যেমন কাজ করবে তেমন ফল পাবে-বাক্যটির সরল রূপ কোনটি?

A কাজ অনুযায়ী ফল পাবে

B যেমন কর্ম তেমন ফল

C ফলেই কর্মের পরিচয়

D কাজের উপর ফল নির্ভর করে

Solution

Correct Answer: Option A

- যে বাক্যে একটি মাত্র কর্তা ও একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে।
যেমনঃ
- তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি।

- যেমন কাজ করবে তেমন ফল পাবে-বাক্যটির সরল রূপ হলো কাজ অনুযায়ী ফল পাবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions