিবির থেকে,
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- শূন্যতায় তুমি শোকসভা,
- অন্ধকার থেকে আলোয়
- উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ,
- শুনি হৃদয়ের ধ্বনি ইত্যাদি।

তার রচিত উপন্যাসঃ
- অক্টোপাস,
- নিয়ত মন্তাজ,
- এলো সে অবেলায় 
- অদ্ভূত আঁধার এক ইত্যাদি।

আত্মস্মৃতিমূলক গ্রন্থঃ
- স্মৃতির শহর। (কিশোর রচনা)

মুনীর চৌধুরীর অনুবাদিত নাটক:

(1) কেউ কিছু বলতে পারে না (১৯৬৯); জর্জ বার্নার্ড শ-র You never can tell-এর বাংলা অনুবাদ।

(2) রূপার কৌটা (১৯৬৯); জন গলজ্‌ওয়র্দি-র The Silver Box-এর বাংলা অনুবাদ।

(3) মুখরা রমণী বশীকরণ (১৯৭০); উইলিয়াম শেক্‌স্‌পিয়ারের Taming of the Shrew-এর বাংলা অনুবাদ।


২৫% - ২৫% + [(২৫%)(-২৫%)]/১০০
= -৬২৫%/১০০
= - ৬(১/৪)%
∴ ৬(১/৪)% কমেছে।

ধরি সংখ্যাটি x

শর্তমতে,x/2=x/3+17

বা,x/2-x/3=17

বা, (3x-2x)/6=17

বা, x = 17×6

বা, x=102


সেট প্রকাশের দুটি প্রধান পদ্ধতি হলো:
1. তালিকা পদ্ধতি (Roster Method বা Tabular Method):
- এই পদ্ধতিতে একটি সেটের সব সদস্য সরাসরি তালিকাভুক্ত করা হয়।
- উদাহরণস্বরূপ, A = {1,2,3,4}
- এটি সাধারণত ছোট সেটের জন্য ব্যবহার করা হয় যেখানে সদস্যদের সংখ্যা কম থাকে।

2. সেট গঠন পদ্ধতি (Set Builder Method):
- এই পদ্ধতিতে একটি সেটের সদস্যদের একটি সাধারণ গুণ বা শর্তের মাধ্যমে প্রকাশ করা হয়।
- উদাহরণস্বরূপ, B = {x | x একটি প্রাকৃতিক সংখ্যা এবং x < 5}।
- এটি সাধারণত বড় বা অসীম সেটের জন্য ব্যবহার করা হয় যেখানে সদস্যদের একটি নির্দিষ্ট গুণ দ্বারা বর্ণনা করা হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার। 
আমরা জানি,
- সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4)a2
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0