সমাজসেবা অধিদপ্তরের (সহকারী শিক্ষক) - ১৬.০৬.২০১৭ (60 টি প্রশ্ন )
দেওয়া আছে,বার্ষিক সুদের হার r =৮%
 সময়  t=২ বছর; চক্রবৃদ্ধি মূলধন C =৫২০০ টাকা
মূলধন  p =?
 আমরা জানি,চক্রবৃদ্ধি সুদাসল=মূলধন ×[১+(সুদের হার/১০০)]সময়
      বা,৫২০০=মূলধন ×[১+(৮/১০০)]
      বা, ৫২০০=মূলধন ×(১.০৮)
অতএব,মূলধন=৫২০০/(১.০৮ ×১.০৮)=৪৪৫৮.১৬


- যে সংখ্যা পদ্ধতির ভিত্তি ২ এবং ০ ও ১ ব্যবহার করে সকল সংখ্যা লেখা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে।
- কম্পিউটারের ডাটা সংরক্ষণে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।
স্থির জলে নৌকার বেগ = (স্রোতের অনুকূলে বেগ + স্রোতের প্রতিকূলে বেগ)/2.
= (8 কি.মি/ঘন্টা + 4 কি.মি/ঘন্টা)/2
= 6 কি.মি/ঘন্টা
আমরা জানি সমানুপাতিকদের অনুপাত সমান । সুতরাং, চতুর্থ সমানুপাতিক ক হলে,
৩:৯ = ৪:ক
⇒ ৩/৯ =  ৪/ক
⇒ ৩ক = ৩৬ 
⇒ ক = ১২
x>y এবং z<0 অর্থাৎ z ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা দ্বারা অসমতাকে গুণ করা হলে তার চিহ্ন উল্টে যায়। 
∴ xz>yz অসমতাটি সঠিক।

দেওয়া আছে,

a + b = 2 .......(1)

এবং ab = 1 .......(2)

আমরা জানি,

(a - b)2 = (a + b)2 - 4ab

=> (a - b)2 = 22 - 4.1

=> (a - b)2 = 4 - 4

a - b = 0 ..........(3)

(1) + (3) হতে পাই,

2a = 2

=> a = 1

(1) - (3) হতে পাই,

2a = 2

=> b = 1

a = 1 এবং b = 1.

ধরি, সংখ্যাটি x 

x এর ৪০% + ৪২ = x 

=> ৪০x/১০০ +৪২ = x     
=> ২x/৫ + ৪২  = x 
=> ২x + ২১০ = ৫x         
=> ৫x - ২x = ২১০
=> x = ২১০/৩    
 ∴   x = ৭০  


ধরি, সংখ্যাটি = x
শর্তমতে, (x × ৮)- (x × ২) = ৭২
বা, ৮x - ২x = ৭২
বা, ৬x = ৭২
অতএব, x = ১২
৬ = ২ × ৩
৮ = ২ × ২ ×২
৯ = ৩ × ৩
৭ = ১ × ৭ 

আমরা জানি, মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
সুতরাং, ৭ মৌলিক সংখ্যা। 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
২/৩ = ০.৬৬৬

৩৩/৫০ = ০.৬৬

৮/১১ = ০.৭২৭

৩/৫ = ০.৬

১৩/২৭ = ০.৪৮১ 

তাহলে, ২/৩ হতে বড় ভগ্নাংশ হলো ৮/১১ । 
= ১
= ৯
= ২৫
= ৪৯
= ৮১
১১ = ১২১

∴ সঠিক উত্তর ১২১
১ ঘন্টা ৪০ মিনিট/৫ ঘন্টা= (৬০+৪০)/৩০০ = ১/৩
দুইটি কোণের সমষ্টি ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।

৯০° এর পূরক কোণ = ৯০°-৯০° = ০°
Present indefinite tense এর Active voice কে Passive voice করার নিয়ম:

- Object টির subjective form
- am/is/are + মূল verb এর past participle
- by/to/with/in etc + subject এর objective form.
- আর known এর পর সবসময় to বসে by/in/with নয়।

যেমন- Active voice: I know him.
Passive Voice: He is known to me.
৮১ ÷ ৩ = ২৭
২৭ ÷ ৩ = ৯
৯ ÷ ৩ = ৩
৩ ÷ ৩ = ১
লুপ্ত সংখ্যা = ৯
- বাক্যটিতে "yesterday" (গতকাল) শব্দটি ব্যবহৃত হয়েছে, যা অতীত কাল নির্দেশ করে।
- অতীত কালের নেতিবাচক রূপ: ইংরেজিতে অতীত কালের নেতিবাচক রূপ তৈরি করতে "did not" বা সংক্ষেপে "didn't" ব্যবহার করা হয়।
- মূল ক্রিয়াপদের ব্যবহার: "Did not" এর পরে মূল ক্রিয়াপদ (go) ব্যবহার করা হয়, কোনো পরিবর্তন ছাড়া।
Article "An" সাধারণত
- সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর যদি Vowel (a,e,i,o,u) এর মত উচ্চারিত হয় (an egg, an apple)
- কোন Word- এর শুরুতে Consonant 'h' থাকলে এবং উচ্চারণ যদি 'হ'/h এর মত না হয় (an hour, an honest)
- o দিয়ে গঠিত সমস্ত শব্দের আগে ‍an বসে (an opera, an open field)
(শুধুমাত্র One যুক্ত শব্দে ‍a বসে - a one taka note)
- সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর Vowel এর মতো উচ্চারিত হলে বসে (an M.A, an F.R.C.S)

তাই এখানে শূণ্যস্থানে an বসবে।অর্থাৎ,
- He is an MBBS.
- Distance, Length, Money, Time, Weight কে এককের সমষ্টি হিসেবে ধরা হলে Verb টি Singular হয়।

- কিন্তু সমষ্টি না বুঝিয়ে আলাদা আলাদা বুঝালে Verb টি Plural হয়।
Example:
1. Ten miles is a long distance.
2. Twenty miles is to far to walk.
3. Ten thousand dollars is a lot of money.
অনেকগুলি অর্থে countable noun এর পূর্বে many এবং অনেকটা অর্থে uncountable noun এর পূর্বে much বসে।
furniture হচ্ছে uncountable noun. তাই এর পূর্বে much বসবে ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- এই বাক্যটিতে "Each learner" অর্থাৎ প্রতিটি শিক্ষার্থীকে একক হিসেবে ধরা হচ্ছে।
- যেহেতু প্রতিটি শিক্ষার্থী একক, তাই একবচন ক্রিয়া ব্যবহার করতে হবে।
- Need একটি ক্রিয়া যার অর্থ "দরকার হয়"।
- "Each" শব্দের সাথে সবসময় একবচন ক্রিয়া ব্যবহৃত হয়।
- একবচনের ক্রিয়াপদের শেষে 's' যোগ করতে হয়।
- সঠিক বাক্যটি হবে: "Each learner of English needs a good dictionary."
- যদিও "Ten years" বহুবচন দেখায়, কিন্তু এটি একটি সময়কাল নির্দেশক বিষয় হিসেবে বিবেচিত হয়।
- ইংরেজিতে, যখন কোনো সময়কাল বা পরিমাণকে একটি একক হিসেবে বিবেচনা করা হয়, তখন তা একবচন হিসেবে গণ্য হয়।
- যেহেতু সময়কালটিকে একটি একক হিসেবে বিবেচনা করা হচ্ছে, তাই একবচন ক্রিয়াপদ "is" ব্যবহার করা হয়।
- সঠিক বাক্যটি হবে: "Ten years is a long time to wait."
আমি, তুমি, শিশু, সন্তান, দমপতি, শাবক, বাচ্চা, ছানা, ছাগলছানা ইত্যাদি উভয় লিঙ্গ।
• Noun - Beauty (সৌন্দর্য)
• Verb - Beautify (সুন্দর করা)
• Adjective - Beautiful (সুন্দর)
• Adverb - Beautifully (সুন্দরভাবে)
feed =খাওয়ানো। এটি verb ।বাকিগুলি noun .
die of =অসুস্থতা
die by =আত্মহত্যা
died from = কোন কিছুতে মারা যাওয়া ।
'আমার টাকা ছিল না' এর সঠিক ইংরেজি - I had no money.
শুদ্ধ বানান- পিপীলিকা

বুদ্ধিজীবি - বুদ্ধিজীবী 

অগ্নাশয় - অগ্ন্যাশয়

অন্তঃস্বত্তা - অন্তঃসত্ত্বা
বাংলা বর্ণমালায় মাত্রাযুক্ত / পূর্ণমাত্রা অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণ রয়েছে । মাত্রাহীন বর্ণ রয়েছে ১০ টি । এ ,ঐ , ও ,ঔ ,ঙ ,ঞ ,ৎ ঁ , :,ং
'কর্মে ক্লান্তি নেই যার' এর এক কথায় প্রকাশ- অক্লান্ত কর্মী।
ক্লান্তিহীন ভাবে চলে যা -  অক্লান্ত/অবিশ্রাম।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
• বন্ধুর শব্দের বিপরীত শব্দ- মসৃণ
আরও কিছু বিপরীত শব্দঃ
- মুখর <> মৌন,
- বিনাশ <> বিকাশ
- নিষ্ঠুর <> মরমি,
- শৈব <> শাক্ত,
- বিরাগ <> লিপ্সা।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0