কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ?

A হুমায়ুন

B বাবর

C আকবর

D জাহাঙ্গীর

Solution

Correct Answer: Option A

- হুমায়ুন (১৫৩০-১৫৫৬) মুগল সম্রাট বাবরের জ্যেষ্ঠ পুত্র।
- ১৫৩০ খ্রিস্টাব্দে পিতার উত্তরাধিকারী হিসেবে দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
- যিনি ১৫৩০ খ্রিষ্টাব্দ থেকে ১৫৪০ খ্রিষ্টাব্দ এবং ১৫৫৫ খ্রিস্টাব্দ থেকে ১৫৫৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত দুই দফায় আধুনিক আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের উত্তরাঞ্চলে রাজত্ব করেছেন।
- সম্রাট হুমায়ুন বাংলার রাজধানীর নতুন নামকরণ করেন ‘জান্নাতাবাদ’ এবং হুমায়ূন এখানে ছয়মাস অবস্থান করেন।
- সম্রাট আকবরের সময়কালে বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠা লাভ করে।
- সম্রাট আকবর বাংলা জয় করেন ১৫৭৬ সালে। তাঁর আমলে সমগ্র বাংলা সুবহ-ই-বাঙ্গালাহ নামে পরিচিত ছিল।
- ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা ১৫২৬ সালে সম্রাট বাবর।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions