কোন কৰি ‘ধৰ্ম মঙ্গল’ কাব্যের প্রণেতা?

A বংশীদাস চক্রবর্তী

B রূপরাম চক্রবর্তী

C মুকুন্দরাম চক্রবর্তী

D বলরাম চক্রবর্তী

Solution

Correct Answer: Option B

ধর্মমঙ্গল কাব্যে ধর্মঠাকুর নামক পুরুষ দেবতার মাহাত্ম্য প্রচারের জন্য রচিত।
- এর আদিকবি ময়ূর ভট্ট,
- শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী, 
- এর প্রনেতা রূপরাম চক্রবর্তী,
- এর চরিত্র সমূহ লাউসেন, হরিশ্চন্দ্র, কর্পূর সেন,মহামদ পাত্র।
- এটি ২টি পালায় বিভক্ত (রাজা হরিশ্চন্দ্রের গল্প ও লাউসেনের গল্প)।


- ধর্মমঙ্গল ধারার অন্যান্য কবিঃ  খেলারাম চক্রবর্তী, শ্যাম পণ্ডিত, নরসিংহ বসু।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions