Solution
Correct Answer: Option C
- প্রশ্নের বাক্যটিতে Dark-কে relate করা হয়েছে light এর সাথে। এদের মধ্যে বিপরীতার্থক সম্পর্ক বিরাজমান ।
- Dark Adjective হিসেবে ব্যবহার হলে বিপরীতার্থক শব্দ light.
- Dark অর্থ অন্ধকার, তিমির ইত্যাদি।
- Light অর্থ আলােক বিশিষ্ট, উজ্জ্বল।
- এই সাদৃশ্য বিচারে cold-এর বিপরীতার্থক শব্দ hot.
- কারণ cold ও hot দুটোই adjective.
- তাছাড়া cold এর exact opposite হচ্ছে hot .
তাই সঠিক উত্তর hot.