Solution
Correct Answer: Option B
ন্যাটোর মূল তথ্য:
- প্রতিষ্ঠা: ১৯৪৯ সালের ৪ এপ্রিল।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান সদস্য: ৩২টি দেশ। সর্বশেষ সদস্য সুইডেন (২০২৪)।
- বর্তমান মহাসচিব: মার্ক রুটে (Mark Rutte) (২০২৪ সালের ১ অক্টোবর থেকে)।
- মূলনীতি (আর্টিকেল ৫): যদি কোনো সদস্য দেশের উপর হামলা হয়, তবে তা সব সদস্য দেশের উপর হামলা হিসেবে গণ্য হবে এবং সবাই মিলে প্রতিরোধ করবে।