সুয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে যাতায়াত সহজ হয়েছে-
A আফ্রিকার
B অষ্ট্রেলিয়ার
C ইউরোপের
D আমেরিকার
Solution
Correct Answer: Option C
- লোহিত সাগরের সঙ্গে ভূমধ্যসাগরের সংযোগ স্থাপনের লক্ষ্য নিয়ে ১৮৫৯ থেকে ১৮৬৯ সালের মধ্যে এক দশকে খালটি খনন করা হয়।
- লোহিত সাগর এবং ভূমধ্যসাগরের মধ্যে সংযোগকারী এই খাল দিয়ে বিশ্ব বাণিজ্যের ১২ শতাংশ পণ্য পরিবহণ হয়।