What is the full form of NBFI?
A National Bank for Finance and Investment
B Non-Bank Financial Institution
C New Banking Fund of Investment
D National Budget and Finance Institution
Solution
Correct Answer: Option B
NBFI এর পূর্ণরূপ হলো Non-Bank Financial Institution, অর্থাৎ এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা ব্যাঙ্ক নয় কিন্তু আর্থিক সেবা প্রদান করে।
- NBFI গুলো সাধারণত ঋণ প্রদান, বিনিয়োগ, বীমা, পেনশন পরিচালনা ইত্যাদি আর্থিক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকে।
- এগুলো ব্যাঙ্কের মতো আমানত গ্রহণ করতে পারে না, তাই তারা সরাসরি গ্রাহকের কাছ থেকে টাকা সংগ্রহ করতে পারে না।
- NBFI গুলো অর্থব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ তারা ব্যাংকের পাশাপাশি বিনিয়োগ ও ঋণ পরিসেবা বিস্তার করে অর্থনীতিকে সাহায্য করে।
তাই, প্রশ্নে প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হলো Option 2: Non-Bank Financial Institution।