Solution
Correct Answer: Option C
দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কাহিনী কবিতা। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের " চিত্রা" নামক কাব্যগ্রন্থের একটি কবিতা। বাংলার গ্রামীণ সমাজের শ্রেণীবিভেদ আর দূর্বলের উপর সবলের অনাচার-অবিচার নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটি লিখেছেন।
তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থঃ
- সোনার তরী (১৮৯৪),
- চিত্রা (১৮৯৬),
- চৈতালি (১৮৯৬),
- কল্পনা (১৯০০) ও ক্ষণিকা (১৯০০)।