- প্রটোকল (Protocol) হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। - এটি ছাড়া একটি সফল কম্পিউটার নেটওয়ার্ক গড়ে তোলা যায় না। - ভিন্ন ভিন্ন কম্পিউটারকে এক সাথে যুক্ত করে দিতে হলে এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের যোগাযোগ করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মেনে তথ্য আদান-প্রদান করতে হয়। - যারা নেটওয়ার্ক তৈরি করেন তারা আগে থেকেই ঠিক করে নেন, ঠিক কোন ভাষায়, কোন নিয়ম মেনে এক কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করবে। এই নিয়মগুলোই হচ্ছে প্রটোকল।
- MS WINDOWS বা Microsoft Windows হল একটি কম্পিউটার পরিচালনা সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম। - এটি কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে এবং ব্যবহারকারীদের কম্পিউটারের সাথে ইন্টারফেস করার জন্য একটি গ্রাফিকাল ইউজার ইন্টারফেস (GUI) প্রদান করে।
২০২৪ সালে বিশ্বের সর্বাধিক মুদ্রাস্ফীতির দেশ হলো ভেনেজুয়েলা, যার মুদ্রাস্ফীতি হার প্রায় 400%। এ তালিকায় এরপরে রয়েছে জিম্বাবুয়ে (172.2%) এবং আর্জেন্টিনা (98.6%)
- প্রতি বছর মার্চ মাসের তৃতীয় মঙ্গলবার সমাজকর্মের প্রচার, প্রসার ও মানব সম্পর্কের উন্নয়নে বিশ্বব্যাপী পালন করা হয় ‘বিশ্ব সমাজকর্ম দিবস’। - একটি সমাজ ব্যবস্থাপনায় যে কাজের মাধ্যমে সমাজের ইতিবাচক ও গঠনগত পরিবর্তনের মাধ্যমে সমাজের চিত্র আমূল বদলে ফেলা হয়, তা-ই হচ্ছে সমাজকর্ম। - সমাজকর্ম বিশেষায়িত পেশা। আধুনিক বিশ্বে হাতেগোনা কয়েকটি বিষয় পেশাকেন্দ্রিক, এর মধ্যে সমাজকর্ম অন্যতম।
- লয়েড জেমস অস্টিন (তৃতীয়) (জন্ম ৮ আগস্ট, ১৯৫৩) একজন আমেরিকান অবসরপ্রাপ্ত চার তারকা আর্মি জেনারেল। - তিনি ২২শে জানুয়ারী, ২০২১ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
- ৫ আগস্ট ২০২৪ এ সাধারণ ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের তোপের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। - তারপর ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। - অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে রয়েছে ১০টি মন্ত্রণালয়ের দায়িত্ব। - ১৬ আগস্ট নতুন করে উপদেষ্টাদের দপ্তর পুনর্বন্টন করে গেজেট প্রকাশ করা হয়। - মিজ্ শারমীন এস মুরশিদ কে সমাজকল্যাণ মন্ত্রণালয় এর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন ১০ নং সেক্টর কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত হয়েছিল । - এ সেক্টর গঠনের উদ্যোক্তা ছিলেন ফ্রান্সের প্রশিক্ষণ প্রাপ্ত পাকিস্তান নৌ বাহিনীর আটজন বাঙ্গালি নৌ কমান্ডার । - এ সেক্টরে কোন কমান্ডার ছিলনা।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
• শব্দদূষণ বলতে মানুষের বা কোনো প্রাণীর শ্রুতিসীমা অতিক্রমকারী কোনো শব্দ সৃষ্টির কারণে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাকে বোঝায়। যানজট, কলকারখানা থেকে দূষণ সৃষ্টিকারী এরকম তীব্র শব্দের উৎপত্তি হয়।
• শব্দের তীব্রতা পরিমাপক একক হচ্ছে - ডেসিবল (dB)। শব্দের মাত্রা ৪৫ ডেসিবল (dB) হলেই সাধারণত মানুষ ঘুমাতে পারে না। ৮৫ ডেসিবল (dB) শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হতে শুরু করে এবং মাত্রা ১২০ ডেসিবল (dB) হলে কানে ব্যথা শুরু হয়।
• বিশ্ব স্বাস্থ্য সংস্থা - এর মতে ৬০ ডেসিবেল (dB) শব্দ একজন মানুষকে সাময়িকভাবে এবং ১০০ ডেসিবেল (dB) শব্দ পুরোপুরি বধির করে ফেলতে পারে। এর মানে, ৬০ ডেসিবলের চেয়ে বেশি মাত্রার শব্দ শব্দদূষণ ঘটায়।
- ১৭ই মার্চ, ১৯২০ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফুর রহমান এবং সায়রা বেগমের ঘরে জন্ম নেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। - সাত বছর বয়সে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে জাতির জনকের প্রাতিষ্ঠানিক ছাত্রজীবনের সূচনা হয় ১৯২৭ সালে। - বঙ্গবন্ধুকে গোপালগঞ্জ সীতানাথ একাডেমির (বা পাবলিক স্কুলে) তৃতীয় শ্রেণিতে ভর্তি করা হয় ১৯২৯ সালে। - মাদারীপুরে ইসলামিয়া হাইস্কুলে পড়ার সময় বঙ্গবন্ধু বেরীবেরি রোগে আক্রান্ত হন ১৯৩৪ সালে। - ১৯৩৭ সালে অসুস্থতার কারণে বঙ্গবন্ধুর লেখাপড়া বন্ধ ছিলো, আবার তা শুরু হয়। - ১৬ জানুয়ারি, ১৯৩৮ সালে বাংলার প্রধামন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক গোপালগঞ্জ মিশন স্কুল পরিদর্শনে এলে বঙ্গবন্ধুর সঙ্গে তার পরিচয় হয়। - ১৯৩৮ সালে মাত্র ১৮ বছর বয়সে তিনি বেগম ফজিলাতুননেসার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। - ১৫ আগস্ট, ১৯৭৫ সালে স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল চক্রের ষড়যন্ত্রে জাতির জনক বঙ্গবন্ধু স্বপরিবারে শহীদ হন।
- বিশ্বের রাজধানী বলা হয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরকে । - এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর । বর্তমান বিশ্বে এটি অন্যতম প্রধান বাণিজ্যিক ,অর্থনৈতিক , সাংস্কৃতিক ও শিক্ষা কেন্দ্র । এখানে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত।
- COMCASA হল Communications Compatibility and Security Agreement-এর সংক্ষিপ্ত রূপ। - এটি ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সামরিক যোগাযোগ চুক্তি। - এই চুক্তিটি ২০১৮ সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত হয়। - এর মূল উদ্দেশ্য হল দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে উন্নত যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা। - এই চুক্তির মাধ্যমে ভারত যুক্তরাষ্ট্রের উন্নত যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করতে পারবে। - এটি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ইন্টারঅপারেবিলিটি (পারস্পরিক কার্যক্ষমতা) বাড়াবে। - চুক্তিটি নিশ্চিত করে যে বিনিময়কৃত তথ্য ও প্রযুক্তি সুরক্ষিত থাকবে। - এর ফলে ভারত উন্নত মার্কিন সামরিক উপকরণ ক্রয় করতে পারবে। - এটি ভারত মহাসাগর অঞ্চলে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা উন্নত করবে। - এই চুক্তিটি ভারত-মার্কিন সামরিক সম্পর্কের একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়।
বিমসটেক (BIMSTEC- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট। - এটি ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়। - এর সদরদপ্তর ঢাকায় অবস্থিত। - এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় - ৩১ জুলাই, ২০০৪ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। - এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি এবং বর্তমান সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড (প্রথম ৪টি প্রতিষ্ঠাকালীন সদস্য), মিয়ানমার, নেপাল ও ভুটান।
- এই পঙক্তিটি সৈয়দ আলী আহসানের 'ফেরা' নামক কবিতা থেকে নেওয়া। - সৈয়দ আলী আহসান বাংলাদেশের একজন খ্যাতনামা সাহিত্যিক কবি, সাহিত্য সমালোচক, অনুবাদক, প্রাবন্ধিক এবং শিক্ষাবিদ । - ১৯৮৯ সালে বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে স্বীকৃতি প্রদান করে । তিনি তার পাণ্ডিত্যের জন্য প্রসিদ্ধ ছিলেন । - সৈয়দ আলী আহসান কৃত বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদ সরকারি ভাষান্তর হিসেবে স্বীকৃত । - 'বাংলা সাহিত্যের ইতিবৃত্ত' (আধুনিক যুগ) প্রবন্ধগ্রন্থের রচয়িতা সৈয়দ আলী আহসান। তিনি মুহম্মদ আবদুল হাইয়ের সাথে একত্রে গ্রন্থটি প্রকাশ করেন।
তাঁর রচিত কাব্যগ্রন্থঃ - অনেক আকাশ, - সহসা সচকিত, - আমার প্রতিদিনের শব্দ, - সমুদ্রেই যাব, - একক সন্ধ্যায় বসন্ত, - রজনীগন্ধা ইত্যাদি।
'Lexicography' শব্দের বাংলা পরিভাষা- অভিধানতত্ত্ব। 'Semantic' শব্দের বাংলা পরিভাষা- অর্থতত্ত্ব, 'Morphology' শব্দের বাংলা পরিভাষা- শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, 'Phonology' শব্দের বাংলা পরিভাষা- ধ্বনিতত্ত্ব, 'Syntax' শব্দের বাংলা পরিভাষা- বাক্যতত্ত্ব
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
যে সর্বনামের দ্বারা বাক্যের বক্তা নিজেকে বোঝায় এমন সর্বনাম পদ হচ্ছে বক্তা পক্ষ বা উত্তম পুরুষ। যেমন- আমি, আমরা, আমাদের। উত্তম পুরুষের অনুজ্ঞা পদ হতে পারে না। কারণ কেউ নিজেকে আদেশ করতে পারে না।
- "ঝিকিমিকি" শব্দটি বিপরীতার্থক দ্বন্দ্বের একটি উদাহরণ। এখানে:
- "ঝিকি" শব্দের অর্থ হল চকচকে বা উজ্জ্বল। - "মিকি" শব্দটি "ঝিকি"-র বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে, যা অস্পষ্ট বা অনুজ্জ্বল বা নিন্দাত্মক বোঝায়।
অন্যান্য অপশন গুলি বিপরীতার্থক দ্বন্দ্ব নয়:
মারামারি - এটি একটি ক্রিয়ার পুনরাবৃত্তি বোঝায়। ছটফট - এটি একই ধরনের অবস্থা বা ক্রিয়ার পুনরাবৃত্তি। চালচলন - এটি দুটি সমার্থক শব্দের সমন্বয়।
বিপরীতার্থক দ্বন্দ্ব হল এমন একটি শব্দযুগ্ম যেখানে দুটি বিপরীত অর্থের শব্দ একসাথে ব্যবহৃত হয় একটি নতুন অর্থ প্রকাশ করতে। "ঝিকিমিকি" শব্দটি এই ধরনের গঠনের একটি উত্তম উদাহরণ।
- যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত ,জাত, বিরত ,আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকেই অপাদান কারক বলে। - কোথা থেকে, কি হতে, কিসের হতে দিয়ে প্রশ্নের উত্তরে অথবা ভয়, ভিতী শঙ্কা প্রকাশ পেলে অপাদান কারক হয় বাক্যটিতে ভয় প্রকাশ পেয়েছে তাই এটি অপাদান কারক। - বাবা+কে হওয়ায় এখানে অপাদানে ২য়া বিভক্তি।
সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। যেমন: - ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ= ভ্রমরকৃষ্ণকেশ, - কচুর মতো কাটা= কচুকাটা, - মেঘের মতো শ্যাম = ঘনশ্যাম।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।