অফিস সহায়ক - ৩১.০৮.২০১৮ (40 টি প্রশ্ন )
দেওয়া আছে,
a + b  = 8
ab = 15

∴ a - b = √{(a + b)2 - 4ab}
= √(82 - 4 × 15)
= √(64 - 60)
= √4
= 2

∴ a2 - b2
= (a + b)(a - b)
= 8 × 2
= 16
১০৫০ টাকার ৮%
= ১০৫০ টাকার ৮/১০০
= ৮৪ টাকা
ধরি,
আম ক্রয় করেছিল = (৫ × ৬) টি
= ৩০ টি

৬ টি আমের ক্রয়মূল্য = ১ টাকা
∴ ১ টি আমের ক্রয়মূল্য = ১/৬ টাকা
∴ ৩০ টি আমের ক্রয়মূল্য = (১ × ৩০)/৬ টাকা
= ৫ টাকা

আবার,
৫ টি আমের বিক্রয়মূল্য = ১ টাকা
∴ ১ টি আমের বিক্রয়মূল্য = ১/৫ টাকা
∴ ৩০ টি আমের বিক্রয়মূল্য = (১ × ৩০)/৫ টাকা
= ৬ টাকা
∴ লাভ = (৬ - ৫) টাকা
= ১ টাকা

এখন,
৫ টাকায় লাভ হয় = ১ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ১/৫ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (১ × ১০০)/৫ টাকা
= ২০%

∴ শতকরা লাভ = ২০%।
১২০ = ৪ × ৫ × ৬
সুতরাং সংখ্যা তিনটির যোগফল = ৪ + ৫ + ৬ = ১৫
এখানে একটি ধারার ভিতরে দুটি ধারা আছে।
১ম ধারা= ২০, ২৬, ৩২ ...... [যা ৬ করে বাড়ছে]
২য় ধারা= ২০, ২৩, ২৬, ২৯, ৩২ .... [যা ৩ করে বাড়ছে]
সুতরাং, ধারাটি হবে ২০, ২৩, ২৬, ২৯, ৩২, ৩৫, ৩৮, ৪১, ৪৪, ৪৭.....
∴ ১০ম পদ = ৪৭
ইন্দোনেশিয়ার রাজধানী - জাকার্তা
অস্ট্রিয়ার রাজধানী - ভিয়েনা 
তুরস্কের রাজধানী - আঙ্কারা
পেরুর রাজধানী - লিমা
- UNICEF একটি জাতিসংঘ সংস্থা যা বিশ্বব্যাপী শিশুদের অধিকার রক্ষা এবং প্রচারে মনোনিবেশ করে।
- এটি শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি এবং শিশু সুরক্ষার ক্ষেত্রে মানবতাবাদী সহায়তা এবং কর্মসূচি প্রদান করে।
- বিভিন্ন দেশের শিশুদের উন্নতি, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে জাতিসংঘের যে প্রতিষ্ঠানটি কাজ করে তার নাম ইউনিসেফ।
- এই সংস্থাটি ১১ ডিসেম্বর, ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
- বর্তমান নির্বাহী পরিচালক: ক্যাথরিন রাসেল।
- UNICEF বর্তমানে বিশ্বের ১৯০টির ও বেশি দেশ ও অঞ্চলে কাজ করছে।
- ১৯৪৯ সালের ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ গঠিত হয়।
- এর প্রথম কমিটিতে সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক শামসুল হক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক।
- ১৯৭৬ খ্রিষ্টাব্দের ১৭ই নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই দেশ বরেণ্য নেতা মৃত্যুবরণ করেন।
- তাকে টাংগাইল জেলার সদর উপজেলার উত্তর-পশ্চিমে সন্তোষ নামক স্থানে পীর শাহজামান দীঘির পাশে সমাধিস্থ করা হয়।
- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিক দিক থেকে চিরতরে পঙ্গু করার জন্য ১৪ ডিসেম্বর ১৯৭১ দেশের বুদ্ধিজীবিদের ধরে নিয়ে নির্বিচারে হত্যা করে ।
- তাদের স্মরণে স্বাধীনতার পর থেকে ঐ দিনটি 'শহীদ বুদ্ধিজীবি দিবস ' হিসেবে পালিত হয় ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২৪

• এপ্রিল ২০২৪ জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ করে। 
প্রতিবেদনে বিশ্ব__ 
• জনসংখ্যা : ৮১১.৯০ কোটি।
• নারী প্রতি প্রজনন : ২.৩ জন ।
• গড় আয়ু পুরুষ : ৭১ বছর ও নারী : ৭৬ বছর।
• নারী প্রতি প্রজনন হার সর্বাধিক : নাইজার (৬.৬ জন) ও সর্বনিম্ন : হংকং (০.৮ জন)। 
• জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ : ভারত।
• জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান : অষ্টম।

শীর্ষ ১০ জনবহুল দেশঃ
দেশ  ও জনসংখ্যাঃ
১. ভারত - ১৪৪ কোটি ১৭ লাখ।
২. চীন - ১৪২ কোটি ৫২ লাখ। 
৩. যুক্তরাষ্ট্র - ৩৪ কোটি ১৮ লাখ। 
৪. ইন্দোনেশিয়া - ২৭ কোটি ৯৮ লাখ। 
৫. পাকিস্তান - ২৪ কোটি ৫২ লাখ। 
৬. নাইজেরিয়া - ২২ কোটি ৯২ লাখ। 
৭. ব্রাজিল - ২১ কোটি ৭৬ লাখ। 
৮. বাংলাদেশ - ১৭ কোটি ৪৭ লাখ। 
৯. রাশিয়া - ১৪ কোটি ৪০ লাখ। 
১০. ইথিওপিয়া - ১২ কোটি ৯৭ লাখ। 





মুক্তিযুদ্ধভিত্তিক নাটক-
- যে অরণ্যে আলো নেই : নীলিমা ইব্রাহীম
- পায়ের আওয়াজ পাওয়া যায় : সৈয়দ শামসুল হক
- ‘বর্ণচোরা’ ও ‘কী চাহ শঙ্খচিল' : মমতাজউদ্দীন আহমেদ
- নরকে লাল গোলাপ : আলাউদ্দিন আল আজাদ
- প্রতিদিন একদিন : সাঈদ আহমদ

মুক্তিযুদ্ধভিত্তিক প্রবন্ধ-
- A Search for Identity : মেজর মোহাম্মদ আবদুল জলিল
- The Liberation of Bangladesh : মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
- আমি বীরাঙ্গনা বলছি : ড. নীলিমা ইব্রাহীম
- একাত্তরের ঢাকা : সেলিনা হোসেন স্মৃতিকথা
- আমি বিজয় দেখেছি : এম আর আখতার মুকুল
- একাত্তরের দিনগুলি : জাহানারা ইমাম
- একাত্তরের ডায়েরি : সুফিয়া কামাল
- একাত্তরের যীশু : শাহরিয়ার কবির

মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র-
- Stop Genocide: জহির রায়হান
- ওরা ১১ জন : চাষী নজরুল ইসলাম
- আবার তোরা মানুষ হ : খান আতাউর রহমান
- হাঙ্গর নদী গ্রেনেড : চাষী নজরুল ইসলাম
- অরুণোদয়ের অগ্নিসাক্ষী : সুভাষ দত্ত

মুক্তিযুদ্ধের জনপ্রিয় ১০টি উপন্যাসঃ
-রাইফেল রোটি আওরাত
-নেকড়ে অরণ্য
-যাত্রা
-হাঙর নদী গ্রেনেড
-জীবন আমার বোন
-দ্বিতীয় দিনের কাহিনী
-খাঁচায়
-জোছনা ও জননীর গল্প
-সাড়ে তিন হাত ভূমি
-জীবন ও রাজনৈতিক বাস্তবতা
- ২০২৬ সালে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের ২৩তম আসর অনুষ্ঠিত হবে।
- টুর্নামেন্টটি ১১ জুন থেকে ১৯ জুলাই, ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
- এটি উত্তর আমেরিকার তিনটি দেশের ১৬টি শহর যৌথভাবে আয়োজন করবে: কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- এই টুর্নামেন্টটি তিনটি দেশ দ্বারা আয়োজিত প্রথম এবং ১৯৯৪ সালের পর প্রথম উত্তর আমেরিকার বিশ্বকাপ হবে।
- আর্জেন্টিনা বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।
- বাংলাদেশের জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা ৩৫০।
- জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সদস্য সংখ্যা ৩০০ ।
- নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৫০টি।
- নবাব সিরাজউদ্দৌলা বা মির্জা মুহম্মদ সিরাজ-উদ-দৌলা (১৭৩২–১৭৫৭) ছিলেন বাংলা-বিহার-ওড়িশার শেষ স্বাধীন নবাব।
- সিরাজউদ্দৌলার প্রকৃত নাম মির্জা মোহাম্মদ।
- সিরাজউদ্দৌলা তাঁর নানা নবাব আলীবর্দী খানের কাছ থেকে ২৩ বছর বয়সে ১৭৫৬ সালে বাংলার নবাবের ক্ষমতা অর্জন করেন।
- পলাশীর যুদ্ধে তাঁর পরাজয় ও মৃত্যুর পরই ভারতবর্ষে ১৯০ বছরের ইংরেজ শাসনের সূচনা হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
মুজিবনগর বাংলাদেশের মেহেরপুর জেলায় অবস্থিত এটি একটি ঐতিহাসিক স্থান। বর্তমান মুজিবনগরের পূর্বনাম ভবের পাড়া। এখানে ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন করা হয়। এরপর ১৭ এপ্রিল ,১৯৭১ সালে আনুষ্ঠানিকভাবে মুজিবনগর সরকারের শপথ গ্রহণের পর গঠিত মন্ত্রীসভার সদস্য ৬ জন ।
১৭ এপ্রিল, ১৯৭১ উল্লেখ্যযোগ্য গুরুত্বপূর্ণ ঘটনা- 
- মুজিবনগর সরকার গঠন।
- বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার ঘোষণা।
- স্বাধীনতার সংবিধানিক ঘোষণা।
- আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা।
- প্রজাতন্ত্রের আত্মপ্রকাশ।
- বাংলাদেশ প্রজাতন্ত্রের ঘোষণা।
- প্রথম মন্ত্রিসভা গঠন।
Propaganda এর পরিভাষা- অপপ্রচার, রটনা, প্রচারণা, রাজনৈতিক মতপ্রচার ইত্যাদি।
বুদ্ধিমান (বিশেষণ পদ) এর অর্থ- বুদ্ধি আছে এমন; যার বিশেষ্য পদ- বুদ্ধি।
- উদ্ধৃতাংশটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'দুই বিঘা জমি' কবিতা থেকে নেওয়া হয়েছে।
যে শব্দ দ্বারা পুরুষ ও স্ত্রী উভয় বুঝায় তাই উভয়লিঙ্গ।যেমন-জন, শিশু, সন্তান, শিক্ষিত, গুরুজন ইত্যাদি ।
ক্ত প্রত্যয় যুক্ত হলে, ধাতুর অন্তস্থিত ‘চ’ ও ‘জ’ স্থলে ‘ক’ হয়। যেমন- √সিচ্+ক্ত-(সিক্+ত) সিক্ত।
এরূপ-√মুচ্+ক্ত-মুক্ত, √ভুজ+ক্ত-ভুক্ত, √বচ্ + ক্ত- উক্ত 
শুদ্ধ বানান- মরীচিকা
অঘোষ অল্পপ্রাণ ও অঘোষ মহাপ্রাণ কণ্ঠ্য কিংবা ওষ্ঠ্য ব্যঞ্জন (ক, খ, প, ফ) পরে থাকলে অ বা আ ধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ দন্ত্য শিশ ধ্বনি (স্) হয় এবং অ বা আ ব্যতীত অন্য স্বরধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ মূর্ধন্য শিশ্ ধ্বনি (ষ) হয়।

যেমন:
- পদঃ + খলন = পদস্খলন।
- নিঃ + কর = নিষ্কর
- দুঃ + কর = দুষ্কর ইত্যাদি।
প্রত্যেক ভাষার ব্যকরণের চারটি মৌলিক অংশ থাকে। যেমনঃ
১.ধ্বনি(Sound)
২.শব্দ(Word)
৩.বাক্য(Sentence)
৪.অর্থ( Meaning)

সাধুরীতির বৈশিষ্ট্য সমূহ:

১. সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণ রীতি অনুসরণ করে।

২. সাধুরীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।

৩. এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল।

৪. সাধুরীতি সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী অর্থাৎ বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য সাধুভাষা উপযোগী নয় ।

৫. সাধুরীতিতে সর্বনাম ও ক্রিয়া পদ এক বিশেষ গঠন পদ্ধতি অনুসরণ করে।

৬. সাধু ভাষার একটি বৈশিষ্ট্য হলো এটি লেখ্য ভাষা।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দঃ
হৃদ্যতা - হৃদ্যতা
স্নিগ্ধ - রুক্ষ।
সুপ্ত - জাগ্রত
স্বার্থ - পরার্থ।
স্থির - চঞ্চল‌
প্রচ্ছন্ন - ব্যক্ত/প্রকট
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0