Which of the following countries is a member of both the European Union and NATO?
Solution
Correct Answer: Option C
ইউরোপীয় ইউনিয়ন (European Union) এবং ন্যাটো (NATO) দুইটি আলাদা আন্তর্জাতিক সংস্থা। ই
- উরোপীয় ইউনিয়ন মূলত ইউরোপের দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক জোট, অন্যদিকে ন্যাটো হলো মূলত সামরিক জোট।
- Ireland ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও, এটি ন্যাটোর সদস্য নয়।
- Austria ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও, এটি ন্যাটোর সদস্য নয় কারণ এটি নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে এসেছে।
- Spain ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো দুইটিরই সদস্য।
- Switzerland ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় এবং ন্যাটোরও সদস্য নয়, এটি নিরপেক্ষ দেশ হিসেবে পরিচিত।
সুতরাং, Spain একমাত্র দেশ যেটি উভয় সংস্থার সদস্য এবং এই কারণে সঠিক উত্তর হবে Spain।