'বিদ্রোহী' কবিতায় ব্যবহৃত প্রতীচ্য পৌরাণিক চরিত্র কোনটি?

A ধূর্জটি

B ইসরাফিল

C অর্ফিয়াস

D নটরাজ

Solution

Correct Answer: Option C

- ‘বিদ্রোহী’ কবিতায় কাজী নজরুল ইসলাম বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির পৌরাণিক চরিত্র ব্যবহার করেছেন।
- ‘অর্ফিয়াস’ গ্রিক পুরাণের সঙ্গীতজ্ঞ, যিনি কবিতায় “আমি অর্ফিয়াসের বাঁশরী” লাইনটির মাধ্যমে প্রতীচ্য (পশ্চিমা) পৌরাণিক চরিত্র হিসেবে উল্লেখিত।

- অন্য বিকল্পগুলো ভারতীয় বা ইসলামী সংস্কৃতির অন্তর্গত, প্রতীচ্য নয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions