- ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮০০ খ্রিস্টাব্দের মে মাসের ৪ তারিখ।
- ফোর্ট উইলিয়াম কলেজ থেকে মৃত্যঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা সবচেয়ে বেশি গ্রন্থ প্রকাশিত হয়।
তার রচিত গ্রন্থগুলো হলো
- বত্রিশ সিংহাসন,
- হিতোপদেশ,
- প্রবোধচন্দ্রিকা,
- বেদান্তচন্দ্রিকা ইত্যাদি।