বাক্যে যতিচিহ্ন দাঁড়ি (।) থাকলে কতক্ষণ থামতে হয়?
Solution
Correct Answer: Option A
বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তিতে কিংবা বাক্যে আবেগ (হর্ষ, বিষাদ), জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশ করার উদ্দেশ্যে বাক্য গঠনে দেখাবার জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, তাই ভাবে বিরতি দিতে হয় এবং লেখার সময় বাক্যের মধ্যে তা যতি বা বিরাম বা ছেদচিহ্ন। বাক্যে যতিচিহ্ন দাঁড়ি (।) থাকলে এক সেকেন্ড থামতে হয়।