কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন?

A বিদ্রোহী

B প্রলয়োল্লাস

C মুক্তি

D আনন্দময়ীর আগমনে

Solution

Correct Answer: Option D

১৯২২ সালে ''আনন্দময়ীর আগমনে'' এবং ''বিদ্রোহীর কৈফিয়ত'' নামক কবিতা ধুমকেতু পত্রিকায় প্রকাশের জন্য কাজী নজরুল ইসলাম এক বছর কারাবরণ করেন।
তাঁর উল্লেখযোগ্য কবিতা সমূহ
- অগ্নিবীণা (১৯২২)
- নতুন চাঁদ (১৯৩৯)
- মরুভাস্কর (১৯৫১)
- সঞ্চয়ন (১৯৫৫)
- সঞ্চিতা (১৯২৫)
- ফনীমনসা (১৯২৭)
- চক্রবাক (১৯২৯)
- সাতভাই চম্পা (১৯৩৩)
- নির্ঝর (১৯৩৯) ইত্যাদি। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions